‘বিড়াল’ অনুশীলনীর প্রশ্নোত্তর

৮১ চোরের দণ্ড হলে কার দণ্ড হওয়া উচিত?
ক ধার্মিকের ছ কৃপণের গ সাধুর ঘ প্রসন্নের
৮২ ‘চারপায়’ শব্দটি দ্বারা কোনটিকে নির্দেশ করা হয়েছে?
ক বিড়াল খ গাভী জ টুল ঘ চেয়ার
৮৩ সমাজের প্রধান ব্যক্তিকে কী বলা যায়?
ক ন্যায়ালঙ্কার খ ডিউক গ নৈয়ায়িক ঝ শিরোমণি
৮৪ জলযোগ কী?
ক পানি পূর্ণ করা খ নদী পারাপার
জ হালকা খাবার ঘ তরল খাবার
৮৫ ‘বিড়াল’ রচনাটিতে পতিত আত্মা বলতে কাকে বোঝানো হয়েছে?
চ মার্জারকে খ কমলাকান্তকে
গ নেপোলিয়নকে ঘ ওয়েলিংটনকে
৮৬ কোন সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো?
ক এশীয় সমাজে ছ ইউরোপীয় সমাজে
গ আফ্রিকান সমাজে ঘ আমেরিকার সমাজে
৮৭ নেপোলিয়ান আধিপত্য প্রতিষ্ঠা করে কোথায়?
ক আমেরিকায় ছ ইউরোপে গ এশিয়ায় ঘ অস্ট্রেলিয়ায়
৮৮ ‘ব্যূহ’ শব্দের অর্থ কী?
ক ধুম্রজাল খ বাহু জ বেষ্টনি ঘ মায়া
৮৯ ওয়েলিংটন কী ছিলেন?
চ ডিউক খ জর্জ গ জেনারেল ঘ কর্নেল
৯০ নেপোলিয়ন কোথায় মৃত্যুবরণ করেন?
ক সেন্ট হার্মিস দ্বীপে খ সেন্ট জর্জেস দ্বীপে
জ সেন্ট হেলেনা দ্বীপে ঘ সেন্ট আলভিনো দ্বীপে
৯১ ‘কমলাকান্তের দপ্তর’-এর অন্তর্ভুক্ত রচনাগুলো কেমন?
চ ব্যঙ্গধর্মী ও রসাত্মক খ গম্ভীর ধরনের
গ বেদনা বিধুর ঘ উপদেশমূলক
৯২ ‘বিড়াল’ রচনাটির শেষাংশটি কীসের খোরাক জোগায়?
ক হাস্যরসের ছ গভীর ভাবনার
গ প্রাণীদের প্রতি গভীর অনুরাগের ঘ গভীর বেদনার
৯৩ বিড়াল রচনায় কোন চরিত্রের আশ্রয়ে ধনী-দরিদ্র, শোষক-শোষিতের অধিকার সংগ্রামের কথা বলা হয়েছে?
ক কমলাকান্ত খ নেপোলিয়ন গ নৈয়ায়িক ঝ বিড়াল
৯৪ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলনের নাম কী?
ক কমলাকান্তের কথা খ কমলাকান্তের রম্য
জ কমলাকান্তের দপ্তর ঘ কমলাকান্তের ভাবনা
৯৫ কী কারণে কমলাকান্ত ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন?
ক স্মৃতি মনে পড়ে যাওয়ায় খ এ বিষয়ক গল্প হচ্ছিল
গ তখন ওয়াটারলু যুদ্ধ চলছিল ঝ তিনি মাতাল ছিলেন
৯৬ বিড়াল ও কমলাকান্তের মধ্যে কী ধরনের কথা চলছিল?
ক রসাত্মক ছ কাল্পনিক গ ব্যঙ্গাত্মক ঘ গুরুত্বপূর্ণ
৯৭ পরাস্ত হলে কারা উপদেশ প্রদান করে?
চ বিজ্ঞ লোক খ মাতাল লোক
গ মূর্খ লোক ঘ পাকা লোক
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
৯৮ ‘যষ্টি’ অর্থ কী?
