বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?

প্রশ্ন: বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
উঃ সুরাইয়া রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
উঃ স্যার এফ রহমান
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিচারপতি?
উঃ স্যার সৈয়দ আমির আলী
প্রশ্ন: প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
উঃ শরদিন্দু শেখর চাকমা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
উঃ বাংলার দূত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?
উঃ বি. এন. এস. পদ্মা
প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?
উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?
উঃ বনানী চৌধুরী
প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
উঃ ব্রজেন দাশ (৬ বার)
প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উঃ ফেরদৌস আরা বেগম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?
উঃ হোসনে আরা বেগম।
প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?
উঃ ইসমাত জাহান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?
উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?
উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন চালক কে?
উঃ সালমা খাতুন।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]