‘বিড়াল’ অনুশীলনীর প্রশ্নোত্তর

৩০ কে দুগ্ধ রেখে গিয়েছিল?
চ প্রসন্ন খ মঙ্গলা
গ কমলাকান্ত ঘ ওয়েলিংটন
৩১ দুধের মালিক কে?
ক কমলাকান্ত খ বিড়াল
গ প্রসন্ন ঝ মঙ্গলা
৩২ মঙ্গলা কে?
ক প্রসন্নের স্বামী ছ একটি গাভী
গ মার্জারের বাবা ঘ কমলাকান্তের বাবা
৩৩ কমলাকান্ত কী হাতে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল?
চ ভাঙা লাঠি খ ঠেঙা লাঠি গ ইট ঘ পাথর
৩৪ কার কথা ভারি সোশিয়ালিস্টিক?
ক কমলাকান্তের খ নেপোলিয়নের
জবিড়ালের ঘ প্রসন্নের
৩৫ প্রবন্ধে ‘বিড়াল’ কাদের প্রতিনিধি?
ক চোরের ছ ক্ষুধিতের
গ সাধুর ঘ বিচারকের
৩৬ বিড়াল দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত রাগ করেনি কেন?
চ দুধে দু’জনেরই সমান অধিকার
খ বিড়ালের মতো তুচ্ছ প্রাণীর সঙ্গে রাগ করা লজ্জাজনক
গ বিড়ালের ভয়
ঘ বিড়ালের প্রতি ভালোবাসা
৩৭ প্রসন্ন কর্তৃক দোহনকৃত দুধ কার?
ক বিড়ালের ছ মঙ্গলার
গ কমলাকান্তের ঘ নেপোলিয়নের
৩৮ বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখে না কে?
ক কমলাকান্ত ছ বিড়াল গ নেপোলিয়ন ঘ প্রসন্ন
৩৯ বিজ্ঞ চতুষ্পদের কাছে কী ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ান্তর নেই?
ক আফিং খাওয়া ছ শিক্ষালাভ
গ চুরি শেখা ঘ হুঁকাটানা
৪০ বিড়াল কার জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখে না?
চ মানুষের খ মার্জারের
গ আফিংখোরের ঘ অধার্মিকের
৪১ যাঁরা চোরের নামে শিহরিয়া ওঠেন, তাঁরা অনেকে চোর অপেক্ষা কেমন?
ক বক ধার্মিক ছ অধার্মিক
গ আফিংখোর ঘ পরোপকারী
৪২ ‘সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে’Ñ এখানে ‘তোমরা’ কারা?
ক বিড়ালরা ছ মানুষেরা গ অধার্মিকরা ঘ চোরেরা
৪৩ ‘আমরা কিছু পাইব না কেন?’Ñ এখানে ‘আমরা’ কারা?
চ বিড়ালেরা খ মানুষরা গ ধনীরা ঘ চোরেরা
৪৪ যাঁরা চোরের নামে শিহরিয়া ওঠেন, তাঁরা অনেকে কী অপেক্ষাও অধার্মিক?
ক বিড়াল খ মানুষ গ ধার্মিক ঝ চোর
৪৫ যাঁরা সাধু তাঁরা চোরের নামে কী করেন?
চ শিহরিয়া ওঠেন খ পাষাণবৎ হন
গ প্রেতবৎ নাচেন ঘ ঝিমাতে থাকেন
৪৬ আহারাভাবে বিড়ালের উদর কীরূপ?
ক বিনত ছ কৃশ গ ফুলা ঘ লোমশ
৪৭ আহারাভাবে বিড়ালের জিহŸা কীরূপ হয়েছে?
ক কৃশ ছ ঝুলে পড়েছে গ বিনত ঘ ফেলো
৪৮ বিড়ালের লাঙ্গুল আহারাভাবে কীরূপ ধারণ করেছে?
ক কৃশ খ বাঁকা জ বিনত ঘ মোট
৪৯ আহারাভাবে বিড়ালের দাঁত পরিণতি কোনটি হয়েছে?
ক কৃশ হয়েছে খ ঝুলে পড়েছে
গ বিনত হয়েছে ঝ বের হয়ে গেছে
৫০ আহারাভাবে বিড়ালের কী পরিদৃশ্যমান?
চ অস্থি খ উদর গ লাঙ্গুল ঘ জিহŸা
৫১ মার্জারী স্বজাতিমণ্ডলে কী বলে উপহাস করতে পারে?
ক চোর ছ কাপুরুষ গ ধার্মিক ঘ দূরদর্শী
৫২ মার্জারী কোথায় কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করতে পারে?
ক চারপায়ীর ওপর খ মনুষ্যকুলে
জ স্বজাতিমণ্ডলে ঘ শয়নগৃহে
৫৩ কমলাকান্ত কোনটি প্রাপ্ত হয়ে মার্জারের সকল বক্তব্য বুঝতে পারলো?
ক আফিং খ দৈবশক্তি জ দিব্যকর্ণ ঘ ক্ষুৎপিপাসা
৫৪ কে হঠাৎ বিড়ালম্ব প্রাপ্ত হলো?
চ ওয়েলিংটন খ নেপালিয়ন গ কমলাকান্ত ঘ মার্জারী
৫৫ মার্জারী কাকে চিনত?
