ই-মেইল কী?

ক. ই-মেইল কী?
খ. ডর-ঋর পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর ।
গ. উদ্দিপকে বর্ণিত ব্যবস্থাটি ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবহার বান্ধব নয় - ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দিপকে বর্ণিথ ব্যবস্থায় গোপনীয় ডেটা নিশ্চিত ভাবে শিক্ষাবোর্ডে প্রেরন করার ক্ষেত্রে তোমার সুপারিশ বিশ্লেষণ কর । ২ নং প্রশ্নের উত্তর ঃ ক. ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল অর্থাৎ কম্পিউটারের সাহায্যে কোন তথ্য বা সংবাদ অন্য কোথাও পাঠানো বা গ্রহন করার ব্যবস্থা ।
খ. প্রকৃত ব্যবহারকারী যাতে নিরাপত্তার সাথে কাঙ্খিত মানের সেবা পায় সেজন্য ডর-ঋর জোনে পাসওয়ার্ড ব্যবহার করা আবশ্যক । ডর-ঋর হলো একটি তারবিহীন প্রযুক্তি বা রেডিও ওয়েব ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করা । গ. উদ্দিপকের ব্যবস্থাটি ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবহার বান্ধব নয় । কারন এখানে ওয়াই -ফাই জোন ব্যবহার করা হয়েছে । এর ব্যবহার ক্ষুদ্র গন্ডি বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ । তাছাড়া এর নিরাপত্তা ব্যবস্থা অপেক্ষাকৃত দুর্বল । এর সিগন্যাল নয়েজ সর্বোচ্চ ১০ ডেসিবল । ডর-ঋর নেটৗয়ার্কের সীমানা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে । সাধারনত ইনডোরের ক্ষেত্রে এ দুরত্ব ৩২ মিটার এবং আউটডোরের ক্ষেত্রে ৯৫-১০০ মিটারের মতো হয়ে থাকে । ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেলে নেটওয়ার্কের দক্ষতা ও গতি তুলনামূলক ভাবে কম হয় । অন্যান্য ডিভাইস কর্তৃক সিগন্যালে জ্যাম বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে । দুরত্ব বেশি হলে নেটওয়ার্কের গতি ও সিগন্যালের গুনগত মান উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে । ফলে ব্যবহারকারীরা এ প্রযুক্তি ব্যবহারে সন্তুষ্ট নয় । ডর-ঋর শব্দটি ডরৎবষবংং ঋরফবষরঃু শব্দের সংক্ষিপ্ত রুপ । বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই । এর এরিয়া একটি কক্ষ , একটি ভবন কিংবা কয়েক কি.মি জুড়ে হতে পারে । এর চ্যানেল ব্যান্ডউইডথ ৫২ সাব ক্যারিয়ার জন্য ২০ মেগাহার্জ নির্দিষ্ট । ওয়াই-ফাই এর অসুবিধা হলো এর সর্বোচ্চ কাভারেজ এলাকা কম ( মাত্র ১০০ মিটার ) । এতে শুধু ফাইল শেয়ার করা যায় । এর ডাউনলোড গতি সর্বাচ্চ ৩০০ বিট/সেক এবং আপলিংক গতি ৬০০ বিট/সেক
ঘ. উদ্দিপকের ব্যবস্থায় গোপনীয় ডেটা নিশ্চিতভাবে শিক্ষাবোর্ডে প্রেরন করার ক্ষেত্রে আমি ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে ই-মেইল ব্যবহার করে গোপনীয় ডেটা নিম্চিভাবে শিক্ষাবোর্ডে প্রেরন করতে পারি । এটি কোয়ালিটি অব সার্ভিসের নিশ্চয়তা দেয় । তবে এর নেটওয়ার্ক তৈরি এবং রক্ষানাবেক্ষন খরচ তুলনামূলক ভাবে বেশি । ফ্রিকুয়েন্সি ব্যান্ডের জন্য সাধারনত কোন লাইসেন্স প্রয়োজন হয় । এর সিগন্যাল নয়েজ সর্বোচ্চ ৭ ডেসিবল । ডরগধী হচ্ছে একটি ওয়ারলেস নেটওয়ার্ক প্রযুক্তি যা মাইক্রোওয়েব তরঙ্গ ব্যবহার করে ব্রাপক এলাকা ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয় । এর নেটওয়ার্ক ব্যবস্থা ম্যান এর মতো । যা আইইই ৮০২.১৬ অনুসরন করে । ওয়াই-ফাই এনাবেল ডিবাইস ওয়ারলেস নেটওয়ার্ক এক্্েরস পয়েন্ট দিয়ে ইন্টারনেট যুক্ত করে । এর নিরাপত্তা ব্যবস্থা অপেক্ষাকৃত ভালো । এর চ্যানেল ব্যান্ডউইডথ ২৫৬ সাব ক্যারিয়ারের জন্য ১.২ থেকে ২৮ মেগাহার্জ পর্যন্ত হয় । এতে মিডিয়া এক্্েরস কন্ট্রোলের জন্য রেকুয়েস্ট গ্রান্ট প্রটোকল ব্যবহৃত হয় । এর সর্বোচ্চ কাভারেজ এরিয়া সাধারনত ৪৮-৫০ কি.মি তবে বর্তমান কাভারেজ এরিয়া ১০ কি.মি থেকে ৬০ কি.মি পর্যন্ত হতে পারে । এতে একটি স্টেশন থেকে হাজার হাজার ব্যবহারকারী ডেটা আদান প্রদান করা যায় । এর ডাউনলোড গতি এবং আপলেড গতি অপেক্ষাকৃত বেশি । ৩ শিক্ষা মন্ত্রনালয় হতে গ্রামের একটি কলেজকে দশটি কম্পিউটার , একটি পিন্টার ও একটি মডেম প্রদান করা হয় । অধ্যাক্ষ মহোদয় সবগুলো কম্পিউটার যেন প্রিন্টার ও মডেম ব্যবহার করতে পারে এই ধরনের একটি নেটওয়ার্ক তৈরি করতে নির্দেশ দেন । প্রতিষ্ঠানটি ৩২ কেবিপিএস ইন্টারনেট স্পীডের সংযোগ গ্রহন করেন । নেটওয়ার্ক প্রতিষ্টিত হলেও ভিডিও কনফারেন্স করা যাচ্ছে না ।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]