মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন-২০০৪ Medical Admission Question Solution 2004

    1. পরজীবী যৌন জনন যে পোষকে ঘটে তাকে কি বলে?

    সেকেন্ডারি বা মাধ্যমিক পোষক

    মূখ্য বা নির্দিষ্ট পোষক

    বাহক

    ধারক পোষক

    1. গঠন প্রকৃতি অনুসারে রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকার?

    1. কোনটি ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রকারভেদ নয়?

    টানু

    টেনসন

    সরল

    ঘর্ষণ

    1. শূন্যস্থানে কোন preposition টি সঠিক হবে ‘The old sailor saw his companions fall—–dead’.

    in

    to

    down

    into

    1. সুইজারল্যান্ডের মুদ্রার নাম কী?

    ডলার

    মার্ক

    ফ্রাংক

    লিরা

    1. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

    ডেঙ্গু

    হাম

    হার্পিস

    টাইফয়েড

    1. Xe এর স্ফুটনাঙ্ক কত?

    165.0 K

    87.3 K

    119.7 K

    211.o K

    1. বিজ্ঞানী স্টেভিনাস কত সালে বল ত্রিভূজ সূত্র প্রকাশ করেন?

    ১৫৮৬

    ১৫৬৮

    ১৬৮৬

    ১৭৬৮

    1. শূন্যস্থানে কোন preposition টি সঠিক হবে ‘I eat that as an excuse——conversation’.

    of

    about

    at

    for

    1. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

    ১৯৪৮

    ১৯৪৭

    ১৯৪৬

    ১৯৪৫

    1. একটি চাকার ভর 10 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 m, এর জড়তার ভ্রামক কত?

    2.5 kgm22.5 kgm2

    2.5 kgm

    50 kgm250 kgm2

    50 kgm

    1. ‘It is known to me how it was done by him’ বাক্যটির সঠিক active voice

    I know how he has done it

    I knew how he has done it

    I know how he did it

    I knew how he did it

    1. ওআইসি সদর দপ্তর কোথায়?

    আঙ্কারায়

    কুয়েত সিটিতে

    তেহরানে

    জেদ্দায়

    1. সবাত ও অবাত দুইটি শ্বসনের মধ্যেই আছে কোনটি?

    ক্রেবস চক্র

    ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি

    ইথানল সৃষ্টি

    গ্লাইকোলাইসিস

    1. মানবদেহের সাইনোভিয়াল অস্থিসন্ধি নয় কোনটি?

    কণ্ডাইলয়েড

    স্যান্ডল

    হিঞ্জ

    সিমফাইসিস

    1. চাষাবাদের জন্য মাটির pH কত হওয়া প্রয়োজন?

    ৩-৪

    ৪-৫

    ১০-১১

    1. বল দ্বারা কাজের পরিমাণ কখন 0 হবে?

    θ=45oθ=45o হলে

    θ=60oθ=60o হলে

    θ=90oθ=90o হলে

    θ=180oθ=180o হলে

    1. ’আর দেরী না করে তোমার ধূমপান ছেড়ে দেয়া উচিত’ বাক্যটির সঠিক ইংরেজি কি হবে?

    You should give you smoking without delay

    Without delay you should give you smoking

    You should gave up smoking passing no more time

    It is high time you gave up smokin

    1. মাদার তেরেসা জন্মগ্রহণ করেন কোন দেশে?

    ভারত

    আলবেনিয়া

    ব্রিটেন

    জার্মানি

    1. ইনসুলিন হচ্ছে একটি-

    নিউক্লিক অ্যাসিড

    প্রোটিন

    অ্যামাইনো অ্যাসিড

    গ্লুকোজ

    1. প্রোটিন থেকে মোট কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়?

    ১৮

    ২০

    ২৬

    ৭৪

    1. প্রতিটি কোষে প্রয়োজনীয় পানি পৌছে দেয়ার ম্যখ্য ভূমিকা পালন করে কোন টিস্যু?

