১৩৩ কমলাকান্তের মতে, পুরুষের ন্যায় আচরণ হলোÑ
র. পুরুষ চোরকে লাঠিপেটা করে
রর. পুরুষ নির্মম ও নিষ্ঠুর প্রকৃতির
ররর. পুরুষ অপরাধীকে শাস্তি দেয়
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৪ অধার্মিকরাÑ
র. চোরের নামে শিহরিয়া ওঠেন
রর. তাঁরা অনেকে চোরাপেক্ষা অধার্মিক
ররর. চুরি করার প্রয়োজন নেই বলে চুরি করেন না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৫ ‘ধনীর দোষেই দরিদ্র চোর হয়।’ কারণÑ
র. ধনীরা গরিবকে বঞ্চিত করে সম্পদ জমায়
রর. গরিবরা ক্ষুধার জ্বালায় চুরি করে
ররর. ধনীরা পাঁচশ জনের আহার্য ভোগ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৬ আহারাভাবে বিড়ালেরÑ
র. উদর কৃশ হয় রর. অস্থি পরিদৃশ্যমান হয়
ররর. লাঙ্গুল বিনত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৭ “খাইতে দাও, নইলে চুরি করিব।”Ñ বিড়ালের এ কথা বলার কারণÑ
র. পেটের জ্বালা নীতি মানে না
রর. এ সংসারে মাছ-মাংসে তার অধিকার আছে
ররর. চুরি করে খাওয়া অধর্ম বলে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৮ বিশেষ অপরিমিত লোভ ভালো না হওয়ার কারণ হলোÑ
র. এতে বিপদ ডেকে আনে
রর. এতে অধর্ম হয়
ররর. এতে সম্মানহানি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও রর
১৩৯ মার্জারী যষ্টি দেখে বিশেষ ভীত হওয়ার লক্ষণ প্রকাশ করে নি। কারণÑ
র. সে কমলাকান্তকে চিনত
রর. কমলা তেমন রাগী নয়
ররর. চিরায়ত প্রথার অবমাননা করায়
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪০ ‘কৃপণ, চুরির মূল কারণ।’ এর স্বপক্ষে যুক্তি হলো, কৃপণরাÑ
র. ধন সম্পদ নিজ হাতে কুক্ষিগত করে রাখে
রর. অভাবীদের মাঝে বিতরণ করে না
ররর. প্রয়োজনাতীত ধন থাকতে দুঃস্থদের দেয় না
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪১ ‘আমি তোমার ধর্মের সহায়।’ একথা বলার কারণ হলোÑ
র. চুরি করে বিড়ালটি দুধ খাওয়ায় পরোপকার সিদ্ধ হয়েছে
রর. বিড়ালটি দুধ খাওয়ায় কমলাকান্ত সেই ফলভাগী হলো
ররর. বিড়ালের দ্বারা কমলাকান্তের ধর্ম রক্ষা সম্ভবপর হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪২ ‘বিড়াল’ রচনায় ছোট লোকের দুঃখে কাতর হওয়াকে ধিক্কার জানানোর কারণ হলো
র. ছোটলোকদের দরিদ্রের জন্য ব্যথিত হওয়ায় গৌরব নেই
রর. দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা
ররর. রাজা ফাঁপরে পড়লে রাতে ঘুম বন্ধ হয়ে যায়
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৩ বিড়ালটিকে ‘পতিত আত্মা’ বলার কারণ হলোÑ
র. ধর্মাচরণে মন দেয় না বলে
রর. অন্যের খাদ্য চুরি করে খেয়েছে বলে
ররর. তুচ্ছ প্রাণী হয়ে বিজ্ঞ মনোভাব পোষণ করেছে বলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৪ বিচারক বা নৈয়ায়িক কিছু বোঝাতে না পারার কারণ হলো মার্জারÑ
র. সুবিচারক রর. সুতার্কিক
ররর. সুভাষিণী
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৫ কমলাকান্ত বিড়ালটিকে সরিষাভোর আফিং দিতে আইলো যে কারণেÑ
র. কারো হাঁড়ি খেতে বারণ করেছে বলে
রর. ক্ষুধায় নিতান্ত অধীর হয়ে পড়লে
ররর. চুরি করে খাওয়ার নিষেধ শুনলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৬ ‘বিড়াল’ রচনায় বিজ্ঞ হলোÑ
র. চতুষ্পদ রর. মার্জার ররর. প্রসন্ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৭ বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয়, এটা হলোÑ
