প্রথম স্মার্ট ফোনটি কখন চালু হয়েছিল?

৫১. প্রথম স্মার্ট ফোনটি কখন চালু হয়েছিল?
উত্তর: 1992 (আইবিএম/IBM সাইমন)।
৫২. কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটারে?
উত্তরঃ ৫ম প্রজন্মের কম্পিউটারে।
৫৩. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
৫৪. রোবটের উপাদান কি?
উত্তরঃ Power System, Actuator, Sensor, Manipulation
৫৫. কতগুলি বিট/Bits একটি বাইট তৈরি করে?
উত্তরঃ 8 Bits.
৫৬. Google একটি Browser নাকি Search Engine?
উত্তরঃ Search Engine .
৫৭. প্রিন্টার কোন ধরণের ডিভাইস, আউটপুট নাকি ইনপুট ?
উত্তরঃ Output device.
৫৮. র‌্যামের পূর্ণ রূপ কী?
উত্তরঃ Random Access Memory.
৫৯. PCB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Printed Circuit Board.
৬০. খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা কারা ব্যবহার করতো?
উত্তরঃ মিশরীয়রা।
৬১. Facebook/ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ/Mark Zuckerberg..
৬২. কম্পিউটারের প্রথম প্রজন্মের মধ্যে কোন বৈদ্যুতিন উপাদান ব্যবহৃত হয়েছিল? উত্তরঃ Vaccum tubes/ভ্যাকুয়াম টিউব.
৬৩. কম্পিউটারে সমস্ত গাণিতিক এবং যৌক্তিক ফাংশন দ্বারা সম্পন্ন হয়?
উত্তরঃ Central Processing Unit.
৬৪. কে নেপোলিয়নের চিকিৎসক ছিলেন?
উত্তরঃ ডমিনিক জ্যা ল্যারি।
৬৫. ব্যক্তি পরিচয় মিথ্যা বলে আপনার কাছ থেকে গোপনীয় তথ্য গ্রহণের প্রচেষ্টা বলা হয়?
উত্তরঃ Phishing scams./ফাইজিং কেলেঙ্কারি।
67. Ms-Dos operating system/এমএস-ডস অপারেটিং সিস্টেমের প্রোগ্রামার কে ছিলেন?
উত্তরঃ Bill Gates/বিল গেটস।
৬৮. The first program that runs on a computer when computer boots up is?
উত্তরঃ Operating System.
69. বিদ্যুৎ বন্ধ থাকায় Cache and main memory তাদের বিষয়বস্তু / content হারিয়ে/lose হওয়ার কারন?
উত্তরঃ কারন তারা volatile তাই তথ্য বা কন্টেন্ট হারিয়ে ফেলে।
৭০. VIRUS/ভাইরাস এর সম্পূর্ণ রূপটি কি?
উত্তরঃ Virtual Information Resource Under Seize.
৭১. ইন্টারনেটে থেকে আপনার কম্পিউটারে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াটি বলা হয়?
উত্তরঃ Downloading.
৭২. আপনার কম্পিউটার থেকে ইন্টারনেটে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াটি বলা হয়? উত্তরঃ Uploading.
৭৩. UAV কত কি.মি. পর্যন্ত উড়তে সক্ষম?
উত্তরঃ ১০০ কি.মি. পর্যন্ত।
৭৪. MRP এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Manufacturing Resource Planning
৭৫. GPS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Global Positioning System
৭৬. ইন্টারনেটে পণ্য ও পরিষেবা কেনা বেচা বলা হয়?
উত্তরঃ ই-কমার্স।
৭৭. 1 কিলোবাইট কত বাইট সমান?
উত্তরঃ 1024 বাইট।
৭৮. কম্পিউটারের জনক কে বলা হয়?
উত্তরঃ চার্লস ব্যাবেজ.
৭৯. ব্যক্তি সনাক্তকরণে কি ব্যবহৃত হয়?
উত্তরঃ বায়োমেট্রিক পদ্ধতি
৮০. Bioinformatics শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ Paulien Hogeweg.
৮১. Bioinformatics এর জনক কে?
উত্তরঃ Margaret Oakley Dayhaff.
৮২. যিনি প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরটি তৈরি করেছিলেন তিনি কে ছিলেন?
উত্তরঃ ব্লেইজ প্যাস্কেল.
৮৩. আপনি যখন কোনও পণ্য মোবাইল ফোন ব্যবহার করে কিনেন, তখন এই লেনদেনকে বলা হয়?
উত্তরঃ M-Commerce./এম-কমার্স।
৮৪. কীবোর্ড, মাউস, জয়স্টিক এগুলো কোন ধরনের ডিভাইসের উদাহরণ?
উত্তরঃ ইনপুট ডিভাইস.
৮৫. একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটারকে দেওয়া ঠিকানা কী বলা হয়? উত্তরঃ আইপি ঠিকানা.
৮৬. এক সেট পূর্নাঙ্গ জীনকে কি বলা হয়?
উত্তরঃ জিনোম
৮৭. Genetic Engineering শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ Jack Williamson l
৮৮. রিকম্বিনান্ট ডিএনএ কে তৈরি করেন?
উত্তরঃ Paul Berg(1972)
৮৯. সফটওয়্যারটির নাম কী যা আমাদের ওয়েব পৃষ্ঠাগুলি ব্রাউজ করার অনুমতি দেয়? উত্তরঃ ব্রাউজার।
৯০. Oracle Corporation/ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ Lawrence J. Ellison/লরেন্স জে এলিসন।
৯১. GMO এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Genetically Modified Organism.
৯২. অনুর গঠন দেখা যায় কিসের মাধ্যমে?
উত্তরঃ স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে।
৯৩. CDROM Drive/সিডিআরএম ড্রাইভে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
উত্তরঃ অপটিক্যাল।
৯৪. একটি প্রোগ্রাম যা একটি উচ্চ স্তরের ভাষাকে মেশিন স্তরের ভাষাতে অনুবাদ করে?
উত্তরঃ কম্পাইলার।
৯৫. সফ্টওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াটি বলা হয়?
উত্তরঃ ডিবাগ।
৯৬. কোন নির্দিষ্ট বিধি এবং নিয়মনীতি রয়েছে যা একটি অ্যালগোরিদমের যৌক্তিক পদক্ষেপগুলি প্রকাশ করে?
উত্তরঃ Syntax.
৯৭. একটি অ্যাপ্লিকেশন থেকে অনুলিপি/copied করা ডেটা সংরক্ষণ করা হয়? উত্তরঃ ক্লিপবোর্ড।
৯৮. কোন ডিভাইসটি ডেটা এবং প্রোগ্রামগুলির মধ্যে পার্থক্য বুঝতে পারে?
উত্তরঃ মাইক্রোপ্রসেসর।
৯৯. সার্ভারগুলি এমন কম্পিউটার হয় যা একটি সাথে সংযুক্ত অন্যান্য কম্পিউটারগুলিকে সংস্থান দেয়?
উত্তরঃ Network.
১০০. ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি কি?
উত্তরঃ Screen Magnification / Screen Reading Software
১০১. যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান কয়টি?
উত্তরঃ ৫টি।
১০২. ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয়?
উত্তরঃ Bandwidth
১০৩. Bandwidth মাপা হয় কোন এককে?
উত্তরঃ bps এ

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]