যবেহ করার সময় দোয়া ও জিকির | দৈনন্দিন জীবনে অতি মূল্যবান

(بسم الله والله اكبر) “বিসমিল্লা-হি অল্লা-হু আকবার।”

কুরবানীর পশু হলে পড়বে

بسم الله والله اكبر اللهم إن هذا منك ولك اللهم تقبل مني

উচ্চারণঃ- বিসমিল্লা-হি অল্লা-হু আকবার, আল্লা-হুম্মা ইন্না হা-যা মিনকা অলাক, আল্লা-হুম্মা তাকাব্বাল মিন্নী।

অর্থঃ আল্লাহর নাম নিয়ে শুরু করছি। এবং আল্লাহ সব চেয়ে মহান। হে আল্লাহ! এটা তোমার তরফ থেকে এবং তোমার জন্য। হে আল্লাহ! তুমি আমার নিকট হতে কবুল কর।

পরিবারের তরফ থেকে হলে ‘তাক্বাব্বাল মিন্নী’র পর ‘অমিন আহলে বাইতী’ যােগ করবে। কুরবানী অন্য কারো তরফ থেকে হলে অথবা আকীকার পশু হলে ‘তাকাব্বাল মিন’ বলে সেই ব্যক্তির বা শিশুর নাম নেবে।

প্রকাশ যে, এই দুআর উপর আর কোন অতিরিক্ত দুআ শুদ্ধ নয়। (ইরওয়াউল গলীল ১১১৮ নং)।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]