‘বিড়াল’ অনুশীলনীর প্রশ্নোত্তর

অনুশীলনীর প্রশ্নোত্তর
১ কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ, বিড়ালের-
চ অধিকার খ দুর্দশা গ ক্ষুৎপিপাসা ঘ দারিদ্র্য
২ ‘বিড়ালের প্রতি পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’ বলতে কোন ধরনের আচরণকে বোঝানো হয়েছে?
চ প্রথাগত খ স্বাভাবিক
গ স্বভাববিরুদ্ধ ঘ অস্বাভাবিক
ক্স নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
দেখিনু সেদিন রেলে,
কুলি বলে এক বাবু সাব তার ঠেলে দিলে
নিচে ফেলে!
চোখ ফেটে এল জল,
এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?
৩ কবিতাংশে “বিড়াল” প্রবন্ধের যে চেতনার প্রকাশ ঘটেছে তা হলোÑ
র. শ্রেণিবৈষম্য রর. সাম্যবাদিতা
ররর. মানবিকতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৪ উক্ত চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে নিচের কোন বাক্যে?
ক অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়
ছ তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কী?
গ পরোপকারই পরম ধর্ম
ঘ খাইতে পাইলে কে চোর হয়?
মাস্টার ট্রেইনার কর্তৃক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কী ছিলেন?
ক আইনজীবী খ শিক্ষক গ প্রকৌশলী ঝ ম্যাজিস্ট্রেট
৬ কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবনের সূচনা ঘটে?
ক বঙ্গদর্শন ছ সংবাদ প্রভাকর
গ তত্ত¡বোধনী ঘ সমাচার
৭ বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কত?
ক ৩৩টি ছ ৩৪টি গ ৩৫টি ঘ ৩৬টি
৮ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেন?
চ বঙ্গদর্শন খ বেঙ্গল গেজেট
গ দিগ্দর্শন ঘ সংবাদ প্রভাকর
৯ বঙ্কিমচন্দ্র কোথায় মৃত্যুবরণ করেন?
ক ঢাকায় খ খুলনায় গ বরিশালে ঝ কলকাতায়
১০ ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক ১৮৭০ খ ১৮৭১ জ ১৮৭২ ঘ ১৮৭৩
১১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
চ ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬ জুন খ ১৮৩৯ খ্রিষ্টাব্দের ২৭ জুন
গ ১৮৪০ খ্রিষ্টাব্দের ২৮ জুন ঘ ১৮৪১ খ্রিষ্টাব্দের ২৯ জুন
১২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক সুবারিপুর খ পশ্চিমগাঁও
জ কাঁঠালপাড়া ঘ আমপাড়া
১৩ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামটি কোন জেলায় অবস্থিত?
চ চব্বিশ পরগনা খ বর্ধমান
গ মেদিনীপুর ঘ মুর্শিদাবাদ
১৪ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন?
ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছ কলকাতা বিশ্ববিদ্যালয়
গ করাচি বিশ্ববিদ্যালয় ঘ যাদবপুর বিশ্ববিদ্যালয়
১৫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বিএ পাস করেন?
ক ১৮৫৭ সালে ছ ১৮৫৮ সালে
গ ১৮৫৯ সালে ঘ ১৮৬০ সালে
১৬ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
চ যাদবচন্দ্র চট্টোপাধ্যায় খ রাধারমন চট্টোপাধ্যায়
গ শীর্ষেন্দ চট্টোপাধ্যায় ঘ বিমল চট্টোপাধ্যায়
১৭ কত সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা প্রকাশিত হয়?
ক ১৮৫০ খ ১৮৫১ জ ১৮৫২ ঘ ১৮৫৩
১৮ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
চ দুর্গেশনন্দিনী খ আনন্দপাঠ
গ চন্দ্রশেখর ঘ শকুন্তলা
১৯ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম কী?
চ জধলসড়যড়হং ডরভব খ ঝঁষঃধহম'ধং ফৎবধস
গ ঈরারষরুধঃরড়হ ঘ ঈড়হয়ঁবংঃ ড়ভ যধঢ়ঢ়রহবংং
২০ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৫ই এপ্রিল খ ১৮৬৫ খ্রিষ্টাব্দের ৬ই এপ্রিল
গ ১৮৯১ খ্রিষ্টাব্দের ৭ই এপ্রিল ঝ ১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ই এপ্রিল
২১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?
ক পলি­কবি খ বিদ্রোহী কবি
জ সাহিত্যসম্রাট ঘ ছন্দের জাদুকর
২২ নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য?
চ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতা
খ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত কাব্য রচয়িতা
গ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত নাটক রচয়িতা
ঘ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত প্রবন্ধ রচয়িতা
২৩ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা পেশায় কি ছিলেন?
ক ব্যবসায়ী খ পুলিশ গ বিচার পতি ঝ ডেপুটি কালেক্টর
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
২৪ বিড়ালটি কমলাকান্তের হাতে যষ্টি দেখে ভয় পেল না কেন?
ক অতিমাত্রায় সাহসী ছিল বলে
খ যষ্টির আঘাতে ব্যথা পাবে না বলে
জ কমলাকান্ত সম্পর্কে জানত বলে
ঘ ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছিল বলে
২৫ ‘অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।’Ñ এখানে ‘পুরুষের ন্যায় আচরণ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
চ ক্রোধে গর্জে ওঠা খ উচ্চ বাক্য করা
গ সজোরে হুংকার দেয়া ঘ ধৈর্য ধরে থাকা
২৬ ‘বিড়াল’ গল্পে কে শয়নগৃহে ছিল?
ক মঙ্গলা খ প্রসন্ন
জ কমলাকান্ত ঘ নেপোলিয়ন
২৭ কমলাকান্ত চারপায়ীর উপর বসে হুঁকা হাতে কী করছিল?
ক দুধ খাচ্ছিল ছ ঝিমাচ্ছিল গ ঘুমাচ্ছিল ঘ গান করছিল
২৮ দেয়ালের উপর কীসের ছায়া প্রেতবৎ নাচছিল?
ক চারপায়ীর ছ ক্ষুদ্র আলোর
গ কমলাকান্তের ঘ ভাঙা যষ্টির
২৯ কমলাকান্ত কীসের উপর ঝিমাচ্ছিল?
ক কেদারার খ মাদুরের জ চারপায়ীর ঘ সোফার

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]