মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন-২০০৭ Medical Admission Question Solution 2007

    1. Which of the following is the correct synonym ?

    interest appealing

    intensity ardent

    insular concoon

    interim stopgap

    1. নিম্নের কোনটি হৃদপিন্ডের নিলয়ের সিস্টোলের সমকাল (সেকেন্ড) ?

    0.1

    0.3

    0.5

    0.7

    1. ফ্লোরিন সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয় ?

    পারমাণবিক নাম্বার (Z)-9

    পারমাণবিক ভর K-19

    স্ফুটনাঙ্ক – 187oC187oC

    গলনাঙ্ক200oC200oC

    1. নিম্নের কোনটি বৈদুতিক ক্ষমতার একক ?

    জুল

    ভোল্ট

    অ্যাম্পিয়ার

    ওয়াট

    1. নিম্নের কোন অঙ্গ পিত্তরস তৈরি করে ?

    অগ্নাশয়

    পিত্তাশয়

    যকৃত

    প্লীহা

    1. Which of the following is the correct English translation of this Bangla sentence ? আপনি কি আমাকে পাঁচ হাজার টাকা ধার মঞ্জুর করবেন?

    Would you grant me a loan of Taka five thousand ?

    The trees would look different when the leaves have fallen off

    The trees would look different when the leaves had fallen off

    The trees would look different when the leaves have fallen off

    1. নিম্নের কোন উক্তিটি তেলাপোকার ক্ষেত্রে সত্য নয়?

    উজ্জ্বল আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব তৈরি করে

    হিমোলিস্ফ বর্ণহীন প্লাজমা এবং প্রায় নয় মিলিয়ন

    সর্বভুক্ত প্রাণী

    শ্বাসরঞ্জক না থাকায় তেলাপোকার রক্ত শ্বসনে কোনো ভূমিকা করে

    1. তেলাপোকার জাইগোট থেকে নিস্ফ বের হতে কত দিন সময় লাগে?

    32

    20

    25

    30

    1. নিম্নের কোন তথ্যটি লেজারের ক্ষেত্রে সঠিক নয়?

    আলো অত্যন্ত উজ্জ্বল তীব্র

    এক থেকে অধিক বর্ণের আলো থাকে

    আলোর তীক্ষ্ণ ও দিকাভিমুখী

    আলো সুসংগত

    1. 6429CuC2964uএবং 6430ZnZ3064n পরস্পরের-

    আইসোটান

    আইসোটোপ

    আইসোবার

    কোনটিই নয়

    1. নিম্নের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

    হাম

    ডেঙ্গু

    টাইফয়েড

    হার্পিস

    1. Which of the following sentence is the correct example of “past perfect continuous tense”?

    The train had started before I reached the station

    We have been living here for five years

    What was she doing In the last evening

    At that time Shama had been writting a novel for two months

    1. নিম্নের কোনটি সঠিক নয়?

    এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম হল : F<c1<br<1

    হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন-এ চারটি মৌলকে বোঝায়

    হ্যালোজেন মানে sea-salt producer

    হ্যালোজেনসমূহ দ্বিপরমাণুকে অণূ (x2)(x2) বিশিষ্ট অধাতব মৌল

    1. নিম্নে উল্লেখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমাণু তৈরি করে?

    দুর্বর নিউক্লীয় বল

    মহাকর্ষ বল

    তাড়িত চৌম্বক বল

    সবল নিউক্লীয় বল

    1. নিম্নের কাকে “লেডি উইথ দি ল্যাম্প” বলা হয়?

    রানি এলিজাবেথ প্রথম

    ফ্লোরেন্স নাইটিঙ্গেল

    মাদার তেরেসা

    রানি ক্লিওপেট্টা

    1. Na, C এবং O এর পারমাণবিক ভর যথাক্রমে 23, 12 ও 16 হলে, Na2CO3Na2CO3সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?

    কার্বনের শতকরা পরিমাণ = 11.3%

    এর আণবিক ভর = 106

    সোডিয়ামের শতকরা পরিমাণ = 43.4%

    অক্সিজেনের শতকরা পরিমাণ = 54.3%

    1. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?

