২৫)সূরা শামস
সুরা শামস
সূরা শামস আরবিঃ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
وَلَا يَخَافُ عُقْبَٰهَا
সূরা শামস বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
১) ওয়াশ শামছি ওয়াদু হা-হা-।
২) ওয়াল কামারি ইযা-তালা-হা-।
৩) ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা-।
৪) ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-হা-।
৫) ওয়াছ ছামাই ওয়ামা-বানা-হা-।
৬) ওয়াল আরদিওয়ামা-তাহা-হা-।
৭) ওয়া নাফছিওঁ ওয়া মা-ছাওওয়া-হা-।
৮) ফাআলহামাহা-ফুজূরাহা-ওয়া তাকওয়া-হা-।
৯) কাদ আফলাহা মান ঝাক্কা-হা-।
১০) ওয়া কাদ খা-বা মান দাছ ছা-হা-।
১১) কাযযাবাত ছামূদুবিতাগওয়া-হা।
১২) ইযিম বা‘আছা আশকা-হা-।
১৩) ফাকা-লা লাহুম রাছূলুল্লা-হি না-কাতাল্লা-হি ওয়া ছুকইয়া-হা-।
১৪) ফাকাযযাবূহু ফা‘আকারূহা- ফাদামদামা ‘আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাছাওওয়াহা-।
১৫) ওয়ালা-ইয়াখা-ফু‘উকবা-হা
সুরা শামস বাংলা অর্থ:
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
১) শপথ সূর্যের ও তার কিরণের,
২) শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
৩) শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
৪) শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
৫) শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
৬) শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
৭) শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
৮) অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
৯) যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
১০) এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
১১) সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
১২) যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
১৩) অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
১৪) অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
১৫) আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
সূরা শামস ইংরেজি উচ্চারণঃ
Bismillah Hir Rahman Nir Raheem
1.Wash shamsi wa duhaa haa
2.Walqamari itha talaha
3.Wannahari itha jallaha
4.Wallaili izaa yaghshaa haa
5.Wassamaaa’i wa maa banaahaa
6.Wal-ardi wama tahaha
7.Wanafsin wama sawwaha
8.Faalhamaha fujooraha wataqwaha
9.Qad aflaha man zakkaha
10.Wa qad khaaba man dassaahaa
11.Kazzabat Samoodu bi taghwaahaaa
12.Izim ba’asa ashqaahaa
13.Faqaala lahum Rasoolul laahi naaqatal laahi wa suqiyaahaa
14.Fakazzaboohu fa’aqaroohaa fadamdama ‘alaihim Rabbuhum bizambihim fasaw waahaa
15.Wa laa yakhaafu’uqbaahaa
সূরা শামস ইংরেজি অর্থ:
In the name of Allah, The Most Gracious and The Most Merciful
1.By the sun and its brightness
2.And [by] the moon when it follows it
3.And [by] the day when it displays it
4.And [by] the night when it covers it
5.And [by] the sky and He who constructed it
6.And [by] the earth and He who spread it
7.And [by] the soul and He who proportioned it
8.And inspired it [with discernment of] its wickedness and its righteousness,
9.He has succeeded who purifies it,
10.And he has failed who instills it [with corruption].
11.Thamud denied [their prophet] by reason of their transgression,
12.When the most wretched of them was sent forth.
13.And the messenger of Allah [Salih] said to them, “[Do not harm] the she-camel of Allah or [prevent her from] her drink.”
14.But they denied him and hamstrung her. So their Lord brought down upon them destruction for their sin and made it equal [upon all of them].
15.And He does not fear the consequence thereof.
আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কিন্তু কুরআন তেলাওয়াত ছাড়া সালাত আদায় করা সম্ভব নয়। অর্থাৎ নামাজ আদায় করার জন্য আমাদেরকে অবশ্যই কুরআনের কিছু প্রয়োজনীয় ছুটো সূরা জানতে হবে। তাই নামাজের প্রয়োজনীয় সুরা বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে সহজেই মুখস্ত করতে পারেন।