কোনো সাদা কাগজে ভুসাকালি বা ব্ল্যাক জাপান বা উপযুক্ত কালো রং দিয়ে রং করে দিলে , ওই কাগজ আপতিত আলোর সব অংশটুকুই শোষণ করে নেয় । কোনো অংশই কাগজের মধ্য থেকে বেরিয়ে আসতে পারে না । এক্ষেত্রে কালো রং করা কাগজটি অস্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করে ।
আবার , সাদা কাগজে নারকেল বা সরষের তেলের প্রলেপ দিলে , তৈলাক্ত কাগজটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের মতো আচরণ করে । এর মধ্য দিয়ে আপতিত আলোকরশ্মি কিছুটা পরিমাণে চলাচল করতে পারলেও সম্পূর্ণভাবে পারে না ।