    একটি জনন মাতৃকোষ থেকে একটি সক্রিয় ডিম্বাণু তৈরি হয়

    DNA হচ্ছে ক্রোমোসোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ

    RNA শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে

    প্রতি সেকেন্ডে 1 হাজারের বেশি শক্রাণু তৈরি হয়

    1. নিম্নের কোনটি ভ্রুণের এক্টোডার্ম থেকে তৈরি হয়?

    শ্বসনতন্ত্র

    কঙ্কালতন্ত্র

    রক্ত সংবহন তন্ত্র

    স্নায়ুতন্ত্র

    1. Which of the following is the correct “direct form” of this sentence: “Columbus wanted to know whether any of them could make an egg stand on end.”

    Columbus said to them, “Can any of you make a egg stand on end.”

    Columbus said to them, “Can any of you made an egg stand on end.”

    Columbus said to them. “Can any of you make an egg stand on end.”

    Columbus said to them. “Can any of you make an egg stood on end.”

    1. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?

    তরুনাস্থির ম্যাট্রিক্সে কনড্রিন থাকে

    যোজক কলা মেসোডার্ম নামক ভ্রুণস্তর থেকে উৎপন্ন হয়

    ফাইব্রোব্লাস্ট শ্বেততন্ত উৎপাদনে সহায়তা করে

    হৃদপেশি ঐচ্ছিক পেশি

    1. সিমফাইসিস নিম্নের কোন অস্থি সন্ধি?

    কন্ডাইময়েড

    তন্তময়

    তরুণান্থিময়

    সাইনোভিয়াল

    1. Which of the following sentence is the correct example of “participle adjective”?

    The setting sun has gilded the hill top

    She carried a lighted candle in her hand

    She has lighted a candle

    The axe-man has hewed down the tree

    1. নিম্নের কোনটি কাবৃনাইল যৌগের সমানুতার সঠিক উদাহরণ নয়?

    কিটোইনল টটোমোরিজম : প্রোপান্যাল

    চেইন সমানুতা : ২- মিথাইল প্রোপান্যাল

    অবস্থান সমানুতা : ৩-পেন্টানোন

    কার্যকরী মূলক সমানুতা : অ্যালাইল অ্যালকোহল

    1. ঢাকা বিশ্বের কততম “মেগাসিটি”?

    7 তম

    11 তম

    13 তম

    19 তম

    1. কোন লক্ষ্য বস্তু যদি 2f দূরত্বে থাকে তবে উত্তল লেন্স দ্বারা সৃষ্ট বিম্বের আকৃতি নিম্নের কোনটি?

    বিবর্ধিত

    লক্ষ্য বস্তুর চেয়ে বড়

    লক্ষ্য বস্তুর সমান

    লক্ষ্য বস্তুর চেয়ে ছোট

    1. নিম্নের কোনটি স্বাভাবিক চোখের ’নিকট বিন্দু’ (সে.মি.)?

    28

    15

    23

    25

    1. একই তাপমাত্রা পৃথকভাবে কোন পাত্রের একই ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের হার যথাক্রমে 6 : 5। ক্লোরিনের ঘনত্ব 36 হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব নিম্নের কোনটি?

    40

    25

    50

    20

    1. Which of the following is the correct conversion of this compound sentence to simple sentence using a prepositional phrase- “He was terribly unhappy but did not blame the girl.”

    I spite off being terribly unhappy he did not blamed the girl

    In spite in being terrible unhappy he did not blame the girl

    In spite on being terribly unhappy he do not blame the girl

    In spite of being terrible unhappy he did not blame the girl

    1. লালারসে নিম্নের কোন এনজাইমটি থাকে?

    পেপসিন

    প্রটিয়েজ

    লাইপেজ

    টায়ালিন

    1. Which of the following is the correct “affirmative sentence”?

    The first day in Dieppe is very exciting

    You are very fortunate

    He was the only man alive on a wide sea

    How big they are!

    1. Which of the following is not a correct English sentence?

    I am related with her by marriage

    He is very popular with his pupils

    I prefer coffee that tea

    Death is preferable than dishonor

    1. নিম্নের কোনটি উক্ত যৌগের সঠিক উদাহরণ নয়?