র. দিব্যগত প্রথা রর. মনুষ্যকুলের গৌরব
ররর. সুপুরুষভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৮ কমলাকান্তের হাতে একটি ভগ্ন যষ্টি দেখে-
র. হাই তুলল রর. একটু সরে বসল
ররর. মেও শব্দ করল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৯ ‘দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই।’ কারণÑ
র. দুধ আমার বাপের নয়
রর. দুধ মঙ্গলার, দুহিয়েছে প্রসন্ন
ররর. দুধে সবার অধিকার আছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫০ দুধ উদরসাৎ করার পর বিড়ালের স্বাভাবিক কর্ম হলোÑ
র. অতি মধুর স্বরে বলছে মেও
রর. ভাবছে, কেহ মরে বিল সেঁচে, কেউ খায় কই
ররর. ওয়াটারলু মাঠে বূহ্য রচনায় ব্যস্ত
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫১ বিড়ালের মনের ভাব হলোÑ
র. শেষ অপরিমিত লোভ ভালো নহে
রর. কেহ মরে বিল সেঁচে, কেহ খায় কই
ররর. তোমার দুধত খাইয়া বসিয়া আছি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫২ বাঞ্ছনীয় নয় যা, তাহলোÑ
র. দুধ খাওয়ার অপরাধে বিড়ালকে মারা
রর. চিরায়ত প্রথার অবমাননা করা
ররর. মনুষ্যকুলের কুলাঙ্গার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৩ পুরুষের ন্যায় আচরণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে কমলাকান্ত যা করলেন, তা হলোÑ
র. হস্ত হতে হুঁকা নামালেন
রর. সগর্বে মার্জারীর প্রতি ধাবমান হলেন
ররর. একটি ভগ্ন যষ্ঠি আবিষ্কার করলেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৪ মার্জারীর যষ্টি দেখে ভীত না হওয়ার কারণ বোঝা যায় যা দেখে
র. মুখপানে চেয়ে হাই তুলল রর. একটু সরে বসলো
ররর. মেও বলে শব্দ করলো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৫ দুধ পানের অভিযোগে মারপিটের বদলে বিড়ালটির প্রত্যাশা হলোÑ
র. স্থির হয়ে চিন্তা করে দেখুক
রর. হুঁকায় সুখ টান দিয়ে ভাবুক
ররর. একটু বিচার করে দেখুক
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৬ ‘এ সংসারে ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংসে বিড়ালেরও অধিকার আছে।’ এ ব্যাপারে তার যুক্তি হলোÑ
র. তোমরা মনুষ্য, আমরা বিড়াল প্রভেদ কী?
রর. তোমাদের ক্ষুৎপিপাসা আছে আমাদের কী নাই?
ররর. তোমরা খাও, আপত্তি নাই, আমরা খাইলে ঠেঙ্গাও কেন?
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৭ বিড়াল মানুষের ধর্মের সহায় বলে তার প্রতি যে আচরণ করতে হবে,Ñ
র. প্রহার করা যাবে না
রর. তার প্রশংসা করতে হবে
ররর. আদর করে দুধ খাওয়াতে হবে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৮ বিড়ালটি স্বীকার করে বলেছেÑ
র. সে সাধ করে চোর হয় নি
রর. খেতে পেলে কেউ চোর হয় না
ররর. সাধুরা চোর অপেক্ষাও অধার্মিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৯ ‘বিড়াল’ রচনা মতে বড় বড় সাধুদের প্রকৃতি হলোÑ
র. চোরের নামে শিহরিয়া ওঠেন
রর. চুরি করার প্রয়োজন নেই বলে করেন না
ররর. প্রয়োজনাতীত ধন থাকতেও কাউকে দেন না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৬০ ‘বিড়াল’ রচনা মতে চোরের চুরি করার কারণ হলোÑ
র. খেতে পায় না বলে
রর. চুরি করা অধর্ম বলে
ররর. ধনীরা কৃপণ বলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬১ প্রয়োজনীয় ধন থাকতেও চোরের প্রতি যারা মুখ তুলে চান না, তারা হলেনÑ
