"কালো সোনা বা ব্ল্যাক গোল্ড"কী?

৫০| "পোর্টো গ্র্যান্ডে" হচ্ছে?
®__পর্তুগিজদের দেওয়া চট্টগ্রাম বন্দরের নাম
৫১| "পোর্টো নোভো" হচ্ছে?
®____বেনিনের রাজধানী
৫২| "হার্মাদ" হচ্ছে?
®____পর্তুগিজ জলদস্যু
৫৩| "উপমান"শব্দের অর্থ?
®____তুলনীয় বস্তু
৫৪| "ঈশান"শব্দের অর্থ?
®____উত্তর-পূর্বকোণ
৫৫| "ইন্তিফাদা" কী?
®____ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিপ্লব
৫৬| "ওয়াফা" কী?
®____ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
৫৭| "ইন্টারফ্যাক্স" কী?
®____রাশিয়ার বার্তা সংস্থা
৫৮| "ফেয়ার ফ্যাক্স" কী?
®____যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা
৫৯| "মোসাদ" কী?
®____ইসরাইলের গোয়েন্দা সংস্থা
৬০| "ফালুন গং" কী?
®____চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
৬১| "উইঘর" কী?
®____চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম সম্প্রদায়
৬২| "সানা" কী?
®____সিরিয়ার সংবাদ সংস্থা
৬৩| "আতাতুর্ক" শব্দের অর্থ?2
®____জাতির জনক
৬৪| "আনাতোলিয়া" কী?
®____তুরস্কের একটি মালভূমি বা প্রাচীন সভ্যতার কেন্দ্র
৬৫| "ভিক্টোরিয়া ক্রস" কী?
®____যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাপ
৬৬| "স্ফিংস" কী?
®____মিশরের পিরামিডের মূর্তি
৬৭| "বাল্টু" কী?
®____দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ আদিবাসীদের একত্রে বলা হয় বাল্টু
৬৮| "নিপ্পন"শব্দের অর্থ?
®____সূর্যের উৎস
৬৯| "ভাইরাস" শব্দের অর্থ কী?
®____বিষ
৭০| "ব্ল্যাক সেপ্টেম্বর"কী?
®____১৯৭০ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
৭১| "Water Aid" কী?
®____বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে এমন সংস্থা
৭২| "At arms leanth"phrase এর অর্থ?
®____নিরাপদ দূরত্ব
৭৩| "Cought on"phrase এর অর্থ?
®____আক্রান্ত হওয়া
৭৪| "নেপিয়ার" কী?
®____এক জাতীয় ঘাস
৭৫| "সোয়াম্প ফরেস্ট"কী?
®____স্বাদু পানির জলাবন(রাতারগুল)
৭৬| "শারম-আল-শেখ" কী?
®____মিশরের অবকাশ কেন্দ্রের নাম
৭৭| "স্টিংগার" কী?
®____বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
৭৮| "START-1 ও START-2" কী?
®____কৌশলগত অস্ত্র সীমিতকরণ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস করা
৭৯| "বলকান"শব্দের অর্থ কী?2
®____সারি পর্বত
৮০| "আরব বসন্ত" কী?
®____আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
৮১| "শেনজেন চুক্তি"কী?
®____ইউরোপীয় সদস্যভুক্ত দেশে অবাধ চলাচল চুক্তি
৮২| "র‍্যাফলেশিয়া"কী?
®____পৃথিবীর বৃহত্তম ফুল
৮৩| "কালো সোনা বা ব্ল্যাক গোল্ড"কী?
®____তেজস্ক্রিয় বালু
৮৪| "সাদা সোনা বা হোয়াইট গোল্ড"কী?
®____চিংড়ি
৮৫| "টাইডাল বন"কী?
®____জোয়ার-ভাটার বন
৮৬| "ম্যানগ্রোভ" কী?
®____লুনাপানি বা কাঁদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো শ্বাসগ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ।
৮৭| "জুমচাষ"কী?
®____স্থান পরিবর্তন করে চাষ
৮৮| "ইত্তেফাক"শব্দের অর্থ?
®____সম্প্রীতি
৮৯| "দারফুন" কী?
®____সুদানের একটি অঞ্চল
৯০| "ভেটো"শব্দের অর্থ?
®____আমি মানি না।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]