    অসম্পৃক্ত কিটোন : অ্যাক্রোলিন

    অ্যালিফেটিক অ্যালডিহাইড : ইথান্যাল

    অ্যঅরোমেটিক কিটোন : বেনজোফেনোন

    সম্পৃক্ত অ্যালডিহাইড : প্রোপান্যাল

    1. পানির ত্রৈধবিন্দু (K) নিম্নের কোনটি?

    100.13

    137.14

    212.18

    273.16

    1. ফুটবল খেলোয়াড়দের জার্সিতে নম্বর লাগাবার প্রথা প্রথম চালু হয় নিম্নের কোন সালে?

    1925

    1939

    1929

    1935

    1. বায়ুমণ্ডলস্থিত নিম্নের কোন রাসায়নিক পদার্থ ক্যান্সারের জন্য দায়ী?

    ক্যাডমিয়াম

    সীসা

    কার্বন মনোক্সাইড

    হাইড্রোকার্বন

    1. একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5A তড়িৎ প্রবাহ বহন করে। এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V; ফিলামেন্টের রোধ নিম্নেরকেত ও’ম(∩)(∩)?

    2.0

    1.0

    1.2

    1.5

    1. নিম্নের কোনটি নাইট্রোজেন ও ফসফরাসের জন্য সঠিক নয়?

    নাইট্রোজেন অণুর এনথালাপি ΔH = + 495 kJ mol−1,∆H = + 495 kJ mol-1, তাই নাইট্রোজেনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় বায়ুমণ্ডলে পাওয়া যায়।

    নাইট্রোজেন ও ফসফরাস উভয়েই সাধারণত সমযোজী যৌগ গঠন করে।

    উভয় মৌল হাইড্রোজেনের সাথে স্থায়ী হাইড্রাইড গঠন করে।

    সাধারণত তাপমাত্রায় নাইট্রোজেন হল গ্যাস ফসফরাস হল কঠিন পদার্থ

    1. Which of the following sentence is not having appropriate preposition?

    I shall come back within and hour.

    She climbed over the fence.

    He walked across the stage.

    Raise your arms above your head

    1. নিম্নের কোনটি বায়োগ্যাসের উপাদান নয়?

    কার্বন-ডাই-অক্সাইড

    মিথেন

    নাইট্রোজেন

    হাইট্রোজেন

    1. নিম্নের কোন তথ্যটি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের জন্য সঠিক নয়?

    অ্যারোমেটিক যৌগ বলয় আকৃতির । যেমন বেনজিন C6H6C6H6

    আলকাতরা হল অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস।

    আলকাতরার মধ্যে পানি মিশ্রিত অম্লীয়, ক্ষারকীয় ও নিরপেক্ষ-এই তিন শ্রেণীর বিভিন্ন অ্যারোমেটিক যৌগ থাকে।

    অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ যেমন ফেনলসমূহ নিরপেক্ষ যৌগ।

    1. নিম্নে উল্লেখিত কোনটি হৃৎপিণ্ডের অলিন্দের ডায়াস্টোলের সময়কাল (সেকেন্ড)?

    0.7

    0.1

    0.3

    0.5

    1. Which of the following is not the appropriate Bangla-

    Exorcise : প্রমোদ ভ্রমণ

    Emigrate : দেশত্যাগ করা

    Envious : ঈর্ষাপরায়ণ

    Exhort : উপদেশ দ্বারা উৎসাহিত করা

    1. নিম্নের কোনটি মোলার গ্যাস ধ্রুবক -এর সঠিক মান নয়?

    ক্যালরি একক, R = 1.987 Cal K−1 mol−1R = 1.987 Cal K-1 mol-1

    লিটার বায়ুমণ্ডল চাপ একক, R = 0.082 L. atm. K−1 mol−1R = 0.082 L. atm. K-1 mol-1

    এস, আই, একক, R = 8.314 Jk−1 mol−1R = 8.314 Jk-1 mol-1

    সি, জি, এস একক, R = 8.32 Jk−2 mol−1R = 8.32 Jk-2 mol-1

    1. মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত থার্মোমিটার নিম্নে উল্লেখিত কোন স্কেলে দাগাঙ্কিত থাকে?

    তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল

    সেলসিয়াস স্কেল

    ফারেনহাইট স্কেল

    তাপগতীয় স্কেল

    1. নিম্নের কোন করোটিক স্নায়ু ঘ্রানের সঙ্গে জড়িত?

