কম্পিউটার প্রযুক্তিতে “ISO” কী বোঝায়?


৩০১. PAN এর ধারণা দেন কে?
উত্তরঃ থমাস জিমারম্যান
৩০২. WAN এর কাজ সাধারণত জড়িত?
উত্তরঃ Satellite, Frame delay, ATM এগুলোর সাথে।
৩০৩. LAN কার্ডের অন্য নাম কী?
উত্তরঃ NIC
৩০৪. IPv6 এ আইপি ঠিকানার আকার?
উত্তরঃ 128 bits
৩০৫. SMTP defines–?
উত্তরঃ message transport
৩০৬. Pretty good privacy (PGP) কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ email security
৩০৭. ক্রিপ্টানালাইসিস ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ to find some insecurity in a cryptographic scheme
৩০৮. ব্লুটুথ/Bluetooth ব্যবহার করে?
উত্তরঃ frequency hopping spread spectrum
৩০৯. অটোনগোটিয়েশন/autonegotiation কী?

উত্তরঃ a procedure by which two connected devices choose common transmission parameters
৩১০. একটি সিরিয়াল ইন্টারফেস ডেটা যোগাযোগে কোন কার্য সম্পাদন করে?
উত্তরঃ Converts parallel data into a stream of bits
৩১১. ল্যানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী?
উত্তরঃ application independent interfaces
৩১২. অ্যালগরিদমের কার্যকারিতা নির্ধারণ করার সময় সময় ফ্যাক্টর দ্বারা পরিমাপ করা হয়?
উত্তরঃ Counting the number of key operations
৩১৩. HOSTS ফাইলে সর্বাধিক সংখ্যক এন্ট্রি কত?
উত্তরঃ Unlimited
৩১৪. SQL ডাটাবেস থেকে কোনও সারণী বা সূচি অপসারণ করতে কোন আদেশ ব্যবহার করা হয়?
উত্তরঃ DROP TABLE
৩১৫. “docx” দ্বারা কি বুঝায়?
উত্তরঃ Document extended
৩১৬. “আইপি””IP” এর সঠিক অপশনটি কী?
উত্তরঃ Internet Protocol
৩১৭. “ওয়াই-ফাই”/”Wi-Fi” এর সম্পূর্ণ ফর্মটি কী?
উত্তরঃ Wireless Fidelity
৩১৮. “ম্যাক”/MAC এর সঠিক অপশনটি কোনটি?
উত্তরঃ Media Access Control
৩১৯. VLSI এর সম্পূর্ণ ফর্মটি কী?
উত্তরঃ Very Large Scale Integrated
৩২০. “CD” এর সঠিক অপশনটি কোনটি?
উত্তরঃ Compact Disk
৩২১. কম্পিউটার প্রযুক্তিতে “ISO” কী বোঝায়?
উত্তরঃ Open System Interconnection
৩২২. “ISP” এর সঠিক অপশনটি কোনটি?
উত্তরঃ Internet Service Provider
৩২৩. “HTTP” এর সঠিক অপশনটি কোনটি?
উত্তরঃ Hyper Text Transfer Protocol
৩২৪.”SOAP” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Simple Object Access Protocol
৩২৫. “CRT” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Cathode Ray Tube
৩২৬. “PDF” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Portable Document Format
৩২৭. “IC” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Integrated Circuit
৩২৮. “PHP” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Hypertext Preprocessor
৩২৯. “CSS” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Cascading Style Sheets
৩৩০. “SAP” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Service Access Point
৩৩১. “USB” এর সঠিক অপশনটি কী?
উত্তরঃ Universal Serial Bus
৩৩২. “PNG” এর সঠিক অপশনটি কী?
উত্তরঃ Portable Network Graphics
৩৩৩. COMPUTER এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Commonly Operated Machine Particularly Used for Technical Education and Research.
৩৩৪. BPS এর সঠিক অপশনটি কী?
উত্তরঃ Bits Per Second
৩৩৫. BASIC এর সঠিক অপশনটি কী?
উত্তরঃ Beginners All Purpose Symbolic Instruction Codes
৩৩৬. ASCII stands for–?
উত্তরঃ American Standard Code for Information Interchange
৩৩৭. ARP stands for–?
উত্তরঃ Address resolution protocol
৩৩৮. XML এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Extensible Markup Language
৩৩৯. SQL এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Structured Query Langauge
৩৩০. TCP এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Transmission Control Protocol
৩৪১. UDP এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ User Datagram Protocol
৩৪২. ডেটা শ্রেণিবিন্যাসের ascending order হল:
উত্তরঃ Bit – Bytes – Field – Record – File – Database
৩৪৩. “কম্পিউটার” শব্দটি সাধারণত কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট এবং—?
উত্তরঃ Internal Memory
৩৪৪. একটি কম্পিউটার কোথায় ডেটা যুক্ত এবং তুলনা করে?
উত্তরঃ CPU Chip
৩৪৫. নিম্নলিখিতগুলির মধ্যে একটি কম্পিউটার কোড:EPROM, FAT, EBCDIC?
উত্তরঃ EBCDIC
৩৪৬. নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি শুধুমাত্র আউটপুট ডিভাইস নিয়ে গঠিত?
উত্তরঃ Plotter, Printer, Monitor
৩৪৭. একটি হাইব্রিড কম্পিউটার এর বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে?
উত্তরঃ Both analog and digital computer
৩৪৮. সমস্ত বাইনারি সংখ্যার প্রতিনিধিত্বকারী সংখ্যাগুলি কী?
উত্তরঃ 0 and 1
৩৪৯. এক কিলোবাইট সমান কত বাইট?
উত্তরঃ 1024 bytes
৩৫০. ব্যান্ডউইথ দ্বারা কি বোঝায়?
উত্তরঃ একটি যোগাযোগ মাধ্যম নির্দিষ্ট সময়ে কি পরিমান ডাটা স্থানান্তর করতে পারে তা বোঝায় ।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]