    ফ্লোয়েম

    গ্রা্উন্ড

    জাইলেম

    এপিডার্মিস

    1. কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি?

    প্যারাইটাল

    স্ফেনয়েড

    ভোমার

    এথময়েড

    1. ন্যাপথা কি হিসেবে ব্যবহার হয়?

    কাঁচামাল

    জ্বালানী

    মোমবাতি তৈরিতে

    দ্রাবক

    1. প্লাস্টিক তৈরির কাঁচামাল হলো?

    H3C COClH3C COCl

    H2N−CO−NH2H2N-CO-NH2

    CH3CHOCH3CHO

    H2−CO−NHH2-CO-NH

    1. ফার্নের বৈশিষ্ট্য কোনটি?

    এরা মূল, কাণ্ড পাতায় বিভক্ত

    এদের পরিবহনতন্ত্র নাই

    এদের ফুল, ফল ও বীজ হয়

    যৌনাঙ্গ এককোষী

    1. দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ গুণাঙ্ক1√313হলে, ঘর্ষণ কোণ কত?

    25o25o

    30o30o

    45o45o

    50o50o

    1. শূন্যস্থানে কোন preposition টি সঠিব হবে ‘The mistake has been——-the all teacher’s side’.

    in

    from

    on

    of

    1. বলের মোমেন্টের একক কোনটি?

    নিউটনমিটার

    নিউটন-মিটার/২

    নিউটন/মিটার

    নিউটন/মিটার২

    1. ‘The teacher made him go outside of the class; বাক্যটির সঠিক passive voice কি হবে?

    He was turned out of the class by the teacher

    He was made to go outside of the class by the teacher

    He had to go outside of the class made by the teacher

    He was made outside of the class by the teacher

    1. মানুষের পাকস্থিতিতে প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়?

    প্রায় এক লিটার

    প্রায় দেড় লিটার

    প্রায় দু্ই লিটার

    প্রায় আড়াই লিটার

    1. তরল সংযোগ বিভবের কারণে কোষে তড়িচ্চালক বল-

    হ্রাস পায়

    বৃদ্ধি পায়

    ধীর গতিতে বৃদ্ধি পায়

    স্থির থাকে

    1. ইলেকট্রন ভোল্ট কী?

    কাজের ব্যবহারিক একক

    কাজের নিরপেক্ষ একক

    বিদ্যুতের একক

    বৈদ্যুতিক রোধের একক

    1. শূন্যস্থানে কোনটি সঠিক হবে-‘He was nearly dead—-the time he got back home’

    by

    at

    in

    on

    1. সি-১৩০ হচ্ছে একটি-

    জঙ্গী বিমান

    যাত্রীবাহী বিমান

    পরিবহন বিমান

    একটি হেলিকপ্টার

    1. কাঁচা ফল টক হয় যে জন্যে-

    জৈব অ্যাসিড

    স্টার্চ

    সেলুলোজ

    ফ্রাকটোজ

    1. কোনটি সঠিক নয়?

    লালারসে টায়ালিন ও মলটেজ থাকে

    পাকস্থলীর যে অংশ অন্ননালি উন্মুক্ত হয় তা পাইলোরাস

    যকৃত দেহের সবচেয়ে বড় গ্রন্থি

    ডিওডেনাম ২৫-৩০ সেন্টিমিটার লম্ব

    1. প্রতি ১০ ডিগ্রী সে. তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়?

    ৩-৪

    ৪-৫

    ৫-৬

    1. এক অশ্বক্ষমতা সমান-

    647 Joule/sec

    764 Joule/sec

    746 Joule/sec

    467 Joule/sec

    1. ’বন্দুক তাক করতে না করতেই পাখিটি উড়ি গেল’- বাক্যটির সঠিক ইংরেজি কী হবে?