ক প্রসন্নকে ছ কমলাকান্তকে
গ মঙ্গলাকে ঘ বিড়ালকে
৫৬ কমলাকান্ত অনেক অনুসন্ধানে কী আবিষ্কার করল?
চ ভগ্ন যষ্টি খ দুগ্ধদধি গ পাষাণবৎ ঘ চঞ্চল ছায়া
৫৭ ‘আমি তোমার ধর্মের সহায়।’Ñ কে বলেছে?
চ বিড়াল খ প্রসন্ন গ কমলা ঘ মঙ্গলা
৫৮ ‘বিড়াল’ রচনায় চতুষ্পদকে কী বলা হয়েছে?
চ বিজ্ঞ খ অধার্মিক গ কৃপণ ঘ সাধু
৫৯ হাঁড়ি খাওয়ার কথা কী অনুসারে বিবেচনা করা যাইবে?
ক নীতি অনুসারে ছ ক্ষুধানুসারে
গ শক্তি অনুসারে ঘ কৃপণতা অনুসারে
৬০ কাকে অন্ধকার থেকে আলোকে এনেছে বলে কমলাকান্ত মনে করে?
ক প্রসন্নকে ছ পতিত আত্মাকে
গ মঙ্গলাকে ঘ নেপোলিয়নকে
৬১ মার্জার বললো কীসের বিশেষ প্রয়োজন নেই?
চ আফিংয়ের খ দুধের
গ হাঁড়ি খাওয়ার ঘ মাখনের
৬২ তাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কী হয়ে পড়ে?
ক অধার্মিক খ কৃপণ জ কবি ঘ ধনী
৬৩ সমাজের ধনবৃদ্ধির অর্থ কার ধন বৃদ্ধি?
ক চোরদের ছ ধনীদের গ বিড়ালদের ঘ অধার্মিকদের
৬৪ সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত কীসের উন্নতি নেই?
চ সমাজের খ রাষ্ট্রের গ পরিবারের ঘ গরিবের
৬৫ কমলাকান্তের দপ্তর পড়লে কীসের অসীম মহিমা বুঝতে পারবে?
ক চুরির ছ আফিংয়ের
গ পরোপকারের ঘ দুধের
৬৬ কমলাকান্ত বিড়ালটিকে কীরূপ আফিং দিতে চাইলো?
ক নির্জল ছ সরিষাভোর গ নির্ভেজাল ঘ সোহাগের
৬৭ তিনদিন উপবাস থাকলে কার ভাণ্ডারঘরে ধরা পড়ার সম্ভাবনা?
ক প্রসন্নের খ মঙ্গলার জ নদীবাবুর ঘ কমলাকান্তের
৬৮ কীসের উপর চঞ্চল ছায়া নাচছে?
চ দেয়ালের খ বিড়ালের গ চারপায়ীর ঘ শয়নগৃহের
৬৯ ‘বিড়াল’ রচনায় এক্ষণে আর কাকে অতিরিক্ত পুরস্কার দেয়া যেতে পারে না?
ক নেপোলিয়নকে ছ ডিউক মহাশয়কে
গ কমলাকান্তকে ঘ মার্জার সুন্দরীকে
৭০ “বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল।”Ñ কীসে?
চ মেও স্বরে খ দুধ চুরিতে
গ অধার্মিকতায় ঘ কৃপণতায়
৭১ মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চায় না কে?
চ কমলাকান্ত খ প্রসন্ন গ নেপোলিয়ন ঘ ওয়েলিংটন
৭২ মার্জারী কমলাকান্তকে কাপুরুষ বলে কী করতে পারে?
ক পরিহাস ছ উপহাস গ কুলাঙ্গার ঘ পুরস্কার
৭৩ ‘মারপিট কেন?’Ñ কার উক্তি?
ক কমলাকান্তের খ প্রসন্নের
জ বিড়ালের ঘ ধনীর
৭৪ ‘তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ কর।’Ñ কে বলেছে?
ক নেপোলিয়ন ছ বিড়াল গ কমলাকান্ত ঘ ওয়েলিংটন
৭৫ মানুষ এত দিনে বিড়ালের কথা বুঝতে পেরেছে বলে কমলাকান্ত মনে করেছে। এটা কী দেখে সে বুঝেছে?
চ বিদ্যালয় খ পরোপকার গ আফিং ঘ শয়নগৃহ
৭৬ বিড়াল কোথায় মেও বলে বেড়ায়?
ক ঘরে ঘরে ছ প্রাচীরে প্রাচীরে
গ নদীবাবুর ভাণ্ডারঘরে ঘ নর্দমায় নর্দমায়
৭৭ যাদের পেট ভরা, তারা কার ক্ষুধা জানতে পারে না?
চ ক্ষুধিতের খ দরিদ্রের গ চোরের ঘ ধার্মিকের
৭৮ দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া কীসের কথা?
ক ঘৃণার কথা ছ লজ্জার কথা
গ পুরস্কারের কথা ঘ কাপুরুষের কথা
৭৯ অনেকে মুষ্টি ভিক্ষা দেয় না কাকে?
ক বিড়ালকে খ সাধুকে জ অন্ধকে ঘ দরিদ্রকে
৮০ চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করেন না?
চ সাধুরা খ বিড়ালরা গ কৃপণরা ঘ ধনীরা

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]