qualitycando.com The Perfect Online Educational Website BD

মানুষ তাঁর নিজের মেধা ও অতীত শিল্প অভিজ্ঞতা, বিরামহীন উন্নয়ন প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে আজ চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দ্বারপ্রান্তে কড়া নাড়ছে। প্রযুক্তি নির্ভর ডিজিটাল বৈপ্লবিক পরিবর্তনকেই বলা হচ্ছে “চতুর্থ শিল্প বিপ্লব”। সহজ কথায় ”ডিজিটাল রেভল্যুশন” বলতে আমরা সাধারণত যা বুঝি হাতে কলমে সেটাই চতুর্থ শিল্প বিপ্লব। এটি একটি মানসিক দক্ষতা ও ডিজিটাল সিস্টেমকে প্রাধান্য দিয়ে একটি শিল্প বিপ্লব। এ চতুর্থ শিল্প বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এ দেশের শিক্ষিত তরুণ যুব সমাজের । বাংলাদেশের তরুণ যুব সমাজকে দক্ষ মানব শক্তিতে পরিণত করতে হবে। আমাদের অদক্ষ, স্বল্পদক্ষ শ্রমবাজারকে রূপান্তরিত করে যুগোপযোগী ও কারিগরিভাবে দক্ষ করা, বর্তমানের অর্জনগুলোর চ্যালেঞ্জ ও ঝুঁকি নির্ণয়, চতুর্থ শিল্পবিপ্লবের নতুন কর্মসংস্থান আবিষ্কার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল তৈরি, অবকাঠামো তৈরির চ্যালেঞ্জ গ্রহণ এবং কর্মসংস্থানমুখী টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা অতীব জরুরি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এদেশের বৃহৎ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশ অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করে তুলবে ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। qualitycando.com মূলত শিক্ষা বিষযক একটি ওয়েবসাইট। শিক্ষার্থীদের কে আধুনিক, যুগপোযোগী মানবিকতা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক হবে।

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]