    As soon as he aimed at the bird than it flew away

    No sooner had he aimed at the bird than it flew away

    The bird flew away before he aimed at the bird

    The bird flew away no sooner he aimed at the bird

    1. He decided to sell the house-বাক্যটির সঠিক passive voice কোনটি?

    It was decided by him to sell the house

    He decided that the house shall to sold

    He decided that the house is sold

    He decided that the house is selling

    1. উচ্চ রক্তচাপ হতে পারে কোনটির জন্য?

    বায়ু দূষণ

    পানি দুষণ

    শব্দ দুষণ

    মাটি দুষণ

    1. হাইপোথ্যালামাসের কাজ কোনটি?

    দেহতাপ নিয়ন্ত্রণ করে

    ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে

    দেহের ভারসাম্য রক্ষা করে

    চলাফেরার দিক নির্ধারণ করে

    1. ক্যাটিনেশন মূলত দেখা যায়-

    অক্সিজেনে

    সোডিয়াম

    কার্বনে

    বেরিয়ামে

    1. বেনজিনের সান্দ্রুতার গুণাঙ্ক কত?

    1.1 ×1031.1 ×103

    0.2 ×1030.2 ×103

    1.5 ×1031.5 ×103

    0.7 ×10−30.7 ×10-3

    1. Equivocal শব্দের বিপরীতার্খক শব্দ কোনটি?

    mistaken

    azure

    quiet

    clear

    1. ইনসুলিন নিঃসৃত হয় নিম্নের কোনটি থেকে?

    থাইমাস গ্রন্থি

    পিনিয়াল গ্রন্থি

    অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি

    অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স

    1. তরল অ্যামোনিয়া সর্বনিম্ন কত তাপমাত্রা সৃষ্টি করতে পারে?

    −20oC-20oC

    −35oC-35oC

    −25oC-25oC

    −33oC-33oC

    1. পাইরোহেলিওমিটার দ্বারা কত পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়?

    5000oC5000oC

    6000oC6000oC

    7000oC7000oC

    8000oC8000oC

    1. স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিলো?

    ব্রিটেন

    ফ্রান্স

    অস্ট্রেলিয়া

    নিউজিল্যান্ড

    1. অ্যামিনের কার্যকরী মূলক কী?

    −NH2-NH2

    −NH3-NH3

    −OH-OH

    −CH3-CH3

    1. কোন স্তরের জীব সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে?

    চতুর্থ স্তরের

    তৃতীয় স্তরের

    দ্বিতীয় স্তরের

    উৎপাদক

    1. হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টোলের সময় কত?
    2. sec

    0.2 sec

    0.1 sec

    0.7 sec

    1. 100 kgm

    764.00 J

    981 J

    98.1 J

    9.8 J

    1. শূন্যস্থান পূরণ কর He has ensured me-safety-

    with

    of

    for

    at

    1. কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী?

    সালফার

    ক্রোরোফ্লোরো কার্বন

    কার্বন ডাইঅক্সাইড

    কার্বন মনোঅক্সাইড

    1. স্বরতন্ত্রীর অবস্থান হচ্ছে-

    গলবিল

    ট্রাকিয়া বা শ্বাসনালী

    নাসা গহ্বরদ

    ল্যারিংক্স

    1. বৈদ্যুতিক বালেম্ব আকজান নাইট্রোজেনের পরিবর্তে কোন গ্যাস ব্যবহার করা হবে?

    আরগন

    নিয়ন

    রেডন

    হিলিয়াম

    1. কোনটি পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা নয়?

    বল পেনে লেখা হয়

    সূচ পানিতে ভাসা

    কর্পূরের পানিতে নাচা

    ছাতার কাপড়

    1. ‘Sanction’ বলতে কী বোঝায়?

    verify

    plan

    prohibit

    authorization

    1. ফ্লোরিন পরমাণুর ব্যাসার্ধ কত?

    0.72 nm

    0.072 nm

    0.0072 nm

    7.2 nm

    1. কোনটি আদেশমূলক বাক্য? (imperative)

    Do it at once

    You read it attentively

    I wish your success in life

    Does he go to school

    1. অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে-

    −NH2-NH2

    -COOH

    -OH

    -OR

    1. তরঙ্গ কত প্রকার?

