ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া বাংলায় ghumanor dua


বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে উঠার দোয়া আরবিতে বাংলায় অর্থসহ; রাসুল সঃ কি দোয়া পড়ে ঘুমাতেন ও ঘুম থকে উঠে কি দোয়া পড়তেন সে সম্পর্কিত কিছু হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ। ঘুমের দোয়া আরবি, ghumanor dua bangla, ghum theke uthar dua, dua for sleeping, dua after waking up.

ঘুমানোর দোয়া আরবিতে
بِاسْمِكَا للَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

ঘুমানোর দোয়া বাংলায় উচ্চারণ
বিসমিকাল্লা-হুম্মা আমুতু ওয়া আহইয়া।

ঘুমানোর দোয়া বাংলায় অর্থ
হে আল্লাহ! তোমার নামে আমি মরি ও বাঁচি। অর্থাৎ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগ্রত হব। 

ঘুম থেকে উঠার দোয়া আরবিতে
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

ঘুম থেকে উঠার দোয়া বাংলায় উচ্চারণ
আলহামদুলিল্লা-হিল্লাযী আহইয়ানা বা’দা মা আমা-তানা ওয়া ইলাইহিন নুশুর।

ঘুম থেকে উঠার দোয়া বাংলায় অর্থ
সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর জীবিত করলেন এবং কিয়ামতের দিন তাঁর দিকেই হবে আমাদের পুনরুত্থান।

বুখারী হা/৬৩১২, ৬৩২৪; মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৩৮২, ২৩৮৪, ‘দোয়া সমূহ’ অধ্যায়-৯, অনুচ্ছেদ-৬।

ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া বাংলায় ঘুমের দোয়া ghumanor dua ghum theke uthar dua
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ ‏”‏ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ‏”‏‏.‏ وَإِذَا قَامَ قَالَ ‏”‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

হুযাইফাহ ইবনু ইয়ামান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন, তখন তিনি এ দু‘আ পড়তেনঃ হে আল্লাহ! আপনারই নাম নিয়ে মরি আর আপনার নাম নিয়েই বাঁচি; আর তিনি জেগে উঠতেন তখন পড়তেনঃ যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুদানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন; আর প্রত্যাবর্তন তার পানেই।

বুখারী হা/৬৩১২, ৬৩২৪

ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া বাংলায় ঘুমের দোয়া ghumanor dua ghum theke uthar dua
حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، وَمُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعَ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ رَجُلاً‏.‏ وَحَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْصَى رَجُلاً فَقَالَ ‏ “‏ إِذَا أَرَدْتَ مَضْجَعَكَ فَقُلِ اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ‏.‏ فَإِنْ مُتَّ مُتَّ عَلَى الْفِطْرَةِ ‏”‏‏.‏

বারাআ ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক লোককে নির্দেশ দিলেন। অন্য সূত্রে বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এক ব্যক্তিকে অসিয়ত করলেন যে, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, তখন তুমি এ দু’আ পড়বে ‘হে আল্লাহ! আমি আমার প্রাণকে আপনার কাছে সমর্পণ করলাম, আর আমার বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে এবং আমার চেহারা আপনার দিকে ফিরিয়ে দিলাম, আপনার রাহমাতের আশায় এবং আপনার গযবের ভয়ে। আপনার নিকট ব্যতীত আপনার গযব থেকে পালিয়ে যাবার এবং আপনার আযাব থেকে বাঁচার আর কোন স্থান নেই। আপনি যে কিতাব অবতীর্ণ করেছেন, আমি তার উপর দৃঢ় বিশ্বাস করছি এবং আপনি যে নবী পাঠিয়েছেন, আমি তাঁর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি। যদি তুমি এ অবস্থায়ই মরে যাও, তবে তুমি স্বভাবধর্ম ইসলামের উপর মৃত্যুবরণ করবে।

বুখারী হা/৬৩১৩

ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া বাংলায় ঘুমের দোয়া ghumanor dua ghum theke uthar dua
Tags: ঘুমানোর দোয়া, ঘুমের দোয়া অর্থ সহ, ঘুম থেকে উঠার দোয়া বাংলা উচ্চারণ, রাতে ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া বাংলায়, ঘুমানোর দোয়া বাংলায়, ঘুমানোর দোয়া অর্থসহ, ঘুমের দোয়া অর্থ সহ, ঘুমানোর দোয়া আরবিতে, ঘুমানোর দোয়া আরবি, ঘুমানোর দোয়া বাংলায়, ঘুম থেকে উঠার দোয়া বাংলায়, ঘুমানোর দোয়া কি, ঘুমের দোয়া অর্থ সহ, রাতে ঘুমানোর দোয়া, ঘুমানোর দোয়া ও উঠার দোয়া, ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে উঠার দোয়া, ঘুমানোর দোয়া বাংলায়, ঘুমের দোয়া অর্থ সহ, ঘুম থেকে উঠার দোয়া অর্থসহ, রাতে ঘুমানোর দোয়া,

ঘুম থেকে উঠার দোয়া কি, ঘুম থেকে উঠার দোয়া বাংলা উচ্চারণ, ঘুমের দোয়া অর্থ সহ, ঘুম থেকে উঠার দোয়া বাংলায়, ঘুমানোর দোয়া বাংলায়, রাতে ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া আরবিতে, ঘুমের দোয়া, ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুমানোর পূর্বের দোয়া, ঘুমানোর দোয়া বাংলায়, রাতে ঘুমানোর দোয়া, ছোট বাচ্চাদের ঘুমানোর দোয়া, ঘুমানোর দোয়া বাংলায়, ঘুমের দোয়া অর্থ সহ, ঘুম থেকে উঠার দোয়া বাংলায়, ঘুম থেকে উঠার দোয়া বাংলা উচ্চারণ, ঘুমানোর দোয়া বাংলায়, ঘুমানোর দোয়া ও নিয়ম, ঘুমের দোয়া অর্থ সহ, রাতে ঘুমানোর দোয়া,

ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া বাংলায় ঘুমের দোয়া ghumanor dua ghum theke uthar dua
ঘুম থেকে উঠার দোয়া বাংলা উচ্চারণ, ঘুম থেকে উঠার দোয়া বাংলায়, ঘুমানোর দোয়া ঘুমানোর দোয়া, ঘুমের দোয়া অর্থ সহ, তাড়াতাড়ি ঘুমানোর দোয়া, ঘুমানোর দোয়া বাংলায়, ঘুমানোর দোয়ার ফজিলত, বাচ্চাদের ঘুমানোর দোয়া, তাড়াতাড়ি ঘুমানোর দোয়া বাংলা, ঘুমের দোয়া অর্থ সহ, ঘুমানোর দোয়া, ঘুমানোর দোয়া বাংলায়, ঘুম থেকে উঠার দোয়া বাংলা উচ্চারণ, ঘুমের দোয়া, সকালে ঘুম থেকে উঠার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া বাংলায়, রাতে ঘুমানোর দোয়া, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠার দোয়া, ঘুমের দোয়া আরবি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠার দোয়া,

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]