    ট্রাইজেমিনাল

    অলফ্যাক্টরি

    গ্লসোফ্যারিঞ্জিয়াল

    হাইপোগ্গোসাল

    1. পর্যায় সারণির জন্য কোনটি সঠিক নয়?

    চতুর্থ পর্যায়ের গ্রুপ VIIIএর একটি ঘরে Fr, Rh Mt তিনটি মৌল আছে

    দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে প্রত্যেকটিতে আটটি করে মৌল আছে।

    পটাসিয়াম, ক্রিপটন চতুর্থ পর্যায়ের মৌল।

    ষষ্ঠ পর্যায়ে সিজিয়াম থেকে রেডন পর্যন্ত 32টি মৌল আছে।

    1. UNESCO কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?

    ১৪ এপ্রিল ১৯৯৫

    ডিসেম্বর ১৯৯৭

    ১৬ ডিসেম্বর ১৯৯৬

    ২৬ মার্চ ১৯৯৫

    1. নিম্নে উল্লেখিত চোখের কোন অংশ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে?

    লেন্স

    কর্নিয়া

    পিউপিল

    রেটিনা

    1. অন্যেরা তাদের বিছানা ছেড়ে ওঠার আগেই সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি তার কঠিন কাজের বেশির ভাগই শেষ করে ফেলে।

    The early riser has done a large quantity of hard work before other man had got out of bed.

    The early riser has done large quantity of hard work before men have got out of bed.

    The early riser has done a large quantity of hard work before other men have got out of bed.

    The early riser has done a large quantity of hard work before other man have got out of bed.

    1. নিম্নের কোনটি সঠিক নয়?

    CO2CO2 এর একটি অণুর ভর হল 7.3065426 × 10−23g7.3065426 × 10-23g

    1টি সোডিয়াম পরমাণু ভর = 3.82 × 10−23g3.82 × 10-23g

    1g হাইড্রোজেনে 6.022 × 10236.022 × 1023 টি হাইড্রোজেন পরমাণু আছে

    16g অক্সিজেনেঅণুরসংখ্যা 3.011 × 1023g3.011 × 1023g

    1. নিম্নের কোনটিতে অবতল লেন্স ব্যবহার করা হয়?

    আতশী কাঁচে

    অনুবীক্ষণ যন্ত্রে

    চশমার

    ক্যামেরায়

    1. সবাত শ্বসনে উৎপাদিত মোট ATP অণুর পরিমাণ নিম্নের কোনটি?

    40

    28

    32

    38

    1. Which of the following is the correct “indirect form” of this sentence: The teacher said. “Mohsin is good and kind and be helps everyone.”

    The teacher say that Mohsin was good and kind and be helped everyone

    the teacher said that Mosin was good and kind and he helped everyone

    The teacher said that Mohsin is good and kind and he helped everyone

    The teacher said that Mohsin was good and kind and he help everyone

    1. নিম্নের কোনটি পদার্থের অবস্থার জন্য সঠিক নয়?

    তরল পদার্খের বেলায় আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের চেয়ে কম থাকে

    তরল স্ফটিক অবস্থায় পদার্থসমূহ আলাক ধর্ম প্রদর্শন করে

    আয়নিক, যৌগসমূহ কেলাস আকারে কঠিন অবস্থায় থাকে

    NaCl লবণের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে

    1. নিম্নের কোন ভিটামিনের উৎস হিসেবে ঈস্ট ব্যবহার করা হয়?

    ভিটামিন এ

    ভিটামিন বি

    ভিটামিন ডি

    ভিটামিন বি1212

    1. নিম্নের কোন লেন্সটি “স্বল্প দৃষ্টি” প্রতিকারের জন্য ব্যবহার করা হয়?

    সমতল

    উত্তল

    অবতল

    উত্তল-অবতল

    1. বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে?

    ২৬ মার্চ, ১৯৭২

    ১৬ ডিসেম্বর, ১৯৭১

    ৪ ফেব্রুয়ারি, ১৯৭২

    মার্চ, ১৯৭২

    1. নিম্নের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার শর্ত নয়?

    বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রা একই হতে হবে।

    দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে।

    দ্রবণ দুটিকে পৃথককারী অভেদ্যঝিল্লি থাকবে।

    দ্রবণ দুটি একই দ্রাবক বিশিষ্ট হতে হবে।

    1. Which of the following is a superlative sentence?

    He declared that he was innocent

    Foreign travel is more pleasant that most things

    They saw that the drunken porter was lying on the floor.

    Hamlet is one of the most popular dramas

    1. নিম্নের কোন রশ্মি দ্বারা রঞ্জনরশ্মি উৎপন্ন করা হয়?

    আলফা

    ধনাত্মক

    ক্যাথোড

    গামা

    1. রাসায়নিক গণনার জন্য কোনটি সঠিক নয়?

    পরমাণুসমূহের আনুপাতিক সংখ্যা = শতকরা ভর/পারমাণবিক ভর

    নাইট্রিক অ্যাসিডের শতকরা সংযুক্তি হচ্ছে; H = 1.60%, N = 22.22% O = 76.18%

    ব্লু-ভিট্রিয়লের কেলাস পানির শতকরা পরিমাণ= 36.08%

    ক্যালসিয়াম ফসফেটে P2O5P2O5 এর শতকরা পরিমাণ = 48.08%

    1. নিম্নের কোন দেশটি সমুদ্র বন্দরবিহীন দেশ?

    প্যারাগুয়ে

    মিসর

    বেলজিয়াম

    উরুগুয়ে

    1. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?

    শ্বসন এক ধরনের বিজারণ প্রক্রিয়া

    পাতা প্রস্বেদনের প্রধান অঙ্গ

    একবীজপত্রী উদ্ভিদের মজ্জা বেশ বড়

    বীজের সার্থক অঙ্কুরোদগম ইমরাইলিশন প্রক্রিয়ার উপর নির্ভরশীল

    1. নিম্নের কোনটি আয়নিক যৌগের জন্য সঠিক নয়?

    আয়নিক যৌগসমূহের জলনাংক স্ফুটনাংক খুব বেশি হয় এবং এরা উদ্বায়ী হয়

    সকল আয়নিক যৌগ কঠিন অবস্থায় কেলাস বা স্ফটিকাকারে থাকে

    আয়নিক যৌগসমূহের মধ্যে বিক্রিয়ার গতি অত্যাধিক দ্রুত হয়

    আয়নিক কেলাস বা স্ফটিকসমূহ ভঙ্গুর হয়

    1. নিম্নের কোনটি গামা রশ্মির ধর্ম নয়?

    তরঙ্গদৈর্ঘ্য নাই

    আধান নিরপেক্ষ

    গতিবেগ আলোয় গতিবেগের সমান

    ভর 9.1 ×10−31 kg9.1 ×10-31 kg

    1. নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ?

    কুমড়া

    ভুট্টা

    ছোলা

    সূর্যমূখী

    1. Which of the following will not be the proper replacement of the underlined word in this sentence- “Shaheed Dr. Shamsulloha is considered to be the first intellectual who attained martyrdom during the pre-liberation period of Bangladesh.”

    wise-person

    academic

    scholarly

    practical

    1. নিম্নের উল্লেখিত সময়গুলোর মধ্যে p. falciparum ম্যালেরিয়ার সুপ্তাবস্থা কতদিন?

    11-16

    12-20

    8-15

    18-40

    1. যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা স্থির রেখে গ্যাসীয় পদার্থের চাপ ও আতয়নে পরিবর্তন ঘটানো হয়, তাহা নিম্নে উল্লেখিত কোন প্রক্রিয়া?

    রুদ্ধতাপীয়

    তাপগতীয়

    সমচাপ

    সমোষ্ণ

    1. নিম্নের কোনটি জৈব যৌগের জন্য সত্য নয়?

    প্রধানত আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়

    ইথার ও বেনজিনে দ্রবণীয়

    দহনের পর কোন অবশেষ থাকে না

    বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর গতির হয়

    1. সেলসিয়াস স্কেলের 100 ভাগ ফারেনহাইট স্কেলের কত ভাগের সমান?

    212

    100

    173

    180

    1. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?

    গোমতী

    মহানন্দা

    হালদা

    কর্ণফুলী

    1. নিম্নের কোনটি শরীরের ভারসাম্য রক্ষা করে?

    ইনকাস

    অর্গান অব কর্টি

    ভেস্টিবুলার যন্ত্র

    ককলিয়া

    1. নিম্নের কোনটি ইথিলিনের সঠিক ব্যবহার নয়?