    1. ইন্টারফেরনের কাজ নয় কোনটি?

    অনাক্রম্যতন্ত্রকে নিয়ন্ত্রণ করা

    অ্যান্টিবডি উৎপাদনের সাহায্য করা

    হরমোণ উৎপাদনে সাহায্য করা

    NK কোষ এর ক্ষমতা ও বংশবৃদ্ধি করা

    1. কোন মূলকটি মেটা নির্দেশক?

    NH2NH2

    NHCOH2NHCOH2

    Br

    −NO2-NO2

    1. শ্রবণোত্তর শব্দের ব্যবহারিক প্রয়োগ নয় কোনটি?

    জীবাণু ধ্বংসে

    দ্রাব্যতা বাড়াতে

    সমুদ্রের গভীরতা নির্ণেয়ে

    গতি বৃদ্ধিতে

    1. সাধারণত রজঃচক্র কতদিন স্থায়ী হয়?

    ৩-৪

    ৮-১০

    ২-৩

    1. কোনটি পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না?

    দূষিতকরণ

    চৌম্বকত্ব

    তাড়িতাহিতকরণ

    তাপমাত্রা

    1. আরশোলার ক্ষেত্রে কোনটি সঠিক?

    রক্ত, শ্বসনে ভূমিকা রাখে না

    বারো জোড়া স্পাইরাকল

    হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে ৮০ থেকে ৯০ বার

    নিজে চেষ্টা করুন

    1. তরল -তরল মিশ্রণ কত প্রকার?

    নিজে চেষ্টা করুন

    1. সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?

    চীন

    নেদারল্যান্ডস

    বাংলাদেশ

    নিজে চেষ্টা করুন

    1. ছোট দিনের উদ্ভিদ নয় কোনটি?

    টম্যাটো

    আলু

    ইক্ষু

    নিজে চেষ্টা করুন

    1. শুন্য ক্রম বিক্রিয়ায় বিক্রিয়ার হার থাকে-

    ধ্রুব

    ধীরে বৃদ্ধি পায়

    নিজে চেষ্টা করুন

    1. বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত?

    প্যালিআর্কটিক অঞ্চল

    ওরিয়েন্টাল অঞ্চল

    নিওট্রপিক্যাল অঞ্চল

    নিআর্কটিক অঞ্চল

    1. কোনটি সুপ্ততাপের শ্রেণিবিভাগ নয়?

    গলনের সুপ্ততাপ

    স্বতবাষ্পীভবনের সুপ্ততাপ

    কঠিনীভবনের সুপ্ততাপ

    নিজে চেষ্টা করুন

    1. মুক্তা শিল্পের স্থাপতি বলে কাকে অভিহিত করা হয়?

    জাপানের ককিচি মিকিমটো

    জার্মানির থিওডোর সোয়ান

    ইতালির মার্সেলো মালপিজ

    নিজে চেষ্টা করুন

    1. অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে –

    −NH2 -NH2

    −COOH -COOH

    −OH-OH

    −OR -OR

    1. টারশিয়ারি হ্যালাইড কোনটি?

    R2CH R2CH

    R2CHX R2CHX

    R3X R3X

    RCH2X

    1. কোনটি ইথার?

    R2COOHR2COOH

    R2CHOHR2CHOH

    C6H5OCH3C6H5OCH3

    H3COClH3COCl

    1. আরশোলার প্রত্যেকটি পা কত খণ্ডে বিভক্ত?

    দুই

    তিন

    চার

    নিজে চেষ্টা করুন

    1. কোনটি আরশোলার রক্ত -সংবহনতন্ত্রের প্রধান অংশগুলির একটি নয়?

    হিমোসিল

    হিলোলিম্ফ

    বহির্বাহী অস্টিয়া

    সহায়ক স্পন্দনশীল অঙ্গ

    1. কোন তাপমাত্রায় হীরক গ্রাফাইট পরিণত হয়?