র. সাধু রর. অধার্মিক ররর. কৃপণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৬২ চোরের চেয়ে শত গুণে দোষী হলোÑ
র. কৃপণেরা রর. ধনীরা ররর. ধার্মিকেরা
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৩ কৃপণের দণ্ড হওয়া উচিত। কেননা কৃপণরাÑ
র. চুরি করার মূল কারণ রর. ধর্মের কথা বলে বেড়ায়
ররর. ধন সঞ্চয় করে রাখে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৪ মানুষ মাছের কাঁটা, পাতের ভাত যেখানে ফেলেÑ
র. জলে রর. নর্দমায় ররর. ভাণ্ডারঘরে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৫ ‘পেতবৎ’ বলতে বোঝায়Ñ
র. ভূতের মতো রর. নোংরা
ররর. শক্তিশালী
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৬ নৈয়ায়িক অর্থ হলোÑ
র. বিচারক রর. ন্যায় শাস্ত্রবেত্তা
ররর. অধার্মিক
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৭ ‘বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে’Ñ কমলাকান্তের এই উক্তিটিÑ
র. আত্মরক্ষামূলক রর. শ্লেষাত্মক ররর. যুক্তিনিষ্ঠ
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৮ কমলাকান্তের মতে বিড়ালটিÑ
র. সুবিচারক রর. সুতার্কিক
ররর. সোশিয়ালিস্ট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
চ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৬৯ ও ১৭০ নং প্রশ্নের উত্তর দাও:
‘আপনারে রাখিলে ব্যর্থ জীবন সাধনা
জনম বিশ্বের তরে পরার্থে কামনা।’
১৬৯ অনুচ্ছেদটিতে ‘বিড়াল’ রচনার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক স্বার্থপরতা খ স্বজনপ্রীতি জ পরহিতব্রত ঘ বিচ্ছিন্নতা
১৭০ উপরিউক্ত ভাব প্রকাশক বাক্য হলোÑ
র. দরিদ্রের ক্ষুধা সবার বোঝা উচিত
রর. অনাহারে মরে যাবার জন্য পৃথিবীতে কেউ আসেনি
ররর. সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নেই
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭১ ও ১৭২ নং প্রশ্নের উত্তর দাও:
‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর
জীবে প্রেম করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর।
১৭১ অনুচ্ছেদে ‘বিড়াল’ রচনার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ
চ জীবে প্রেম খ স্বার্থপরতা গ স্বজনপ্রেম ঘ বিবেকহীনতা
১৭২ উপরিউক্ত ভাব প্রকাশ পেয়েছে
র. এ পৃথিবীর মৎস্য, মাংসে বিড়ালেরও অধিকার আছে
রর. চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই
ররর. সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭৩ ও ১৭৪ নং প্রশ্নের উত্তর দাও:
‘পরের অভাব মনে করিলে চিন্তন
আপন অভাব ক্ষোভ থাকে কতক্ষণ।’
১৭৩ ‘বিড়াল’ রচনার কোন ভাবটি অনুচ্ছেদের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক পরের কল্যাণে বিরোধিতা ছ পরের মঙ্গল চিন্তা
গ আপন স্বার্থসিদ্ধি ঘ সুখের প্রত্যাশা
১৭৪ উপরিউক্ত ভাব প্রকাশ পেয়েছে যে বাক্যেÑ
র. ধনীদের খাবার হলে দরিদ্রকে দেওয়া দরকার
রর. দরিদ্রদের ক্ষুধা আর ধনীর ক্ষুধা আলাদা নয়
ররর. দরিদ্রদের জন্য ব্যথী হলে ধনীর অগৌরব নেই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭৫ ও ১৭৬ নং প্রশ্নের উত্তর দাও:
‘পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও;
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।’
১৭৫ ‘বিড়াল’ রচনার কোন ভাবটি অনুচ্ছেদে প্রকাশ পেয়েছে?
ক স্বজনপ্রীতি খ স্বার্থপরতা