ক অনুষ্ঠান খ দিবস জ লাঠি ঘ অবলম্বন
৯৯ ‘পতিত আত্মা’ বলতে ‘বিড়াল’ রচনায় কাকে বোঝানো হয়েছে?
ক ভূত ছ বিড়াল গ দরিদ্র ব্যক্তি ঘ বৃদ্ধ লোক
১০০ ‘লাঙ্গুল’ শব্দের অর্থ কোনটি?
ক আঙ্গল খ ডানা গ লাঙ্গল ঝ লেজ
১০১ ‘ন্যায়ালংকার’ শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
চ ন্যায়শাস্ত্রে পণ্ডিত খ ব্যাকরণশাস্ত্রে পণ্ডিত
গ মাথায় পরার অলংকার বিশেষ ঘ বাংলাশাস্ত্রে পণ্ডিত
১০২ ‘ঠেঙ্গালাঠি’ বলতে কোনটিকে বোঝায়?
ক পাহারাদারদের লাঠি ছ প্রহার করার লাঠি
গ এক ধরনের বাদ্যযন্ত্র ঘ এক ধরনের ধাতব অস্ত্র
১০৩ ‘ব্যূহ রচনা’ বলতে কোনটিকে বোঝায়?
ক প্রতিরক্ষা বাহিনী ছ প্রতিরোধ বেষ্টনী তৈরি করা
গ সেনাদের অস্ত্রে সজ্জিত করা ঘ কুচকাওয়াজের জন্য সৈন্য সাজানো
১০৪ ‘মার্জার’ শব্দের অর্থ কোনটি?
চ বিড়াল খ গৃহকর্তা গ বানর ঘ গরু
১০৫ ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়ন কার হাতে পরাজিত হন?
ক ডিউক খ হেমলেট জওয়েলিংটন ঘ ওয়াশিংটন
১০৬ নেপোলিয়ন বোনাপার্ট কত সালে জন্মগ্রহণ করেন?
চ১৭৬৯ খ ১৮৫৯ গ ১৮৮০ ঘ ১৮৬৯
১০৭ ‘কস্মিনকালে’ শব্দের অর্থÑ
ক কখন ছ কোনো সময়ে গ অতীতে ঘ ভবিষ্যতে
১০৮ ‘ক্ষুৎপিপাসার’ সন্ধি বিচ্ছেদ কী?
ক ক্ষুদ + পিপাসা খ ক্ষিধা + পিপাসা
গ ক্ষুৎ + পিয়াস ঝ ক্ষুৎ + পিপাসা
১০৯ ‘তীব্রভাবে যা প্রকাশিত’ তাকে বলে?
ক তীব্রতর খ দ্রুত জ প্রকটিত ঘ প্রলম্বিত
১১০ নিচের কোনটি ‘চার পায়া’ শব্দটির সমার্থক?
চ টুল খ দেয়াল গ গরু ঘ বৃক্ষ
১১১ ‘এ পৃথিবীর মৎস্য, মাংসে আমাদের কিছু অধিকার আছে।”Ñউক্তিটির প্রতিপাদ্য কী?
ক অধিকার চেতনা
খ ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ
গ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ
ঝ ওপরের সবগুলোই
১১২ ‘কেহ মরে বিল সেঁচে, কেহ খায় কই’-বাক্যটিতে কী প্রকাশিত হয়েছে?
চ শ্রমজীবীদের অবস্থা খ বিলের অবস্থা
গ মাছের অবস্থা ঘ বিড়ালের অবস্থা
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১১৩ প্রবন্ধটিতে বিড়ালের কণ্ঠে কী প্রকাশিত হয়েছে?
চ শোষিতের আর্তনাদ খ চুরির সাজা
গ বিড়ালের ধর্ম ঘ নেশার সর্বনাশা দিক
১১৪ ‘কমলাকান্তের দপ্তর’ কী ধরনের রচনার সংকলন?