    1100°C 1100°C

    1000°C 1000°C

    800°C 800°C

    900°C 900°C

    1. বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে?

    ১১ টি

    ১০ টি

    ৯ টি

    টি

    1. কোনটি Leguminosae গোত্রের উদ্ভিদ নয়?

    শিম

    মূলা

    সয়াবিন

    তেতুঁল

    1. কোন প্রাণীটি দ্বিস্তরী?

    ম্যালেরিয়ার জীবাণু

    হাইড্রা

    জোঁক

    ফিতা কৃমি

    1. কোনটি ভেক্টর রাশির বিয়োজনের সূত্র নয়?

    সাধারণ

    সমান্তরাল

    সামন্তরিক

    উপাংশ

    1. এই বইগুলি ছাড়া আমার আরও অনেকগুলি বই আছে’ বাক্যটির সঠিক ইংরেজি কি হবে?

    Besides these books I have many other books

    Beside these books I have many other book

    I have many book beside these books

    I have many other books beside these books

    1. যে কোন পদার্থকে কয়টি উপায়ে চার্জিত করা যায়?

    ১টি

    ২টি

    ৩টি

    ৪টি

    1. H3CNH2H3CNH2ও C6N5NH2C6N5NH2 এর মধ্যে পার্থকীকরণে যে বিকারকটি ব্যবহৃত হবে তা হচ্ছে-

    NaNO2+HClNaNO2+HCl

    HNO3HNO3

    গাঢ় H2SO4H2SO4

    H2COClH2COCl

    1. প্রবেশ্যতার একক কী?

    C2/N−m2C2/N-m2

    C/N−m2C/N-m2

    C2/N2−mC2/N2-m

    C/N2−mC/N2-m

    1. হীরকের কাঠামোর নাম কি?

    ঘনক

    টেট্রাগোনাল

    অর্থোরমবিক

    নিজে চেষ্টা করুন

    1. ডালটন সমান কত?

    .৬৬৫০×১০২৪১.৬৬৫০×১০২৪

    .৬৬০৫×১০২৪ ১.৬৬০৫×১০২৪

    .৬৫০৬×১০২৪ ১.৬৫০৬×১০২৪

    নিজে চেষ্টা করুন

    1. বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশ কোনটি?

    জাপান

    যুক্তরাষ্ট্র

    যুক্তরাজ্য

    সুইডেন

    1. কোনটি হার্ব নয়?

    ধান

    গম

    সরিষা

    গন্ধরাজ

    1. Plasmodium vivax এর সুপ্তাবস্থা কতদিন?

    ১২-২০

    ৮-১৫

    ১৮৪০

    ১১-১৬

    1. তড়িৎ চুম্বকীয় তত্ব কে আবিষ্কার করেন?

    নিউটন

    ডব্লিউ গাওলি

    জেমস ওয়াট

    জেমস সি ম্যাক্সওয়েল

    1. ’সাইন্স ল্যাবরেটরি ঢাকা সিটি কলেজের পূর্বে’-বাক্যটির সঠিক ইংরেজি কি হবে?

    Science Laboratory is on the east of Dhaka City College

    The Science Laboratory is in east of Dhaka City College

    The Science Laboratory is to the east of Dhaka City College

    The Science Laboratory is situated on the east of Dhaka City College

    1. ইথানল থেকে ইথান্যান্স প্রস্তুতিতে যে ধাতু ব্যবহার করা যাবে তা হচ্ছে?

    Na

    Cu

    Al

    Hg

    1. সুগারকিংডম ইউক্যারিয়টার বৈশিষ্ট্য নয় কোনটি?

    নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন আছে

    রাইরোসোম বড়, মুক্ত এবং আবরণীতে যুক্ত

    অপেরন আছে

    কোষ বিভাজন প্রক্রিয়া মাইটোসিস

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]