গ সুখের প্রত্যাশা ঝ পরের জন্য স্বার্থত্যাগ
১৭৬ উপরিউক্ত ভাব প্রকাশ পেয়েছে যে বাক্যেÑ
র. অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কার করিলাম
রর. সে দুধে আমার যে অধিকার, বিড়ালেরও তাই
ররর. দুধ আমার রূপান্তর নয়, দুধ মঙ্গলার
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭৭ ও ১৭৮ নং প্রশ্নের উত্তর দাও:
‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।’
১৭৭ অনুচ্ছেদের কোন দিকটি ‘বিড়াল’ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক স্বার্থপরতা খ বিবেকহীনতা
গ পরের স্বার্থ হরণ ঝ উদারতা
১৭৮ উপরিউক্ত ভাবটি প্রকাশ পেয়েছে যে বাক্যেÑ
র.বিড়ালটি দুধ খেয়েছে বলে রাগ না করা
রর. বিড়ালটি যাতে আরো ক্ষুধা নিবারণ করতে পারে তার ব্যবস্থা করা
ররর. ভগ্ন যষ্টি নিয়ে বিড়ালটির পিছনে ছোটা
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭৯ ও ১৮০ নং প্রশ্নের উত্তর দাও:
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান।’
১৭৯ অনুচ্ছেদের কোন ভাবটি ‘বিড়াল’ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
চ দারিদ্র্য গৌরবের খ দারিদ্র্য ঘৃণার
গ দরিদ্ররা চোর ঘ দরিদ্ররা কাতর
১৮০ এরূপ সাদৃশ্যপূর্ণ ভাবটি হলোÑ
র. দরিদ্র ও খ্রিষ্টান অসম্মানের
রর. দরিদ্রের জন্য ব্যথিত হওয়া গৌরবের
ররর. দরিদ্রদের হীনন্মন্যতা থাকা উচিত নয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৮১ ও ১৮২ নং প্রশ্নের উত্তর দাও:
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে যান। সেখানে একটি কুকুরের সঙ্গে লেখকের সখ্যতা গড়ে ওঠে। লেখকের দৈনন্দিন ভ্রমণ সঙ্গী এই কুকুরটিকে ছেড়ে যেতে তার খুব কষ্ট হয়েছে।
১৮১ অনুচ্ছেদের কোন দিকটি ‘বিড়াল’ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক গৃহপালিত প্রাণীর প্রতি আকর্ষণ
ছ তুচ্ছ জীবের প্রতি মমত্ববোধ
গ বেওয়ারিশ কুকুরের প্রতি অবজ্ঞা
ঘ নিম্নশ্রেণির জীবের জন্য বিলাপ
১৮২ এরূপ সাদৃশ্যের কারণ হলোÑ
র. ব্যবহারে পশুও পোষ মানে
রর. প্রাণীর ক্ষুৎপিপাসা অনুধাবন
ররর. নিম্নশ্রেণির প্রাণীর প্রতি অবজ্ঞা প্রদর্শন
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৮৩ ও ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও:
রাম বাবু গাঁ ছেড়ে, স্বজন ছেড়ে বিদেশে পাড়ি জমায়। প্রবাস জীবনে সে অর্থ-প্রতিপত্তি সবই পেয়েছে। কিন্তু আজও কাজলচোখা টিয়া আর শ্যামলী গাভিটার মায়া ভুলতে পারেনি সে। দেশে থাকতে রাম বাবু প্রত্যহ নিজ হাতে এই অবলা জীব দুটোকে পরম যতেœ খাবার খাইয়েছেন।
১৮৩ অনুচ্ছেদে ‘বিড়াল’ রচনার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
চ অবলা জীবের প্রতি মমত্ব খ প্রবাস জীবনের জৌলুস
গ স্বদেশের প্রতি অনুরাগ ঘ প্রবাস জীবনের প্রতি আকর্ষণ
১৮৪ অনুচ্ছেদের যে ভাবটি ‘বিড়াল’ রচনায় ফুটে উঠেছেÑ
র. দুটো অবলা প্রাণির প্রতি আকর্ষণ
রর. বিড়ালের মর্মবেদনা অনুভব করা
ররর. বিড়ালটিকে দুধ খাওয়ার সুযোগ দেয়া
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৮৫ ও ১৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
পশুপাখির জন্য জগলুর মমতা অত্যন্ত গভীর। সে আহত খরগোশকে বাঁচাতে ওষুধ খোঁজে। ঝড়ে আহত পাখিদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। পশু পাখিদের কষ্টে সে কষ্ট পায়।
১৮৫ অনুচ্ছেদটিতে ‘বিড়াল’ রচনার কোন দিকটি ফুটে উঠেছে?
