দোয়া ও যিকির ( Dua and Zikir ) –ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত দোয়া ও যিকির সমূহ নতুন কাপড় পরিধানের দোয়া

দোয়া ও যিকির
দোয়া ও যিকির ( Dua and Zikir ) – ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত দোয়া ও যিকির সমূহ
সকল দোআ ও যিকির অর্থসহ অনুবাদ উচ্চারণ সহ হিসনুল মুসলিম zikir dua দো‘আ মোনাজাত হাত তুলে সালাত নামাজ
ঘুম থেকে জেগে দোয়া ও যিকির
ঘুম থেকে জেগে দোয়া ও যিকির – ১
আরবি :

أَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

অনুবাদ :
সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান

উচ্চারণ :
আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর



ঘুম থেকে জেগে দোয়া ও যিকির – ২
আরবি :


لَا إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيْمِ، رَبِّ اغْفِرْ لِيْ

অনুবাদ :
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব বা সত্য ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন

উচ্চারণ :
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহূ লা- শারীকালাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রাব্বিগফির লী




কাপড় পরিধানের দোয়া
কাপড় পরিধানের দোয়া
আরবি :

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِيْ هٰذَا (الثَّوْبَ) وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةٍ

অনুবাদ :
সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য; যিনি আমাকে এ (কাপড়)টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন

উচ্চারণ :
আল্‌হামদু লিল্লা-হিল্লাযী কাসানী হা-যা (আসসাওবা) ওয়া রযাকানীহি মিন্ গইরি হাওলিম মিন্নী ওয়ালা কুওওয়াতিন



নতুন কাপড় পরিধানের দোয়া
নতুন কাপড় পরিধানের দোয়া
আরবি :

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

অনুবাদ :
হে আল্লাহ্! আপনারই জন্য সকল হাম্‌দ-প্রশংসা। আপনিই এটি আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি। আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই

উচ্চারণ :
আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খইরিহি ওয়া খইরি মা সুনি‘আ লাহু। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনি‘আ লাহু



কাপড় খুলে রাখার সময় দোয়া
কাপড় খুলে রাখার সময় দোয়া
আরবি :

بِسْمِ اللّٰهِ

অনুবাদ :
আল্লাহ্‌র নামে (কাপড় খুলে রাখলাম)

উচ্চারণ :
বিসমিল্লাহ



শৌচালয় বা পায়খানায় প্রবেশের দোয়া
শৌচালয় বা পায়খানায় প্রবেশের দোয়া
আরবি :

بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

অনুবাদ :
আল্লাহ্‌র নামে , হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন ও নারী জিন থেকে আশ্রয় চাই

উচ্চারণ :
বিসমিল্লাহি , আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুব্‌সি ওয়াল খাবা-ইসি



শৌচালয় বা পায়খানা থেকে বের হওয়ার দোয়া
শৌচালয় বা পায়খানা থেকে বের হওয়ার দোয়া
আরবি :

غُفْرَانَكَ

অনুবাদ :
আমি আপনার (আল্লাহর) কাছে ক্ষমাপ্রার্থী।

উচ্চারণ :
গুফরা-নাকা



ওযুর আগে দোয়া
ওযুর আগে দোয়া
আরবি :

بِسْمِ اللّٰهِ

অনুবাদ :
আল্লাহ্‌র নামে ( ওযু শুরু করলাম )

উচ্চারণ :
বিসমিল্লাহ



ওযু শেষ করার পর দোয়া
ওযু শেষ করার পর দোয়া
আরবি :

أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

অনুবাদ :
আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব বা সত্য ইলাহ নেই, তাঁর কোনো শরীক বা অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল

উচ্চারণ :
আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ



বাড়ি থেকে বের হওয়ার সময়ের দোয়া
বাড়ি থেকে বের হওয়ার সময়ের দোয়া
আরবি :

بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ

অনুবাদ :
আল্লাহ্‌র নামে (বাড়ি থেকে বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই

উচ্চারণ :
বিসমিল্লাহি, তাওয়াককালতু ‘আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ



বাড়িতে প্রবেশের সময়ের দোয়া
বাড়িতে প্রবেশের সময়ের দোয়া
আরবি :

بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا

অনুবাদ :
আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ (বাড়িতে) করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম (বাড়ি থেকে) এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম

উচ্চারণ :
বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিস্‌মিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা

[ অতঃপর ঘরের লোকজনকে সালাম দিবে । যদি ঘরে বা বাড়িতে কেউ না থাকে তাহলেও সালাম দিয়েই ঢুকবে .]