    ইথিলিন বাণিজ্যিক পদ্ধতিতে অ্যাসিটোন অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয়

    বর্তমানে ইথারের পরিবর্তে তরল ইথিলিন চেতনানাশক রূপে প্রচুর ব্যবহৃত হয়

    কৃত্রিম উপায়ে কাঁচা ফল যেমন কলা, টমেটো পাকানোর কাজে ইখিলিন ব্যবহৃত হয়

    ইথিলিন, টেফলন নামক কৃত্রিম সুতা প্রস্তুতিতে ব্যবহৃত হয়

    1. Which of the following in the correct English translation of this Bangla sentence? পাতাগুলো যখন ঝরে পড়বে তখন গাছগুলো ভিন্ন রূপ দেখাবে।

    The trees will looks different when the leaves have fallen off.

    The trees will look different when the leaves have fallen off.

    The trees would look different when the leaves fallen off.

    The trees will look different when the leaves had fallen off.

    1. নিম্নের কোনটি অ্যালিফেটিক/অ্যারোমেটিক যৌগের জন্য সঠিক নয়?

    অ্যারোমেটিক অসম্পৃক্ত যৌগ হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন প্রভৃতি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত ঘটে না।

    অ্যালিফেটিক যৌগে কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত কম।

    অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত হওয়া সত্বেও KMnO4KMnO4 দ্বারা জারিত হয় না।

    অ্যালিফেটিক হাইড্রক্সি যৌগ যেমন অ্যালকোহলসমূহ লিটমাস নিরপেক্ষ যৌগ।

    1. মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়?

    অতিবেগুনী

    আলফা

    বিটা

    গামা

    1. নিম্নের কোন উক্তিটি সঠিক নয়?

    সাইনো-্এ্যাট্রিয়াল নোড ডান অলিন্দের প্রাচীরে অবস্থিত

    অলিন্দে আগত শিরাগুলির প্রবেশ পথ কাপাটিকাবিহীন

    ডান নিলয় থেকে পালমোনারী ধমনি শুরু হয়

    মাইট্রাল কপাটিকা ডান অলিন্দ ডানে নিলয়ের সংযোগ স্থলে থাকে বা বাইকাসপিড

    1. নিম্নের কোনটি অ্যালকোহলের জন্য সঠিক নয়?

    টারসিয়ারী অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত কার প্রভাবকের উপর চালনা করলে গ্যাস উৎপন্ন করে

    প্রাইমারী অ্যালকোহল প্রথমে অ্যালডিহাইড ও শেষে কার্বিক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে

    সেকেন্ডারি অ্যালকোহলকে জারণের ফলে প্রথমে কিটোন এবং শেষে অধিক জারণের ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে

    টারসিয়ারি অ্যালকোহল সহজে জারিত হতে চায় না

    1. কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম লেখা থাকে না?

    দক্ষিণ কোরিয়া

    যুক্তরাজ্য

    যুক্তরাষ্ট্র

    অস্ট্রিয়া

    1. নিম্নের কোনটি উক্ত অ্যাসিডের সঠিক সঙ্কেত নয়?

    মেটাফসফোরিক (V) অ্যাসিডHPO2HPO2

    ফসফিনিক অ্যাসিড-H3PO2H3PO2

    ফসফোনিক অ্যাসিড- H3PO3H3PO3

    অর্থো ফসফোরিক অ্যাসিড-H3PO4H3PO4

    1. নিম্নেলিখিত কয়টি অস্থি নিয়ে মানব করোটি গঠিত?

    31

    21

    27

    29

    1. যে পরমাণুর নিউক্লিয়াসের প্রোটিন সংখ্যা কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাহা নিম্নের কোনটি-

    আইসোবার

    আইসোমার

    আইসোটোপ

    আইসোটোন

    1. নিম্নে উল্লেখিত কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?

    থিওডোর সোয়ান

    উইলিয়াম হার্ভে

    কার্ল ল্যান্ডস্টেইনার

    ক্যারোলাস লিনিয়াস

    1. ক্নোরিনের পরমাণুর ভর সংখ্যা 35, অতএব নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা নিম্নের কোনটি:

    প্রোটন 20, নিউট্রন 15

    প্রোটন 17, নিউটৃন 18

    প্রোটন 18, নিউট্রন 17

    প্রোটন 15, নিউট্রন 20

    1. বঙ্গ ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন?

