তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে

দিনাজপুর বোর্ড-২০১৯)। প্রশ্ন ১০ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : মিসেস পাপিয়ার কপালে একটা টিউমার দেখা দেওয়ায় একটি বিশেষায়িত হাসপাতালে সার্জারির জন্য ভর্তি হলেন। উক্ত হাসপাতালের ডাক্তারগণ আঙ্গুলের ছাপ ব্যবহার করে হাসপাতালে প্রবেশ করেন। সার্জারি বিভাগের ডাক্তার তাকে অপারেশন পূর্ববর্তী বিভিন্ন টেস্ট দিলেন। টেস্টে পাপিয়ার অতিরিক্ত ব্লাড সুগার থাকায় ডাক্তারকে ইনসুলিন প্রয়োগের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করলেন।
ক. ই-কমার্স কী? খ. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে
ব্যাখ্যা কর। গ, ডাক্তারদের হাসপাতালে প্রবেশের প্রযুক্তি চিহ্নিত করে ব্যাখ্যা কর।৩ ঘ, মিসেস পাপিয়ার চিকিৎসায় ব্যবহৃত ঔষধ তৈরির প্রযুক্তি কৃষি গবেষণায় সফলতা ও অবদান রাখে। মতামত দাও। ৪
| ৮ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক, ই-কমার্স কী?
ইন্টারনেট বা অন্য কোনাে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনাে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজকে ই-কমার্স বলে।

খ, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসে
ব্যাখ্যা কর। তথ্য প্রযুক্তিই প্রকৃতপক্ষেই বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। বর্তমান পৃথিবীতে এমন একটি পরিবেশ বিরাজ করছে, সেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে ন্যায় বসবাস করে এত ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিত ব্যবহার তথা তথ্য আদান-প্রদানের জন্য ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযোগ ছাড়া এ ধরনের বিশ্বের ধারণা অসম্ভব। তথ্য প্রযুক্তির বিস্ময়কর উক্তির কারণে সমা বিশ্ব এক বিনি সুতার বাঁধনে পরস্পরের থেকে ভৌগোলিকভাবে দূরে থেকেও একটি একক সমাজের বাসিন্দা হয়ে উঠেছে। সুতরাং এটি নিঃসন্দেহে বলা যায় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের
মুঠোয় নিয়ে এসেছে। গ. ডাক্তারদের হাসপাতালে প্রবেশের প্রযুক্তি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপকে হাসপাতালে প্রবেশের প্রযুক্তি হলাে বায়োমেট্রিক্স । বায়োমেট্রিক্স হলো সেই প্রযুক্তি যেখানে মানুষের অদ্বিতীয় বৈশিষ্ট্য পর্যালোচনার জন্য DNA, আঙুলের ছাপ, চোখের রেটিনা, আইরিশ, কণ্ঠস্বর, চেহারা, হাতের লেখা, ধমনী, হস্তরেখা ইত্যাদি বিষয় সমূহ শনাক্ত ও পর্যালোচনা করা হয়। উদ্দীপকে দেখা যাচ্ছে হাসপাতালের ডাক্তারগণ আঙ্গুলের ছাপ ব্যবহার করে হাসপাতালে প্রবেশ করেন। প্রত্যেক ব্যক্তির আঙুলের ছাপ অদ্বিতীয় বিদায় দরজায় বহুল ব্যবহৃত বায়োমেট্রিক ডিভাইস ব্যবহৃত হয়েছে। এর সাহায্যে মানুষের আঙুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্ব থেকে রক্ষিত আঙুলের ছাপের সাথে মিলিয়ে ব্যক্তিকে শনাক্ত করা হয়। অর্থাৎ, কারখানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কর্মীদের আঙুলের ছাপ স্ক্যান করে বিশ্লেষণ বা মিলনের পর হাসপাতালে প্রবেশাধিকার পাওয়া যাচ্ছে।
সুতরাং হাসপাতালে প্রবেশের প্রযুক্তি অবশ্যই বায়োমেট্রিক্স প্রযুক্তি। ঘ, মিসেস পাপিয়ার চিকিৎসায় ব্যবহৃত ঔষধ তৈরির প্রযুক্তি কৃষি
গবেষণায় সফলতা ও অবদান রাখে। মতামত দাও। উদ্দীপক অনুসারে টেস্টে মিসেস পাপিয়ার অতিরিক্ত ব্লাড সুগার থাকায় ডাক্তারকে ইনসুলিন প্রয়োগের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করেছেন। এখানে তার চিকিৎসায় ব্যবহৃত ঔষধ হলে ইনসুলিন, কি উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি হলাে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। এর মূল গবেষণা কৃষিকে ঘিরে। এর সাহায্যে Genetically modified crops উৎপন্ন করা হয় যা উচ্চ ফলনশীল, উন্নত জাতের, প্রকৃতি সহনশীল, রোগ জীবাণু থেকে নিজেকে রক্ষা করতে পারে। কৃষিতে Genetically modified crops উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির কৃষি সম্পদ উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে সেগুলো হলো ১, পরিবেশের বিভিন্ন দুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে
যেমন, অতিরিক্ত শীত সহ্য করা, পোকামাকড় দ্বারা আক্রান্ত না হওয়া, ভাইরাস ও ফাংগাস দ্বারা আক্রান্ত না হওয়া ইত্যাদি সক্ষমতা সম্পন্ন উন্নত বীজ উৎপাদন সহ মাটির লবণাক্ততা সহ্য করার মধ্য দিয়ে উন্নত ফসল নিশ্চিত করা।

২. ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করার মাধ্যমে উন্নত কৃষি পণ্য
উৎপাদনের পরিবেশ নিশ্চিত করা। ৩. শস্যের গুণগত মান বৃদ্ধি করা ও অধিক ফলনশীল শস্য উৎপাদন
করা। যেমন : Flora potato ৪. খরা বৃষ্টি সহনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন স্বল্প সেচের
| প্রয়ােজন হয় এমন শস্যের জাত উদ্ভাবন করা। উপরিউক্ত সবগুলাে কার্যক্রমই উন্নত কৃষি সম্পর্কে নিশ্চিত করে। সুতরাং, আমার মতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি কৃষি গবেষণায় ব্যাপক সফলতা ও অবদান রাখে।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]