মসজিদে প্রবেশের সময়ের দোয়া
মসজিদে প্রবেশের সময়ের দোয়া
[যখন তুমি মসজিদে প্রবেশ করবে, তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে বের হবে .]

আরবি :

اَللّٰهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

অনুবাদ :
হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

উচ্চারণ :
আল্লা-হুম্মাফ্‌তাহ লী আবওয়া-বা রাহ্‌মাতিকা



মসজিদে থেকে বের হওয়ার সময়ের দোয়া
মসজিদে থেকে বের হওয়ার সময়ের দোয়া
[যখন তুমি মসজিদে প্রবেশ করবে, তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে বের হবে .]

আরবি :

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

অনুবাদ :
হে আল্লাহ! আপনি আমার গুনাসমূহ মাফ করে দিন বা আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি

উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিকা



আযানের জবাব বা উত্তর
আযানের জবাব বা উত্তর
[ আজানের জবাব বা উত্তর দেয়ার নিয়ম হলো, মুয়াজ্জিন যা যা বলবে , আপনিও ঠিক ঠিক তাই তাই বলবেন , শুধুমাত্র “হাইয়্যা ‘আলাস্‌সালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ’” , এই দুই বাক্যের সময় বলবেন “লা-হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লা-হ” ]

তাহলে মুয়াজ্জিন “হাইয়্যা ‘আলাস্‌সালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ’” বলার পরে আপনি বলবেন :

আরবি :
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللّٰهِ

অনুবাদ :
একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই ।

উচ্চারণ :
লা-হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লা-হ



আযানের শেষে যে দোয়া বলবে
আযানের শেষে যে দোয়া বলবে
[ আযান শেষে তিনটি দোয়া বা যিকির পড়তে হয় , এগুলো পর্যায়ক্রমে নিচে নাম্বারিং করে দেওয়া হলো । নাম্বারিং করার কারণ হলো , কমপক্ষে ২ নাম্বার দোয়া বা যিকিরটা (আল্লা-হুম্মা রববা হা-যিহিদ্…) সবাই মুখস্থ করবে ও নিয়মিত আযান শেষে পড়বে । ]

১) প্রথমে দুরুদে ইব্রাহীম পড়বে
আরবি :
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

অনুবাদ :
হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত

উচ্চারণ :
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ



২) এরপর “আল্লা-হুম্মা রববা হা-যিহিদ্…” এই দোয়াটি পড়বে
আরবি :
اَللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُوْدًا الَّذِيْ وَعَدتَّهُ

অনুবাদ :
হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব্ব! মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে ওসীলা তথা জান্নাতের একটি স্তর এবং ফযীলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর তাঁকে মাকামে মাহমূদে (প্রশংসিত স্থানে) পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।

উচ্চারণ :
আল্লা-হুম্মা রববা হা-যিহিদ্ দা‘ওয়াতিত্ তা-ম্মাতি ওয়াস সালা-তিল ক্বা-’ইমাতি আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদীলাতা ওয়াব্‘আছহু মাক্বা-মাম মাহমূদানিল্লাযী ওয়া‘আদতাহ



৩) এরপর “আশ্‌হাদু আল্লা ইলা-হা…” এই দোয়াটি পড়বে
আরবি :
أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيْتُ بِاللّٰهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِيْنًا

অনুবাদ :
আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব বা সত্য ইলাহ নেই, তাঁর কোনো শরীক বা অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দাহ ও রাসূল। আমি আল্লাহকে রব্ব, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে রাসূল এবং ইসলামকে দীন হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট।

উচ্চারণ :
আশ্‌হাদু আল্লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহু, রাদীতু বিল্লা-হি রব্‌বান, ওয়া বিমুহাম্মাদিন রাসূলান, ওয়া বিলইসলা-মি দীনান