    মি বার্ড

    সম্রাট আকবর

    লর্ড ক্যানিং

    সম্রাট শাহজাহান

    1. নিম্নের কোন পদ্ধতিতে ছত্রাক বংশ বিস্তার করে না ?

    দ্বি-বিভাজন

    যৌন প্রজনন

    অযৌন প্রজনন

    মাইটোসিস

    1. প্লাঙ্কের আলোক সম্পর্কিত কোয়ান্টম থিওরী সংক্রান্ত বিয়য়ে নিম্নের কোনটি সঠিক নয় ?

    E = hv

    h=6.626×1034Jsh=6.626×1034Js

    E α vE α v

    h=6.626×10−34Jsh=6.626×10-34Js

    1. বাতাশে শব্দের দ্রুতি নিম্নের কোনটি ?

    332ms−1332ms-1

    332ms−2332ms-2

    332ms−3332ms-3

    332ms−4332ms-4

    1. বায়ুমন্ডলস্থিত নিম্নের কোন রাসায়নিক পদার্থ ক্যানসারের জন্য দায়ী ?

    সীসা

    কার্বন মনোক্সাইড

    হাইড্রোকার্বন

    ক্যাডমিয়াম

    1. নিম্নের কোনটি হাইড্রোজেনের সঠিক আইসোটোপ নয়?

    হাইড্রোজেন

    টিট্রিয়াম

    ডিউটেরিয়াম

    কোনোটিই নয়

    1. ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু নিম্নের কোনটি?

    32oF32oF

    0oF0oF

    12oF12oF

    22oF22oF

    1. নিম্নের কোন তথ্যটি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়?

    ভাইরাসে নিউক্লিয়াসে অনুপস্থিত

    প্রিয়ন শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করে

    ভাইরাস সজীব কোষ ছাড়া বাঁচতে পারে না

    ভাইরাসে বিপাকীয় এনজাইম আছে

    1. Which of the following sentence is having the work “like” as adjective?

    Do not talk like that

    We shall not see his like again

    Children like sweets

    They are men of like build and statute

    1. নিম্নের কোনটি সত্য নয়?

    মেসন- অস্থায়ী মূল কণিকা

    আলফা কণা- কম্পোজিট কণিকা

    পজিট্রনস্থায়ী মূল কণিকা

    প্রোটিন- স্থায়ী মূল কণিকা

    1. 74.6 kg-র একজন লোক প্রতিটি 25 cm উঁচু 20টি সিঁড়ি 10 s-এ উঠতে পারেন। তার ক্ষমতা (w) নিম্নের কোনটি?

    367.54

    364.54

    365.54

    366.54

    1. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?

    Pseudomonas নামক ব্যাকটেরিয়া থেকে ভিটামিন বি1212 প্রস্তুত

    ব্যাকটেরিয়া কোষপ্রাচীর থাকে

    ব্যাকটেরিয়া প্রধাণত দ্বিবিভাজন সংখ্যা বৃদ্ধি করে

    পানি ও খাবারে E.coli-এর উপস্থিত মল দ্বারা দূষণ নির্দেশ করে

    1. একটি পাত্রের আয়তন 500 ml এতে 100 cm Hg চাপেC12C12গ্যাস আছে। ইহা নলের সাহায্যে স্টপ কর্কে8র দ্বারা অন্য একটি 80 cm Hg চাপে N2N2 ভর্তি 1000 ml আয়তন বিশিষ্ট পাত্রের সাথে যুক্ত আছে। স্টপ কর্ক খুলে দিলে মিশ্রিত গ্যাসের চাপ cm Hg-তে নিম্নের কোনটি:

    76.86

    68.67

    86.67

    67.86

    1. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম থানা কোনটি?

    শ্রীমঙ্গল

    জুড়াইছড়ি

    সোনাগাজী

    সাভার

    1. নিম্নের কোন কোষ বিভাজনে অপত্যকোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়

    সাইটোকোইনোসিস

    অ্যামাইটোসিস

    মাইটোসিস

    মায়োসিস

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]