১. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি?
উত্তরঃ বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট।
২. কমপ্যাক্ট ডিস্ক কে আবিষ্কার করেছেন?
উত্তরঃ জেমস টি রাসেল।
৩. বিশ্ব কম্পিউটার কম্পিউটার সাক্ষরতা/Literacy Day দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।
৪. মনো এফএম ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৪৬ সালে।
৫. জাভা কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ জেমস এ গোসলিং।
৬. স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৬০ সালে।
৭. লংহর্নের কোড নাম ছিল?
উত্তরঃ উইন্ডোজ ভিস্তা।
৮. লাইভওয়্যার বলতে কী বোঝায়?
উত্তরঃ কম্পিউটার দিয়ে কাজ করা লোক বা মানুষ।
৯. ভারতের হিউম্যান-কম্পিউটার নামে পরিচিত কে?
উত্তরঃ শকুন্তলা দেবী।
১০. PAL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Phase Alternation by Line
১১. NSFNET প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
১২. কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার 2003 সালে সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন?
উত্তরঃ জে.এম. কোয়েটজি।
১৩. ‘ওয়েভিং দ্য ওয়েব’ লিখেছিলেন …..
উত্তরঃ টিম বার্নার্স লি।
১৪. বিটা টেস্ট কি?
উত্তরঃ বাণিজ্যিক প্রবর্তনের আগে একটি কম্পিউটার বা সফ্টওয়্যারগুলির Trial পরীক্ষা।
১৫. ‘Do no evil’ ….. কার ট্যাগ লাইন।
উত্তর: গুগল।
১৬. প্রশ্নঃ ARPANET বন্ধ হয় কবে?
উত্তরঃ ১৯৯০ সালে।
১৭. ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত প্রথম ভারতীয় সিনেমা হল …..
উত্তর: বিভা/Vivah
১৮. Rediff.com ….. কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: অজিথ বালাকৃষ্ণান এবং মণীশ আগরওয়াল
১৯. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
২০. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)।
২১. প্রশ্নঃ ISOC প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৯২ সালে।
২২. পিডিএফ/PDF এর এক্সটেনশন কি?
উত্তরঃ পোর্টেবল ডকুমেন্ট ফর্ম্যাট/Portable document format।
২৩. RDBMS এর পূর্ণ রুপ?
উত্তরঃ Relational Data Base Management System
২৪. ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায়ে ছিল কখন?
উত্তরঃ ১৯৬৯-১৯৮৩ সাল।
২৫. টিভি কেমন ধরনের যোগাযোগ ব্যবস্থা?
উত্তরঃ একমূখী যোগাযোগ ব্যবস্থা।
২৬. The Difference engine কার দ্বারা বিকশিত হয়েছিল?
উত্তরঃ Charles Babbage