ইকামতের জবাব বা উত্তর
ইকামতের জবাব বা উত্তর

[ আজানের জবাব বা উত্তর এর মতোই একইভাবে , ইকামতেও যা যা বলবে , আপনিও ঠিক তাই তাই বলবেন , শুধুমাত্র “হাইয়্যা ‘আলাস্‌সালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ’” , এই দুই বাক্যের সময় বলবেন “লা-হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লা-হ” । এটির আরবি , অনুবাদ ও উচ্চারণ উপরের “আযানের জবাব বা উত্তর” সেকশন থেকে দেখে নিন । ]

সালাতের শুরুতে দোয়া
সালাতের শুরুতে দোয়া
[ প্রসঙ্গত উল্লেখ থাকে যে , “আল্লাহু আকবার” তাকবীর দেওয়ার পরে এই দোয়া পড়বে , তবে “আল্লাহু আকবার” এর আগে অন্য কোন নিয়্যাত (নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা..) বা দোয়া পড়তে হবে না । সরাসরি “আল্লাহু আকবার” বলবে । ]

আরবি :
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلٰهَ غَيْرُكَ

অনুবাদ :
হে আল্লাহ! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ। আর আপনি ব্যতীত অন্য কোনো হক্ব বা সত্য ইলাহ্‌ নেই।

উচ্চারণ :
সুবহা-নাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তা‘আ-লা জাদ্দুকা ওয়া লা- ইলা-হা গাইরুকা



সালাতের শুরুতে দোয়া
সালাতের শুরুতে দোয়া
[ প্রসঙ্গত উল্লেখ থাকে যে , “আল্লাহু আকবার” তাকবীর দেওয়ার পরে এই দোয়া পড়বে , তবে “আল্লাহু আকবার” এর আগে অন্য কোন নিয়্যাত (নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা..) বা দোয়া পড়তে হবে না । সরাসরি “আল্লাহু আকবার” বলবে । ]

আরবি :
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلٰهَ غَيْرُكَ

অনুবাদ :
হে আল্লাহ! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ। আর আপনি ব্যতীত অন্য কোনো হক্ব বা সত্য ইলাহ্‌ নেই।

উচ্চারণ :
সুবহা-নাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তা‘আ-লা জাদ্দুকা ওয়া লা- ইলা-হা গাইরুকা



রুকূতে গিয়ে দোয়া
রুকূতে গিয়ে দোয়া
[ সর্বনিম্ন তিনবার বলবে , তবে এর বেশি যত ইচ্ছা ততোবার বলতে পারে । বেশি বললে , বিজোড় সংখ্যক বা গুনে গুনে বলার প্রয়োজন নাই । যত ইচ্ছা ততোবার বলতে পারে । ]

আরবি :
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

অনুবাদ :
আমার মহান রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি

উচ্চারণ :
সুবহা-না রব্বিয়াল ‘আযীম



রুকু থেকে উঠার দোয়া
রুকু থেকে উঠার দোয়া – ১
আরবি :

سَمِعَ اللّٰهُ لِمَنْ حَمِدَهُ

অনুবাদ :
যে আল্লাহর হামদ-প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন (কবুল করুন)
উচ্চারণ :
সামি‘আল্লা-হু লিমান হামিদাহ



রুকু থেকে উঠার দোয়া – ২
আরবি :
اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْد

অনুবাদ :
যে আল্লাহর হামদ-প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন (কবুল করুন)
উচ্চারণ :
আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ।



কুনুতে রাতিবা বা বিত্‌রের কুনুতের দোয়া
কুনুতে রাতিবা বা বিত্‌রের কুনুতের দোয়া
আরবি :

اَللّٰهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَ، وَقِنِيْ شَرَّ مَا قَضَيْتَ

অনুবাদ :
হে আল্লাহ! আপনি যাদেরকে হেদায়াত করেছেন তাদের মধ্যে আমাকেও হেদায়াত দিন, আপনি যাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দিন, আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন, তাদের মধ্যে আমার অভিভাবকত্বও গ্রহণ করুন, আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন। আপনি যা ফয়সালা করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন।
উচ্চারণ :
আল্লা-হুম্মাহদিনী ফীমান হাদাইতা ওয়া ‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা ওয়াবা-রিক লী ফীমা আ‘ত্বাইতা ওয়াক্বিনী শাররা মা ক্বাদাইতা
আরবি :

فَإِنَّكَ تَقْضِيْ وَلاَ يُقْضٰى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، (وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ) تَبَارَكْتَ رَبَّنا وَتَعَالَيْتَ