ক আইন বিষয়ক খ তথ্যমূলক ও ব্যঙ্গধর্মী
গ শিক্ষামূলক ঝ রসাত্মক ও ব্যঙ্গধর্মী
১১৫ ‘কমলাকান্তের দপ্তর’ কয় অংশে বিভক্ত?
ক দুই ঝ তিন গ চার ঘ পাঁচ
১১৬ ‘বিড়াল’ রচনার প্রথম অংশটি কেমন?
ক ব্যঙ্গাত্মক খ গূঢ়ার্থে সন্নিহিত
গ তত্ত¡মূলক ঝ নিখাদ হাস্যারসাত্মক
১১৭ ‘বিড়াল’ রচনায় বিড়ালের কথাগুলো কেমন?
ক ধনবাদী ছ মানবতাবাদী
গ সমাজতান্ত্রিক ঘ রাজনৈতিক
১১৮ ‘বিড়াল’ রচনায় কার কথা শুনে কমলাকান্ত বিস্মিত হয়ে পড়েন?
ক ন্যায়রতœ মহাশয়ের খ ওয়েলিংটনের
গ ডিউকের ঝ বিড়ালের
১১৯ ‘বিড়াল’ রচনায় বঙ্কিমচন্দ্রের ভাষা কেমন?
ক হাস্যকর খ মর্মস্পর্শী গ আবেগঘন ঝশ্লেষাত্মক
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
১২০ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দায়িত্ব পালনে ছিলেনÑ
র. নিষ্ঠাবান
রর. যোগ্যবিচারক ররর. ব্যক্তিত্ববান
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১২১ বঙ্কিমচন্দ্র প্রবন্ধ রচনা করেছেনÑ
র. সাহিত্য বিষয়ক রর. সমাজ বিষয়ক
ররর. দর্শন বিষয়ক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেনÑ
র. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন
রর. নিষ্ঠাবান ও যোগ্য বিচারক
ররর. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৩ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ সাহিত্য হলোÑ
র. কৃষ্ণচরিত্র রর. লোকরহস্য
ররর. কমলাকান্তের দপ্তর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৪ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হলোÑ
র. কপালকুণ্ডলা রর. দেবী চৌধুরাণী
ররর. লোকরহস্য
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৫ দেয়ালের ওপরের ছায়াটি হলোÑ
র. চঞ্চল রর. প্রেতবৎ ররর. নিমীলিত
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৬ কমলাকান্তের ভাবনা হলোÑ
র. নেপোলিয়ন হওয়ার ইচ্ছে
রর. ওয়োলিংটনের বিড়াল হওয়া ররর. ওয়াটার লু
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৭ আফিং ভিক্ষা করতে এসেছেÑ
র. ওয়েলিংটন রর. বিড়াল ররর. নেপোলিয়ন
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৮ যাকে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হয়েছেÑ
র. ডিউক মহাশয়কে রর. ওয়েলিংটনকে
ররর. বিড়ালটিকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৯ ওয়াটার লু সম্পর্কে বলা যায়Ñ
র. এখানে নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ হয়
রর. ১৮১৫ খ্রিষ্টাব্দে এখানে যুদ্ধ হয়েছিল
ররর. এটি ব্রাসেলস থেকে ১০ মাইল দক্ষিণে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩০ “কেহ মরে বিল সেঁচে, কেহ খায় কই”Ñ এ কথাটি বলার কারণ হলোÑ
র. প্রসন্নর জন্য রাখা দুধ মঙ্গলায় খাওয়া
রর. কমলাকান্তের জন্য রাখা দুধ বিড়ালে খাওয়া
ররর. একজনের ভাগের খাবার অন্যে খেয়ে ফেলা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩১ চিরায়ত প্রথার অবমাননা হলোÑ
র. দুধ চোর বিড়ালকে তাড়ালে মানবতার অপমান হয়
রর. দুধ চোর বিড়ালকে না তাড়ালে মনুষ্যকুলের কুলাঙ্গার হয়
ররর. বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে লাঠিপেটা করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩২ চতুষ্পদের বৈশিষ্ট্য হলোÑ
র. এরা বিজ্ঞ রর. এরা চোর
ররর. এরা চঞ্চল
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]