কোন সংস্থা প্রথমে জাভা প্রোগ্রামিং ভাষার বিকাশ করেছিল?

২০১. AMOLED পূর্ণ রূপ কী?
উত্তরঃ Active-matrix organic light – emitting diode
২০২. OLED পূর্ণ রূপ কী?
উত্তরঃ Organic Light Emitting Diode
২০৩. কোন সংস্থা প্রথমে জাভা প্রোগ্রামিং ভাষার বিকাশ করেছিল?
উত্তরঃ Sun Microsystems
২০৪. ভারতীয় বিজ্ঞানীরা কোন সুপার কম্পিউটারের বিকাশ করেছেন?
উত্তরঃ Param
২০৫. কীবোর্ডের কোন কী স্লাইড শো দেখতে ব্যবহৃত হয়?
উত্তরঃ F5
২০৬. রিফ্রেশের শর্টকাট কী কোনটি?
উত্তরঃ F5
২০৭. ফাইল / ফোল্ডারের কী পরিবর্তন করতে F2 কী ব্যবহার করা হয়?
উত্তরঃ Name
২০৮. ‘ctrl’ and ‘shift’ কোন ধরনের কী?
উত্তরঃ Modifier
২০৯. প্রোগ্রাম বা ফাইলগুলি স্থায়ীভাবে মুছতে কোন কী ব্যবহার করা হয়?
উত্তরঃ Shift + Del
২১০. কী F4 এর কাজটি হল?
উত্তরঃ Repeat last function/শেষ ফাংশনের পুনরাবৃত্তি
২১১. মাইক্রোসফ্ট ওয়ার্ড/Microsoft Word হল একটি?
উত্তরঃ application software
২১২. এক্সেল ডাটাবেসের জন্য অন্য নাম ব্যবহার করে। এটা কে বলে?
উত্তরঃ List
২১৩. এমএস পাওয়ার পয়েন্টে সর্বাধিক জুম/ zoom কত শতাংশ?
উত্তরঃ 400%
২১৪. একটি এক্সেল ওয়ার্কবুক কি সংগ্রহ করে?
উত্তরঃ worksheets & charts
২১৫. কোনটি স্প্রেডশিট প্যাকেজের উদাহরণ?
উত্তরঃ Unify
২১৬. ওয়েব ব্রাউজার একটি কিসের উদাহরণ?
উত্তরঃ User agent
২১৭. প্রতিটি ওয়েব পৃষ্ঠায় একটি ইউনিক নামে গঠিত হয়, তাকে কি বলে?
উত্তরঃ URL
২১৮. [email protected] এই ই-মেইল ঠিকানায়, “abc” দ্বারা কি বুঝানো হয়?
উত্তরঃ user name
২১৯. সফ্টওয়্যার যা ব্যবহারকারীদের ওয়েবপেইজ দেখার অনুমতি দেয় সেটিকে বলা হয়?
উত্তরঃ Internet Browser.
২২০. ডিইরেক্ট অ্যাক্সেস স্টোরেজ ডিভাইস হিসাবে উল্লেখ করা হয়?
উত্তরঃ DASD
২২১. কোনটি সেকেন্ডারি মেমরি ডিভাইস?
উত্তরঃ floppy disk
২২২. কার্সার চলাচল নিয়ন্ত্রণ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়?
উত্তরঃ Joystick
২২৩. একটি হালকা সংবেদনশীল ডিভাইস যা অঙ্কন, মুদ্রিত পাঠ্য বা অন্যান্য চিত্রগুলিকে ডিজিটাল আকারে রূপান্তর করে?
উত্তরঃ scanner
২২৪. ডেটা বা প্রোগ্রাম যেখানে যায় সে স্থান কি হিসাবে পরিচিত হয়?
উত্তরঃ CPU
২২৫. কম্পিউটার সিস্টেমে কোন ডিভাইসটি কীবোর্ডের opposite থাকে?
উত্তরঃ Printer
২২৬. আউটপুট/output কি?
উত্তরঃ প্রসেসর ব্যবহারকারীকে যা দেয়।
২২৭. ইউনিট Kips কিসের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়?
উত্তরঃ Processor
২২৮. কোন ডিভাইস ডেটা এবং প্রোগ্রামগুলির মধ্যে পার্থক্য বুঝতে পারে?
উত্তরঃ Microprocessor
২২৯. Hard Disks and Diskettes হলো?
উত্তরঃ Direct Access Storage Devices
২৩০. 4GL (চতুর্থ প্রজন্মের ভাষা) হল?
উত্তরঃ procedural language
২৩১. সরলতম গণনা পদ্ধতি কি?
উত্তরঃ বাইনারী পদ্ধতি
২৩২. “O” এর লজিক লেভেল কত?
উত্তরঃ 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত
২৩৩. “1” এর লজিক লেভেল কত?
উত্তরঃ +2 Volt থেকে +5 Volt পর্যন্ত
২৩৪. Digital Device কাজ করে কিভাবে?
উত্তরঃ Binary মোডে
২৩৫. বাইনারি কোডিং এবং বাইনারি কোডেড দশমিকের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ Binary coding is pure binary.
২৩৬. BCD Code এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Binary Coded Decimal Code
২৩৭. ASCII পূর্ণরুপ কি?
উত্তরঃ American Standard Code for Information Interchange
২৩৮. ASCII উদ্ভাবন করেন কে?
উত্তরঃ রবার্ট বিমার (১৯৬৫)
২৩৯. ASCII কোডে বিট সংখ্যা কয়টি?
উত্তরঃ ৭টি
২৪০. EBCDIC পূর্ণরুপ কি?
উত্তরঃ Extended Binary Coded Decimal Information Code
২৪১. Unicode উদ্ভাবন করে কে?
উত্তরঃ Apple and Xerox Corporation (1991)
২৪২. Unicode বিট সংখ্যা কত?
উত্তরঃ 2 Byte
২৪৩. Unicode এর ১ম 256 টি কোড কিসের অনুরুপ?
উত্তরঃ ASCII কোডের অনুরুপ
২৪৪. Unicode এর চিহ্নিত চিহ্ন কয়টি?
উত্তরঃ ৬৫,৫৩৬টি (2^10)
২৪৫. ASCII এর বিট সংখ্যা কত?
উত্তরঃ 1 Byte
২৪৬. ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং ফটো-সম্পাদনা হলো?
উত্তরঃ application software

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]