দুঃখ ও দুশ্চিন্তা বা চিন্তা দূর করার দোয়া
দুঃখ ও দুশ্চিন্তা বা চিন্তা দূর করার দোয়া
আরবি :
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
অনুবাদ :
হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।
উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ দ্বাইনে ওয়া গালাবাতির রিজা-লি
দুর্দশাগ্রস্ত ব্যক্তির বা বিপদ-আপদ দূর করার দোয়া
দুর্দশাগ্রস্ত ব্যক্তির বা বিপদ-আপদ দূর করার দোয়া
আরবি :
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
অনুবাদ :
আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান ও সহিষ্ণু। ‘আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান আরশের রব্ব। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি আসমানসমূহের রব্ব, যমীনের রব্ব এবং সম্মানিত আরশের রব্ব।
উচ্চারণ :
লা ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আযীমূল হালীম। লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুল ‘আরশিল ‘আযীম। লা ইলাহা ইল্লাল্লা-হু রব্বুস সামা-ওয়া-তি ওয়া রব্বুল আরদ্বি ওয়া রব্বুল ‘আরশিল কারীম
শত্রু বা শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া
শত্রু বা শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া
আরবি :
اَللّٰهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِم، وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ
অনুবাদ :
হে আল্লাহ! আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্না নাজ্‘আলুকা ফী নুহূরিহিম ওয়া না‘উযু বিকা মিন শুরূরিহিম
মোরগের ডাক ও গাধার স্বর বা রাতে কুকুরের ডাক শুনলে দোয়া
মোরগের ডাক ও গাধার স্বর বা রাতে কুকুরের ডাক শুনলে দোয়া
“যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহ্র অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। আর যখন তোমরা কোনো গাধার স্বর শুনবে, তখন শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাইবে; কেননা সে শয়তান দেখেছে।” আবার “যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার স্বর শুনবে, তখন তোমরা সেগুলো থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাও; কেননা সেগুলো তা দেখে তোমরা যা দেখতে পাও না।”
মোরগের ডাক শুনলে,আল্লাহ্র অনুগ্রহ চাইতে হয় । অনুগ্রহ চাওয়ার জন্য নিন্মের দোয়াটি পড়া যায়
আরবি :
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
অনুবাদ :
হে আল্লাহ! আপনি আমার গুনাসমূহ মাফ করে দিন বা আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি
উচ্চারণ :
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিকা
কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ বেহেশতী জেওর বইয়ে বর্ণিত হাদিসের নামে বা ধর্মের নামে বা ইসলামের নামে কিছু ভুল বা জাল ফতোয়া বা বর্ণনা
কুকুরের ডাক ও গাধার স্বর শুনলে আল্লাহ্র কাছে আশ্রয় চাইতে হয় । আশ্রয় চাওয়ার জন্য নিন্মের দোয়াটি পড়া যায়
আরবি :
أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
অনুবাদ :
বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্র আশ্রয় নিচ্ছি।
উচ্চারণ :
আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম
মনে খারাপ চিন্তা আসলে দোয়া
মনে খারাপ চিন্তা আসলে দোয়া
আরবি :
أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
অনুবাদ :
আল্লাহ্র নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে।
উচ্চারণ :
আ‘ঊযু বিল্লাহি মিনাশ্-শাইত্বা-নির রাজীম
ভীত বা ভয় অবস্থায় দোয়া
ভীত বা ভয় অবস্থায় দোয়া
আরবি :
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
অনুবাদ :
আল্লাহ ব্যতীত কোনো হক্ব বা সত্য উপাস্য নেই!
উচ্চারণ :
লা ইলা-হা ইল্লাল্লা-হ!