অনুবাদ :
কারণ আপনিই চুড়ান্ত ফয়সালা দেন, আপনার বিপরীতে ফয়সালা দেওয়া হয় না। আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন সে অবশ্যই অপমানিত হয় না [এবং আপনি যার সাথে শত্রুতা করেছেন সে সম্মানিত হয় না] আপনি বরকতপূর্ণ হে আমাদের রব্ব! আর আপনি সুউচ্চ-সুমহান
উচ্চারণ :
ফাইন্নাকা তাক্ব‌দ্বী ওয়ালা ইউক্ব্‌দ্বা ‘আলাইকা। ইন্নাহু লা ইয়াযিল্লু মাও ওয়া-লাইতা, [ওয়ালা ইয়া‘ইয্যু মান ‘আ-দাইতা] তাবা-রক্‌তা রব্বানা ওয়া তা‘আ-লাইতা



সিজদার গিয়ে দোয়া
সিজদার গিয়ে দোয়া
[ সর্বনিম্ন তিনবার বলবে , তবে এর বেশি যত ইচ্ছা ততোবার বলতে পারে । বেশি বললে , বিজোড় সংখ্যক বা গুনে গুনে বলার প্রয়োজন নাই । যত ইচ্ছা ততোবার বলতে পারে । ]

আরবি :
سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى

অনুবাদ :
আমার রব্বের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে।

উচ্চারণ :
সুবহা-না রব্বিয়াল আ‘লা



লাইলাতুল ক্বদরে বা সিজদায় গিয়ে দোয়া
লাইলাতুল ক্বদরে বা সিজদায় গিয়ে দোয়া
আরবি :
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

অনুবাদ :
হে আল্লাহ, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে ভালবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন।
উচ্চারণ :
আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্ তুহিব্বুল ‘আফ্ওয়া ফা‘অ্ফু ‘আন্নী।



দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া
দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া- ১
আরবি :
رَبِّ اغْفِرْ لِيْ، رَبِّ اغْفِرْ لِيْ

অনুবাদ :
হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।

উচ্চারণ :
রব্বিগফির লী, রব্বিগফির লী



দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া- ২
আরবি :
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ

অনুবাদ :
হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ রাসুল (সা.) নূরের তৈরি বা সৃষ্টি নন , তিনি আমাদের মতই মানুষ ছিলেন , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ
উচ্চারণ :
আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়া‘আফিনি, ওয়ারযুক্বনী



শেষ বৈঠকে বসে , সালাম ফিরানোর আগের দোয়া সমূহ
শেষ বৈঠকে বসে , সালাম ফিরানোর আগের দোয়া সমূহ
[ শেষ বৈঠকে বসে অনেক দোয়া করা যায় , হাদিসে বর্ণিত দোয়া বা কুরআনের আয়াত দিয়েও শেষ বৈঠকে বসে দোয়া করা যায় । নিন্মে কিছু গুরুত্বপূর্ণ দোয়া পর্যায়ক্রমে দেওয়া হলো । ]

সালাম ফিরানোর আগের দোয়া সমূহ – ১ ( তাশাহ্‌হুদ )
আরবি :
أَلتَّحِيَّاتُ لِلّٰهِ، وَالصَّلَوَاتُ، وَالطَّيِّبَاتُ، اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ، اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللّٰهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

অনুবাদ :
যাবতীয় অভিবাদন আল্লাহ্‌র জন্য, অনুরূপভাবে সকল সালাত ও পবিত্র কাজও। হে নবী! আপনার উপর বর্ষিত হোক সালাম, আল্লাহর রহমত ও বরকতসমূহ। আমাদের উপর এবং আল্লাহ্‌র সৎ বান্দাদের উপরও বর্ষিত হোক সালাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো হক্ব বা সত্য ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ্‌র বান্দা ও রাসূল

উচ্চারণ :
আত্তাহিয়্যা-তু লিল্লা-হি ওয়াস্‌সালাওয়া-তু ওয়াত্তায়্যিবা-তু আস্‌সালা-মু ‘আলাইকা আইয়্যূহান নাবিয়্যূ ওয়া রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু। আস্‌সালা-মু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লা-হিস সা-লেহীন। আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহু ওয়া রাসূলুহু



