মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন-2019 Medical Admission Question Solution 2019

১। বাংলাদেশ কতসালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে?= ১৯৯৭ সালে
২। ‘চাকা ‘ কার সাথে সম্পর্কিত নয়? = তাম্র যুগ
৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদশ কয়টি সেক্টরে বিভক্ত ছিলো? = ১১ টি
৪। বাংলা একাডেমির পূর্বনাাম কি ছিল? = বর্ধমান হাউস
৫। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে মুক্ত হয়ে কত তারিখে দেশে আসেন?= ১০ জানুয়ারি ১৯৭২
৬। জাতীয় সংসদের স্থপতি কে?= লুই আইকান
৭। স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? = সোহরাওয়ার্দী উদ্যানে
৮। সুন্দরবনকে World heritage ঘোষণা করা হয় কত সালে?= ১৯৯৭ সালে
৯। পদ্মা সেতু নির্মাণের অর্থনৈতিক দায়িত্ব কে নেয়?= বাংলদেশ সরকর
১০। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি কত তারিখের ভাষণ?= ৭ ই মার্চ

১। কবুতর কোন শ্রেণীর? = এভিস (Avis)
২। নিচের কোনটি যৌগিক পাতা নয়? = জবা
৩। গব্লেট কোশ বেশি থাকে কোথায়? = বৃহদান্ত্রে
৪। Eerythromycin সৃষ্টি হয় কোঠা থেকে? = বৃক্কে (Kidney)
৫। ফরমালডিহাইড ও পটাশিয়ামকে উত্তপ্ত করলে কি তৈরি হয়? = মিথানল
৬। ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? – কাইটিন
৭। মাইটোটিক কোষ বিভাজনে নিওক্লিয়াসের বিভাজনকে কি বলে? = ক্যারিওকাইনোসিস
৮। আন্তঃকশেরুকায় কোন ধরনের তরুনস্থী থাকে? – স্বেত তন্তু
৯। কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে? = জিহ্বা
১০। HCL ক্ষরণ করে কোন কোষ? = প্যারাইটাল কোষ বা অক্সিনটিক সেল

১১। নিচের কোনটি অপ্রকৃত ফল?= আনারস
১২। নিচের কোনটি আদিকোষ? = ব্যাকটেরিয়া
১৩। ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি? = ৬ জোড়া
১৪। নিচের কোনটি Antibody তৈরি করে? = B লিম্বোসাইট
১৫। নিচের কোন রক্তের গ্রুপ সার্বজনীন গ্রহীতা? = AB
১৬। রক্তনালীর সংকোচনকে কি বলে? = সেরোটোনিন
১৭। উদ্ভিদকোষে পাওয়া যায়? = সেন্ট্রোসোম
১৮। নিচের কোনটির আদি কোষ নেই? – ব্রায়োফাইডা
১৯। কোনটি খারাপ লিপিড?= LDL
২০। নিউক্লিয়াসের বিভাজনকে বলে?= ক্যারিওকাইনেসিস
২১। নিচের কোনটি দ্বিস্তরী প্রাণী?= হাইড্রা
২২। রক্তনালী সংকোচন ঘটায় কোনটি? = সেরাটোনিন
২৩। মসের স্ত্রী জননাঙ্গ কোনটি? = আর্কিগোনিয়াম
২৪। খাদ্যবস্তু কোথায় শোষিত হয়? = জেজুনামে
২৫। Cycas এর সস্য? = Hopolid

1. Past participle of swim is? – swum
2. He has lost her x again, This is the second time this __. – happened
3. I am accustomed ___ such a life. – to
4. Which is not synonym of Ability? – Avail
5. Asraf —to Faridpur? – has gone
6. Antonym of Refractory is? – Obedient
7. If I get a lottery, I— buy a house. – will
8. Alim —-in Dhaka for 10 years. – has been lived
9. কোনটি Passive Voice? – The room has been cleaned.
10. নিচের কোনটি Noun নয়? – fearly

১। ইলেক্ট্রোন আয়নে কয়টি ইলেকট্রন আছে? – ১
২। কোনটা অম্লধর্মী অক্সাইড? – B(OH)3
৩। কোনটি সিলোম্বিহীন পর্ব? – Fasciola Hepatica
৪। নিচের কোনটি সিলোমবিহীন? – Fasciola
৫। নিচের কোনটি জারক ও বিজারক উভয়ই? – NO
৬। নিচের কোনটি আলাদা? – এড্রোনালিন
৭। প্যারাসিমপ্যাথেটিক Nerve কোনটি? – অকুলোমোটর
৮। নিচের কোনটি পানিতে দ্রবণীয়? – NH3
৯। অক্সিজেনের আইসোটোপ কয়টি? – ৩ টি
১০। আগুন নিয়ন্ত্রণে নিচের কোনটি ব্যবহার করা হয়? – CO2
১১। ২ টা H2 কি বন্ধন দ্বারা যুক্ত? – সমযোজী বন্ধন
১২। নিচের কোনটি গ্যাসীয় জারক? – O3

১৩। নিচের কোন গ্যাসটি বায়ুতে বেশী পাওয়া যায়? – নাইট্রোজেন (N2)
১৪। নিচের কোনটি শক্তিশালী? – NH3
১৫। 5% Na2co3 এর মোলারিটি কত? – 0.47 M
১৬। নীল লিটমাসকে লাল করে? – এসিড
১৭। গ্যাসীয় বিনিময় হয় কোথায়? – অ্যালডিওল
১৮। পেসমেকার কোথায় পাওয়া যায়? – SA নোড
১৯। কোনটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয়? – সোডিয়াম (NA)
২০। নিচের কোনটি শক্তিশালী এসিড? – -CL-CH2-COOH
২১। কোনটি গ্যাস —–এজেন্ট? – -O3
২২। নিচের জারণ বিজারণ বিক্রিয়া? – -H2S + SO2

১। 1 HP বা এক হর্স পাওয়ার সমান কত? – 746 W
২। নিচের কোনটি দ্বারা অর্ধায়ূ প্রকাশ করা হয়? – T1/2
৩। আন্তঃঅবস্থান্তর মৌল কয়টি? – ৩০ টি
৪। আর্সেনিক (AS) এর নিরাপদ মাত্রা? – 0.01 PPM
৫। Power (ক্ষমতা) এর একক নয় কোনটি? – J (জুল)
৬। স্থায়ী ক্ষরতা দূর করা যায় না? – ফুটন্তকরণে
৭। গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল..? – জাইমেজ
৮। উত্তল লেন্সের আকার হতে পারেনা? – সিলিন্ডিক্যাল

Medical Admission Question Solution 2019

৯। রান্নার কাজে ব্যবহৃত তরল গ্যাস? – বিউটেন
১০। নিচের কোনটি জলরেণু? – জুস্পোর
১১। হাইড্রার নিডোসাইট পাওয়া যায় কোথায়? – কর্ষিকায়
১২। আন্তঃ কশেরুকায় কোন ধরণের তরুণাস্থি থাকে? – শ্বেততন্ত্রুময়
১৩। ফাইব্রোজোনেন তৈরি হয় কোন অঙ্গ থেকে? – লিভার থেকে
১৪। DNA ভাইরাস? – হেপাটাইসিস B
১৫। সবচেয়ে বেশী খাদ্যসার শোষিত হয়? – 0.01 Mg

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]