শব্দার্থ ও টীকা

• চারপায়ী         : টুল বা চৌকি

• প্রেতবৎ          : প্রেতের মতো

• নেপোলিয়ন                 : ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট (১৭৬৯-১৮২১) প্রায় সমগ্র ইউরোপে

                                    নিজের আধিপত্য প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন। ১৮১৫ খ্রিস্টাব্দে ওয়াটার্লু যুদ্ধে

                                ওয়েলিংটন ডিউকের হাতে পরাজিত হয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন

                                 এবং সেখানেই মৃত্যুবরণ করেন

• ওয়েলিংটন                  : বীর যোদ্ধা, তিনি ডিউক অফ ওয়েলিংটন নামে পরিচিত (১৭৬৯ - ১৮৫৪),

                                      ওয়াটার্লু যুদ্ধে তাঁর হাতে নেপোলিয়ন পরাজিত হন

• ডিউক                        : ইউরোপীয় সমাজের বনেদি বা অভিজাত ব্যক্তি

• মার্জার                        : বিড়াল

• ব্যূহ রচনা                   : প্রতিরোধ বেষ্টনী তৈরি করা, যুদ্ধের জন্য সৈন্য সাজানো

•  প্রকটিত                     : তীব্রভাবে প্রকাশিত

•  যষ্টি                           : লাঠি

• দিব্যকর্ণ                      : ঐশ্বরিকভাবে শ্রবণ করা

•  ঠেঙ্গালাঠি                   : প্রহার করার লাঠি

• শিরোমণি                    : সমাজপতি, সমাজের প্রধান ব্যক্তি

• ন্যায়ালংকার               : ন্যায়শাস্ত্রে পণ্ডিত

• ভার্যা                         : স্ত্রী, বউ

•  সতরঞ্চ খেলা             : নিচে (মাটিতে) বিছিয়ে যে খেলা খেলতে হয়, পাশা খেলা, দাবা খেলা

• লাঙ্গুল             : লেজ, পুচ্ছ

• সোশিয়ালিস্টিক           : সমাজতান্ত্রিক, সমাজের সবাই সমান-এমন একটি রাজনৈতিক মতবাদ

• নৈয়ায়িক                    : ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি

• কস্মিনকালে                : কোনো সময়ে

• মার্জারী মহাশয়া          : স্ত্রী বিড়াল

• জলযোগ                     : হালকা খাবার, টিফিন সরিষাভোর, ক্ষুদ্র অর্থে (উপমা)

• পতিত আত্মা               : বিপদগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত আত্মা, এখানে বিড়ালকে বোঝানো হয়েছে

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]