ক বন-জঙ্গলের প্রতি আকর্ষণ ছ বিড়ালের জন্য মমতা
গ আহত-পাখিদের প্রতি ঘৃণা ঘ পাখিদের অপচিকিৎসার ব্যবস্থা
১৮৬ এরূপ সাদৃশ্যের দিকটি প্রকাশ পেয়েছেÑ
র. কমলাকান্তের আচরণে
রর. কমলাকান্তের উদারতায়
ররর. কমলাকান্তের মানসিকতায়
নিচের কোনটি সঠিক
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
‘এক কক্ষে ভাই লয়ে, অন্য কক্ষে ছাগ,
দুজনের বাঁটি দিল সমান সোহাগ।
পশুশিশু নরশিশু, দিদি মাঝে প’ড়ে
দোঁহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে।”
(‘পরিচয়’Ñ রবীন্দ্রনাথ ঠাকুর)
১৮৭ অনুচ্ছেদটির কোন দিকটি ‘বিড়াল’ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
চ পশুশিশু মানবশিশু দুইই সমান
খ মানুষের স্নেহ দৃষ্টির পার্থক্য
গ তুচ্ছ জীবকে আরো তুচ্ছ ভাবা
ঘ অসাধারণ স্নেহহীনতার পরিচয়
১৮৮ বিড়াল রচনার আলোকে এ সাদৃশ্যকে বলা যায়Ñ
র. সহানুভূতির কাছে নরশিশু ও পশুশিশুর পার্থক্য কম
রর. স্নেহ-মমতা সমানভাবে ভাগ করে দিলে মানবতার প্রকাশ ঘটে
ররর. মমতায় ভেদাভেদ ঘুচে যায়, স্নেহের পরিচয় বড় হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
রিভিশন অংশ (জবারংরড়হ)
আলোচ্য অংশে জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য বাড়ির কাজ, গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আরও কিছু প্রশ্নোত্তর উলেখ করা হয়েছে। এ অংশটি অনুশীলনের মাধ্যমে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ও জবারংরড়হ সম্পূর্ণ হয়ে যাবে।
বাড়ির কাজ
‘বিড়াল’ রচনার আলোকে রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
‘বিড়াল’ রচনায় ক্ষুধার যে সর্বজনীন রূপ চিত্রিত হয়েছে তা বিশ্লেষণ কর।
‘বিড়াল’ রচনায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আকাক্সক্ষা ব্যক্ত হয়েছে তার যৌক্তিক বিশ্লেষণ কর।
‘বিড়াল’ রচনায় সমাজের মানুষের প্রতি বিড়ালের অভিযোগসমূহ ব্যাখ্যা কর।
বিড়ালের বক্তব্যে ক্ষুধার্ত ও অবহেলিতের প্রতি যে সমবেদনার প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা কর।
‘বিড়াল’ রচনায় বিড়াল চুরি করে দুধ খাওয়ার পক্ষে যেসব যুক্তি উত্থাপন করেছে তা মূল্যায়ন কর।
বিড়ালের বক্তব্য অনুযায়ী খাবারমাত্রেই ক্ষুধিতের অধিকার আছেÑ এ বিষয়টির পক্ষে যুক্তি উপস্থাপন কর।
‘বিড়াল’ রচনায় উলিখিত ‘পরোপকারই পরম ধর্ম’ কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
‘বিড়াল’ রচনা অনুযায়ী সমাজে প্রচলিত নৈতিকতার ধারণা, অপরাধপ্রবণতা ও বিচার ব্যবস্থার ত্র“টি বিশ্লেষণ কর।
গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
দুধ খাওয়ার অপরাধে কমলাকান্ত বিড়ালকে লাঠি হাতে তাড়া করতে গিয়ে ব্যর্থ হন। এরপর আপনমনে বিড়ালের সাথে কল্পনায় কথোপকথন শুরু করেন।
ক্ষুধিত চুরি করলে দোষী সাব্যস্ত হয় অথচ যার অঢেল খাবার ও সম্পদ আছে কিন্তু কৃপণতা করে, তাকে কেন দোষী সাব্যস্ত করা হয় না?Ñ এটাই ছিল বিড়ালের অভিযোগ।
পৃথিবীর কেউ ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করতে চায় না বরং এর চেয়ে চুরি করাই জীবনের জন্য শ্রেয় বলে বিড়াল দাবি করেছে।
মানুষ খাবার ধ্বংস করে, পানিতে বা নর্দমায় ফেলে দেয়, কিন্তু অভুক্ত বিড়ালকে কিছুই দেয় না, এজন্যই ক্ষুধার্ত বিড়াল খাবার চুরি করে।
তেলা মাথায় তেল দেয়া মানুষের চারিত্রিক রোগ, অভুক্তকে কেউ খেতে দেয় না। বরং যার অনেক খাবার আছে তাকে খাবারের জন্য জোর করা হয়।
পৃথিবীতে জ্ঞানী, মূর্খ, পশু, মানুষ সকলের খাবার পাওয়ার আধিকার আছে। বিড়ালের এরূপ কথোপকথনে সমাজতান্ত্রিক চেতনা প্রকাশ পায়।
ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নেই। কিন্তু কেউ যদি না খেতে পায়, সমাজের উন্নতি তার কোনো কাজে আসে না।
বিড়ালের মতে, চুরির অপরাধে চোরকে ফাঁসি দিক কিন্তু তার আগে বিচারকের তিন দিন উপবাস করা আবশ্যক। বিড়ালের বিশ্বাস, তিন দিন উপবাসের কষ্ট সহ্য না করতে পেরে বিচারকও চুরির দায়ে ধরা পড়বেন।
‘বিড়াল’ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালের মুখ অত্যন্ত কৌশলে ও সমাজের ধনীক শ্রেণির অপচয়, কৃপণতা ও অন্যায়ের প্রতি ব্যঙ্গ প্রকাশ করেছেন।
টেক্সট বুক অ্যানালাইসিস