সালাম ফিরানোর আগের দোয়া সমূহ – ২ ( দুরুদে ইব্রাহীম )
আরবি :
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

অনুবাদ :
হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত

উচ্চারণ :
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ



সালাম ফিরানোর আগের দোয়া সমূহ – ৩ ( আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন… )
আরবি :
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْـيَا وَالْمَمَاتِ. اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

অনুবাদ :
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, আশ্রয় চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং আশ্রয় চাই জীবন-মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই পাপাচার ও ঋণের বোঝা থেকে
উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন আযা-বিল ক্বাবরি, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-লি, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামা-ত। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল মা’ছামি ওয়াল মাগরামি



সালাম ফিরানোর আগের দোয়া সমূহ- ৪ ( আল্লা-হুম্মা ইন্নী যলামতু… )
আরবি :
اَللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

অনুবাদ :
হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক যুলুম করেছি। আর আপনি ছাড়া গুনাহসমূহ কেউই ক্ষমা করতে পারে না। অতএব আমাকে আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দ্বারা মাফ করে দিন, আর আমার প্রতি দয়া করুন; আপনিই তো ক্ষমাকারী, পরম দয়ালু

উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা। ওয়ালা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা। ফাগফির লী মাগফিরাতাম মিন ‘ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফূরুর রাহীম



সালাম ফিরানোর আগের দোয়া সমূহ – ৫ ( আল্লা-হুম্মাগফিরলী মা ক্বাদ্দামতু… )
আরবি :
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ

অনুবাদ :
হে আল্লাহ! ক্ষমা করে দিন আমার গুনাহসমূহ— যা পূর্বে করেছি, যা পরে করেছি, যা আমি গোপন করেছি, যা প্রকাশ্যে করেছি, যা সীমালঙ্ঘন করে করেছি, আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। আপনিই (কাউকে) করেন অগ্রগামী, আর আপনিই (কাউকে) করেন পশ্চাদগামী, আপনি ব্যতীত আর কোনো হক্ব ইলাহ নেই।

উচ্চারণ :
আল্লা-হুম্মাগফিরলী মা ক্বাদ্দামতু ওয়া মা আখ্‌খারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ’লান্তু ওয়া মা আসরাফ্‌তু ওয়া মা আনতা আল’লামু বিহী মিন্নী। আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনতা



সালাম ফিরানোর আগের দোয়া সমূহ – ৬ ( আল্লা-হুম্মা আ‘ইন্নী… )
আরবি :
اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

অনুবাদ :
হে আল্লাহ! আপনার যিক্‌র করতে, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন

উচ্চারণ :
আল্লা-হুম্মা আ‘ইন্নী ‘আলা যিকরিকা ও শুকরিকা ওয়াহুসনি ইবা-দাতিকা



সালাম ফিরানোর আগের দোয়া সমূহ – ৭ ( আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল বুখলি… )
আরবি :
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ

অনুবাদ :
হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই কৃপণতা থেকে, আপনার আশ্রয় চাই কাপুরুষতা থেকে, আপনার আশ্রয় চাই চরম বার্ধক্যে উপনীত হওয়া থেকে, আর আপনার আশ্রয় চাই দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে

উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল বুখলি, ওয়া ‘আউযু বিকা মিনাল জুবনি, ওয়া আ‘উযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল্ ‘উমুরি, ওয়া আ‘ঊযু বিকা মিন্ ফিতনাতিদ দুনইয়া ও আযা-বিল ক্বাবরি



সালাম ফিরানোর আগের দোয়া সমূহ – ৮ ( আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল… )
আরবি :
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ

অনুবাদ :
হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই

উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার



সালাম ফিরানোর আগের দোয়া সমূহ – ৯ ( আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা… )
আরবি :
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ

অনুবাদ :
হে আল্লাহ! আমি আপনার কাছে চাই। কেননা, আমি সাক্ষ্য দেই যে, নিশ্চয় আপনিই আল্লাহ, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই; আপনি একক সত্তা, অমুখাপেক্ষী—সকল কিছু আপনার মুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেন নি এবং জন্ম নেনও নি। আর যাঁর সমকক্ষ কেউ নেই

উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশ্‌হাদু আন্নাকা আনতাল্লা-হু লা ইলা-হা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]