ঋণ মুক্তির জন্য দোয়া
ঋণ মুক্তির জন্য দোয়া
আরবি :
اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
অনুবাদ :
হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।
উচ্চারণ :
আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক
সালাতে ও কিরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত হলে দোয়া
সালাতে ও কিরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত হলে দোয়া
আরবি :
أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
অনুবাদ :
বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্র আশ্রয় নিচ্ছি।
উচ্চারণ :
আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম
[ অতঃপর বাম দিকে তিনবার থুতু ফেলবে (আস্তে করে অল্প পরিমাণ যাতে অন্যের সালাতে সমস্যা না হয় )। ]
পাপ করে ফেললে যা বলবে বা যা করবে
পাপ করে ফেললে যা বলবে বা যা করবে
যদি কোনো বান্দা কোনো পাপ কাজ করে ফেলে, অতঃপর সে উত্তমরূপে পবিত্রতা অর্জন করে এবং দাঁড়িয়ে যায় ও দু রাক‘আত সালাত আদায় করে, তারপর আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।
রোগী বা অসুস্থ ব্যক্তি কে দেখতে গিয়ে তার জন্য দোয়া
রোগী বা অসুস্থ ব্যক্তি কে দেখতে গিয়ে তার জন্য দোয়া
আরবি :
لَا بَأْسَ طَهُوْرٌ إِنْ شَاءَ اللّٰهُ
অনুবাদ :
কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো (রোগটি গুনাহ থেকে) পবিত্রকারী হবে।
উচ্চারণ :
লা বা’সা তহুরুন ইন শা-আল্লা-হ
আল্লাহ্র নিকট সবচেয়ে অধিক প্রিয় বা পছন্দের বাক্য
আল্লাহ্র নিকট সবচেয়ে অধিক প্রিয় বা পছন্দের বাক্য
আরবি :
سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ
অনুবাদ :
আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়।
উচ্চারণ :
সুবহানাল্লা-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার
সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিকর
সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিকর
[ সর্বশ্রেষ্ঠ দোয়া হল, ]
আরবি :
اَلْحَمْدُ لِلّٰهِ
অনুবাদ :
সকল প্রশংসা আল্লাহরই
উচ্চারণ :
আলহামদু লিল্লাহ
[ আর সর্বোত্তম যিকর হল, ]
আরবি :
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
অনুবাদ :
আল্লাহ ব্যতীত কোনো হক্ব বা সত্য ইলাহ নেই।
উচ্চারণ :
লা ইলাহা ইল্লাল্লাহ
মরণাপন্ন ব্যক্তিকে যে দোয়া বা যিকর স্মরণ করিয়ে দেওয়া
মরণাপন্ন ব্যক্তিকে যে দোয়া বা যিকর স্মরণ করিয়ে দেওয়া
আরবি :
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
অনুবাদ :
আল্লাহ ব্যতীত কোনো হক্ব বা সত্য ইলাহ নেই
উচ্চারণ :
লা ইলা-হা ইল্লাল্লা-হ
মৃত ব্যক্তির জন্য জানাযার সালাতে দোয়া
মৃত ব্যক্তির জন্য জানাযার সালাতে দোয়া
আরবি :
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ، اَللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ
অনুবাদ :
হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং নর ও নারীদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ! আপনি আমাদের মধ্যে যাদের আপনি জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন এবং যাদেরকে মৃত্যু দান করবেন তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ! আমাদেরকে তার (মৃত্যুতে ধৈয্যধারণের) সওয়াব থেকে বঞ্চিত করবেন না এবং তার (মৃত্যুর) পর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না।
উচ্চারণ :
আল্লা-হুম্মাগফির লিহায়্যিনা ওয়া মায়্যিতিনা ওয়া শা-হিদিনা ওয়া গা-য়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা-না। আল্লা-হুম্মা মান আহ্ইয়াইতাহু মিন্না ফা’আহয়িহি ‘আলাল-ইসলাম। ওয়ামান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু ‘আলাল ঈমান। আল্লা-হুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তুদ্বিল্লান্না বা‘দাহু
যে কোনো মুসিবতে বা বিপদে পতিত ব্যক্তির দোয়া
যে কোনো মুসিবতে বা বিপদে পতিত ব্যক্তির দোয়া
আরবি :
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللّٰهُمَّ أَجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ، وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِّنْهَا
অনুবাদ :
আমরা তো আল্লাহ্রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।
উচ্চারণ :
ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা
দরজা জানালা বন্ধ করা ও যে কোন খাদ্যদ্রব্য ঢাকার সময় দোয়া
দরজা জানালা বন্ধ করা ও যে কোন খাদ্যদ্রব্য ঢাকার সময় দোয়া
[দরজা জানালা বন্ধ করা ও যে কোন খাদ্যদ্রব্য ঢাকার সময় বলতে হবে “বিসমিল্লাহ” ।]
<আরবি :
بِسْمِ اللّٰهِ
অনুবাদ :
আল্লাহ্র নামে
উচ্চারণ :
বিসমিল্লাহ
[দরজা জানালা বন্ধ করা ও যে কোন খাদ্যদ্রব্য ঢাকার কিছু না থাকলে “বিসমিল্লাহ” বলে একটি “খড়ি” দরজায় অথবা হাড়ি-পাতিলের উপর রাখবে । এতে যে কোন ধরণের বালা মুছীবত থেকে ঘর ও খাদ্যদ্রব্য নিরাপদ থাকবে ।]