হ্যান্ড জিওমিট্রি কী?


| ৪নং সৃজনশীল প্রশ্নের উত্তর | ক, হ্যান্ড জিওমিট্রি কী? | যে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের হাতের জ্যামিতিক আকার,
গঠন বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় ?
হ্যান্ড জিওমেট্রি সিস্টেম বলে। খ, প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি।
ব্যাখ্যা কর। “প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি, উক্তিটি সত্য। এর কারণ হলাে প্রযুক্তি উন্নয়নে মানুষের জন্য সুফল বৃদ্ধি পায় পাশাপাশি অপরাধীরা এ প্রযুক্তিকে তাদের অপরাধের হাতিয়ার কে তুলেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত বিভিন্ন অপরাধের মধ্যে সাইবার ক্রাইম, হ্যাকিং, প্লেজিয়ারিজম প্রভৃতি নতুন নতুন অপরাধের সৃষ্টি হয়েছে যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্রমেই ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সুতরাং দেখা যাচ্ছে, প্রযুক্তির ব্যাপক উন্নয়ন মায়ের অপরাধ প্রবণতাকে দমন করতে সক্ষম হয় নি। উদ্দীপকের যুদ্ধের ময়দানে খাবার সরবরাহের প্রযুক্তি ব্যাখ্যা কর। উদ্দীপক অনুসারে যুদ্ধের ময়দানে দীর্ঘদিন সতেজ ও মচমচে থাকে এমন খাদ্য পেতে হলে খাদ্যকে বিশেষভাবে সংরক্ষণ ও প্যাকেটজাত করা প্রয়োজন। এ ধরনের খাদ্য প্যাকেজিং এর জন্য অবশ্যই ন্যানো টেকনোলজি ব্যবহার করতে হবে। ন্যানাে স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য কোনাে বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানাের প্রযুক্তিকে ন্যানােটেকনােলজি বলে। খাদ্য প্যাকেজিং-এ দীর্ঘকাল ধরে ন্যানােপার্টিকেল ব্যবহৃত হয়ে থাকে। সিলভার ন্যানােপার্টিকেল সমৃদ্ধ প্লাস্টিকের মােড়ক দ্বারা খাদ্যদ্রব্য প্যাকেজিং করা হলে তা খাদ্যকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে মুক্ত রাখে। ন্যানােপার্টিকেল জিংক অক্সাইড(ZnO) ও ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) সমৃদ্ধ পলিমারসমূহ ব্যবহার করে শুকনাে খাদ্যসমূহ যেমন চিপস, বিস্কিট ইত্যাদিকে প্যাকেজিং করা হয় যা এর অভ্যন্তরে থাকা শুকনাে খাদ্যদ্রব্যসমূহকে দীর্ঘদিন টাটকা ও মচমচে রাখতে পারে। সৈনিকদের প্রশিক্ষণের প্রযুক্তিটি কার্যকর ও যুক্তিযুক্ত কেন? মতামত দাও। উদ্দীপকের সৈনিকদের প্রশিক্ষণের প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পরিবেশ, যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হতে, বাস্তবে অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সে সাথে বাস্তবের ন্যায় শ্রবণ অনুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি আমাদের দৈনন্দিন অনেক কাজের ক্ষেত্রেই বিভিন্ন নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। বিভিন্ন বিরূপ পরিবেশে শত্রুর সাথে মুখোমুখি যুদ্ধে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। অত্যাধুনিক অনেক যুদ্ধাস্ত্র সঠিকভাবে ব্যবহার, করে যুদ্ধ পরিচালনা, শক্রর অবস্থান নির্ণয় 'ইত্যাদি কাজ নিখুঁতভাবে করার জন্য বর্তমানে সেনাবাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। এর একটি প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে সৈনিকরা যুদ্ধের ময়দানে সকল বাস্তব পরিস্থিতি ও ঘটনাকে একেবারে সত্যিকারভাবে মোকাবেলার অভিজ্ঞতা অর্জন করলেও ঝুঁকির সম্ভাবনা একেবারে শূন্য। কেননা এই সমগ্র পরিবেশই কৃত্রিমভাবে সৃষ্ট। এক্ষেত্রে সৈনিকগণ তাদের ইচ্ছে মতো সামরিক দক্ষতা দেখাতে সক্ষম হবে কিন্তু তা সত্যিকার যুদ্ধের ময়দানের যে কোণে ধ্বংসাত্মক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। এছাড়া সামরিক প্রশিক্ষণ, মহড়ার, কোনাে উৎপাদিত ধ্বংসাত্মক পণ্য সমূহের মান যাচাইয়ের পরীক্ষা সমূহ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সম্পন্ন করা হলে তা পরিবেশ দূষণ ও বিপর্যয় রোধ করে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে, সৈনিকের প্রশিক্ষণের প্রযুক্তিটি অবশ্যই কার্যকর ও যুক্তিসঙ্গত।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]