১৬ তম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি এন টি আর সি এ আপডেট নিউজ 16th NTRCA Question Solution School 2 Level

16th NTRCA Question Solution School 2: General Knowledge

  1. NATO কোন ধরনের জোট ? -সামরিক জোট
  2. বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা কতটি ? -৮ টি
  3. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ? -ক্যাপ্টেন এম মনসুর আলী
  4. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ? -১৩৭ নং
  5. ইতিহাসের জনক কে ? -হেরোডটাস
  6. টেকসই উন্নয়ন কবে গৃহীত হয় ? -২০১৫ , 25 শে সেপ্টেম্বর
  7. ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় ? -বেলজিয়াম
  8. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান ? -৪২৬ জন
    নবায়নযোগ্য শক্তি কোনটি ? -সমুদ্রের ঢেউ
  9. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়? -১৯৭৪
  10. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? -২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
  11. Seven sister কোথায় অবস্থিত ? -ভারতে, ভারতের সাতটি অঙ্গরাজ্যে
  12. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়? -২০১১
    বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় ? -১৯৯৮
  13. বিশ্ব পরিবেশ দিবস ? -৫ জুন
  14. বাংলাদেশ স্কয়ার কোথায় ? -লাইবেরিয়া
    আফগানিস্তান ভারত কে পৃথক করেছে ? -ডুরান্ড লাইন
  15. SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে ? -প্রতিরক্ষা মন্ত্রণালয়
  16. পাট গবেষণা ইনস্টিটিউট ? -মানিকগঞ্জ
  17. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরে ছিল? -২ নম্বর
16th NTRCA Question Solution School 2: Bangla
  1. বাংলা সাধু ভাষার জনক কে? – ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? – সাধু রীতি
  3. ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – অমুদ
  4. বিরাম চিহ্নের প্রবর্তক কে? – ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  5. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ণ ব্যবহৃত হয়? – হাইফেন
  6. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী? – চাটুকার
  7. “গঙ্গা” শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ সবগুলোই (গোমতি, কাবেরী, কৃষ্ণবেণী)
  8. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – সোম
  9. ‘নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? – কৃত্রিম
  10. নিচের কোন বানানটি শুদ্ধ? – পিপীলিকা
  11. কোন বানানটি শুদ্ধ? – সমীচীন
  12. কোন বাক্যটি শুদ্ধ? – দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
  13. ‘তপোবন’ কোন সমাস? – চতুর্থী তৎপুরুষ
  14. সন্ধির প্রধান কাজ কী? – ধ্বনি পরিবর্তন
  15. সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিস্পন্ন পদটির নাম কী? – সমস্যমান পদ
  16. ‘তিলে তৈল হয়’ বাক্যে ‘তিল’ কোন কারক? – অপাদান কারক
  17. ‘সিংহাসন’ কোন সমাস? – মধ্যপদলোপী কর্মধারয়
  18. ‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি? – অপাদানে শূন্য
  19. ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন কোনটি? – জীমূতেন্দ্র
  20. ‘সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী? – বৃহৎ বিষয়
  21. ‘সিদুঁরে মেঘ’ বাগধারাটির অর্থ কী? – বিপদের আশঙ্কা
  22. ‘লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? – লো+অন
  23. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? – কুলটা
  24. ‘কালসাপ’ কোন সমাস? – নিত্য সমাস (কাল তুল্য সাপ)
  25. ‘Watery grave’ -এর অর্থ কী? – সলিল সমাধি
16th NTRCA Question Solution School 2: English
  1. He — me while I was reading. – interrupted
  2. Corruption is one of the worst evils (Positive). – Very few evils are as bad as corruption
  3. We should read books to gain knowledge (Make it complex). – We should read books, so that we can gain knowledge.
  4. ‘Please, keep quite,’. (Make it passive). – You are requested to keep quiet.
  5. Trees are considered one of our best friends. (Make it active). – Trees are our best friends.
  6. Cricket is a very qxciting game. (Make it Exclamatory). – What an exciting game cricket is!
  7. What is the synonym of ‘alliance’? – Association
  8. The synonym of ‘annihilate’ is- destroy
  9. Verb from of ‘false’ is- falsify
  10. Adverb from of ‘heart’ is- heartily
  11. Adjective form of ‘courage’ is- courageous
  12. মানবজাতি এখন সংকটাপন্ন। – Mankind is at stake now.
  13. তার কোনো বন্ধু নাই বললেই চলে। – He has a few friends.
  14. বিনয় মহত্ত্বের ভূষণ। – Modesty is embellishment of greatness.
  15. What is the antonym of ‘agile’? – lazy
  16. The antonym of ‘optimism’ is- pessimism
  17. What is the verb from of ‘ability’? – able
  18. It’s time you — your mistakes. – realised
  19. Jamal walks as if he — lame. – were
  20. Uneasy lies the head that — a crown. – wears
  21. Read diligently lest you — fail in the examination. – should
  22. The word ‘Banish’ means- exile
  23. ‘a cock abd bull story’ means a false story
  24. ‘Big bug’ means- Important person
  25. ‘At a stretch’ means- without break
16th NTRCA Question Solution School 2: Math
  1. x/y এর সাথে কত যােগ করলে যােগফল y/x হবে? – (y2 – x2)/xy
  2. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?- ৭
  3. x2 -11x + 30 ও x3 – 4×2 – 2x – 15 এর গ.সা.গু কত? – x-5
  4. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.? – 3√3/2
  5. a:b = 2:3 এবং b:c = 6:7 হলে a:c = কত? – 4:7
  6. log √2 16 = কত? – 8
  7. টাকার ৬টি করে ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত? – ২০%
  8. x2 – y(y – 2) -1 এর উৎপাদক নিচের কোনটি? – সঠিক উত্তর নাই, উত্তর হবে: (x + y – 1) (x – y + 1)
  9. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬০। ক্ষুদ্রতম কোণের মান কত? – ৪২০
  10. x4 – x2 –1 = 0 হলে x2 – 1/x2 =কত? – 1
  11. 4(x+y), 10(x – y) এবং 12(x2 – y2) এর গ.সা.গু কত? – 2
  12. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 সেমি. হলে AB = কত সেমি.? – 6 সেমি,
  13. ২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? – ৭৬°
  14. দুটি সংখ্যার বর্গের সমটি 13 এবং গুণফল 6 হলে, সংখ্যা দুটির বর্গের অন্তর হত? – 5
  15. 3√3√x3 = কত? – x1/3
  16. একটি ঘনকের প্রতিটি ধার 5 সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত? – 5√3 সে.মি.
  17. শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে? – 6 বছর
  18. 3 + 6 + 9 +………. ধারাটির কততম পদ 33? – 11
  19. একটি কলম 10% লাভে বিক্রয় করা হল। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত? – 11:10
  20. ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ভাগ কত বেশী? – ১৫০
  21. f(x) = 2×2 + 3x – 1 হলে f(0) = কত?- -1
  22. 2x+1 = 32 হলে x এর মান কত? – 4
  23. ABCD সামন্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ BAD = ১০০° হলে কোণ BCE = কত? – ৮০০
  24. ঘণ্টায় ৬০ কিলােমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? – ২৪ সেকেন্ড
  25. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? – 30০

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]