কম্পিউটার ডেটা প্রক্রিয়া করতে কোন ভাষা ব্যবহার করে?

২৬৭. সিপিইউ এবং মেমরিটি অবস্থিত?
উত্তরঃ motherboard এ।
২৬৮. একে কম্পিউটারের মস্তিষ্কও বলা হয়, তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে কোনটি?
উত্তরঃ Central Processing Unit (CPU)
২৬৭. এটি প্রায় এক বিলিয়ন বাইট=?
উত্তরঃ Gigabyte
২৬৮. কম্পিউটার ডেটা প্রক্রিয়া করতে কোন ভাষা ব্যবহার করে?
উত্তরঃ Binary
২৬৯. কম্পিউটারগুলি ডেটা সংগ্রহ করে, যার অর্থ তারা ব্যবহারকারীদের অনুমতি দেয়:
উত্তরঃ input data
২৭০. কম্পিউটার যেভাবে তথ্যগুলিতে ডেটা ম্যানিপুলেট করে তার নাম বলা হয়?
উত্তরঃ Processing
২৭১. মেমরির ক্ষমতাটি পরিমাপ করা হয়:
উত্তরঃ megabyte দ্বারা।
২৭২. বুলিয়ান যোগকে কি বলে?
উত্তরঃ Logical Addition
২৭৩. Dual Principle মেনে চলে কোনটি?
উত্তরঃ “and” ও “OR”
২৭৪. Digital Electronic Circuit কি?
উত্তরঃ Logic Gate
২৭৫. মৌলিক Logic Gate কয়টি?
উত্তরঃ ৩টি (OR, AND, NOT)
২৭৬. সার্বজনীন গেইট কয়টি?
উত্তরঃ ২টি (NAND,NOR)
২৭৭. বিশেষ গেইট কোনটি?
উত্তরঃ X-OR,X-NOR
২৭৮. ভিএক্সডি এক্সটেনশনযুক্ত(VXD extension) ফাইলগুলি উপস্থাপন বা represent করে?
উত্তরঃ device drivers
২৭৯. কম্পিউটার হার্ডওয়্যার তত্ত্বের উন্নতি সংক্ষিপ্তসারিত হয় কোন আইন দ্বারা?
উত্তরঃ Moore’s First Law
২৮০. Wifi এর দ্রুততম সংস্করণ কোনটি?
উত্তরঃ IE
২৮১. MODEM এ কি থাকে?
উত্তরঃ Modulator + Demodulator
২৮২. UNIX কি?
উত্তরঃ Operating System
২৮৩. ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা কত?
উত্তরঃ ১০০%
২৮৪. IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার কোনটি?
উত্তরঃ IBM360
২৮৯. ALGOL এর উদ্ভাবন ঘটে কবে?
উত্তরঃ ১৯৫৮ সালে
২৯০. Fortran তৈরি করেন কে?
উত্তরঃ জন বাকাস (১৯৫০)
২৯১. Python তৈরি করেন কে?
উত্তরঃ গুইডো ভ্যান রোসাম (১৯৯১)
২৯২. 4G এর ভাষা কি?
উত্তরঃ Intellect,SQL
২৯৩. Pseudo Code কি?
উত্তরঃ ছদ্ম কোড
২৯৪. Visual Programming কেমন?
উত্তরঃ Event Driven
২৯৫. Turbo C তৈরি করে কে?
উত্তরঃ Borland Company
২৯৬. HTML আবিষ্কার করেন কে?
উত্তরঃ টিম বার্নার লী (১৯৯০)
২৯৭. HTML পূর্ণ রূপ কী?
উত্তরঃ HYPER TEXT MARKUP LANGUAGE
২৯৮. ওয়েব ডিজাইনের মূল কাজ কি?
উত্তরঃ টেমপ্লেট তৈরি করা
২৯৯.. প্রোগ্রামিংয়ের ভাষা কয় স্তর বিশিষ্ট?
উত্তরঃ ৫স্তর বিশিষ্ট ১। Machine Language(1G)-1945 ২। Assembly Language(2G)-1950 ৩। High Level Language(3G)-1960 ৪। Very High Level Language(4G)-1970 ৫। Natural Language(5G)-1980
৩০০. LAN সীমাবদ্ধতা কত?
উত্তরঃ ১০ কিলোমিটারের মধ্যে

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]