আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ


বিসমিল্লাহির রহমানির রহিম; আজকে আলোচনার বিষয় আল আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ, আসমাউল হুসনা অর্থ কি, আসমাউল হুসনা কাকে বলে, আল্লাহর ৯৯টি নাম
আসমাউল হুসনা অর্থ কি
আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ
আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ
আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ
আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ

আসমাউল হুসনা অর্থ কি
আসমাউল হুসনা শব্দ দুইটি আরবি। আসমা শব্দের অর্থ হল “নামসমূহ” আর হুসনা শব্দের অর্থ “সুন্দরতম”। অর্থাৎ আসমাউল হুসনা অর্থ হল “সুন্দরতম নামসমূহ”। আর এই সকল সুন্দরের আঁধার হলেন মহান আল্লাহ। পবিত্র কুরআন ও হাদিস মতে মহান আল্লাহর অনেকগুলো গুনবাচক নাম রয়েছে। আর এর সংখ্যা হল ৯৯ টি। আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর নামকে একত্রে বলা হয় আসমাউল হুসনা।

মহান আল্লাহ বলেন,

আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। (সূরা আল আরাফ ০৭: আয়াত নং ১৮০)

মহান আল্লাহ আরো বলেন,

আল্লাহ বলে আহ্বান কর কিংবা রাহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। (সূরা বনী ইসরাঈল ১৭: আয়াত নং ১১০)

আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম আছে অর্থাৎ এক কম এক শত। যে ব্যক্তি তা গণনা অর্থাৎ মুখস্ত করবে সে জান্নাতে যাবে। তা হলোঃ-

আল্লাহ (যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই),

আর-রহমান (মহান দয়ালু),

আর-রহীমু (অসীম করুণাময়), 

আল-মালিকু (স্বত্বাধিকারী), 

আল-কুদ্দূসু (মহাপবিত্র), 

আস-সালামু (অধিক শান্তিদাতা), 

আল-মু’মিনু (নিরাপত্তাদানকারী), 

আল-মুহাইমিনু (চিরসাক্ষী), 

আল-আযীযু (মহাপরাক্রমশালী), 

আল-জাব্বারু (মহাশক্তিধর), 

আল-মুতাকাব্বিরু (মহাগৌরবান্বিত), 

আল-খালিকু (স্রষ্টা), 

আল-বারিউ (সৃজনকর্তা), 

আল-মুসাব্বিরু (অবয়বদানকারী), 

আল-গাফ্‌ফারু (ক্ষমাকারী), 

আল-কাহ্‌হারু (শাস্তিদাতা), 

আল-ওয়াহ্‌হাবু (মহান দাতা), 

আর-রাযযাকু (রিযিকদাতা), 

আল-ফাত্তাহ (মহাবিজয়ী), 

আল-আলীমু (মহাজ্ঞানী), 

আল-কাবিযু (হরণকারী), 

আল-বাসিতু (সম্প্রসারণকারী), 

আল-খাফিযু (অবনতকারী), 

আর-রাফিউ (উন্নতকারী), 

আল-মুইয্যু (ইজ্জতদাতা), 

আল-মুযিল্লু (অপমানকারী), 

আস-সামিউ ( শ্রবণকারী), 

আল-বাছীরু (মহাদ্রষ্টা), 

আল-হাকামু (মহাবিচারক), 

আল-আদলু (মহান্যায়পরায়ণ), 

আল-লাতীফু (সূক্ষ্ণদর্শী), 

আল-খাবীরু (মহা সংবাদরক্ষক), 

আল-হালীমু (মহাসহিষ্ণু), 

আল-আযীমু (মহান), 

আল-গাফূরু (মহাক্ষমাশীল), 

আশ-শাকূরু (কৃতজ্ঞতাপ্রিয়), 

আল-আলীয়্যু (মহা উন্নত), 

আল-কাবীরু (অতীব মহান), 

আল-হাফীজু (মহারক্ষক), 

আল-মুকীতু (মহাশক্তিদাতা), 

আল-হাসীবু (হিসাব গ্রহনকারী), 

আল-জালীলু (মহামহিমান্বিত), 

আল-কারীমু (মহাঅনুগ্রহশীল), 

আর-রাকীবু (মহাপর্যবেক্ষক), 

আল-মুজীবু (ক্ববূলকারী), 

আল-ওয়াসিউ (মহাবিস্তারক), 

আল-হাকীমু (মহাবিজ্ঞ), 

আল-ওয়াদূদু (মহত্তম বন্ধু), 

আল-মাজীদু (মহাগৌরবান্বিত), 

আল-বাইছু (পুনরুত্থানকারী), 

আশ-শাহীদু (সর্বদর্শী), 

আল-হাক্কু (মহাসত্য), 

আল-ওয়াকীলু (মহাপ্রতিনিধি), 

আল-কাবিয়্যু (মহাশক্তিধর), 

আল-মাতীনু (দৃঢ় শক্তির অধিকারী), 

আল-ওয়ালিয়্যু (মহাঅভিভাবক), 

আল-হামীদু (মহাপ্রশংসিত), 

আল-মুহসিয়্যু (পুঙ্খানুপুঙ্খ হিসাব সংরক্ষণকারী), 

আল-মুবদিও (সৃষ্টির সূচনাকারী), 

আল-মুঈদু (পুনরুত্থানকারী), 

আল-হাইয়্যু (চিরঞ্জীব), 

আল-কাইয়্যুম (চিরস্থায়ী), 

আল-মুহ্‌য়ী (জীবনদাতা), 

আল-মুমীতু (মৃত্যুদাতা), 

আল-ওয়াজিদু (ইচ্ছামাত্র সম্পাদনকারী), 

আল-মাজিদু (মহাগৌরবান্বিত), 

আল-ওয়াহিদু (একক), 

আস্‌-সামাদু (স্বয়ংসম্পূর্ণ), 

আল-কাদিরু (সর্বশক্তিমান), 

আল-মুকতাদিরু (মহাক্ষমতাবান), 

আল-মুকাদ্দিমু (অগ্রসরকারী), 

আল-মুআখ্‌খির (বিলম্বকারী), 

আল-আওয়ালু (অনাদি), 

আল-আখিরু (অনন্ত), 

আয-যাহিরু (প্রকাশ্য), 

আল-বাতিনু (লুকায়িত), 

আল-ওয়ালিউ (অধিপতি), 

আল-মুতাআলী (চিরউন্নত), 

আল-বাররু (কল্যাণদাতা), 

আত-তাওওয়াবু (তাওবা ক্ববূলকারী), 

আল-মুনতাকিমু (প্রতিশোধ গ্রহণকারী), 

আল-আফুব্বু (ক্ষমাকারী, উদারতা প্রদর্শনকারী), 

আর-রাঊফু (অতিদয়ালু), 

মালিকুল মুলকি (সার্বভৌমত্বের মালিক), 

যুলজালালি ওয়াল ইকরাম (গৌরব ও মহত্বের অধিকারী), 

আল-মুকসিতু (ন্যায়বান), 

আল-জামিউ (সমবেতকারী), 

আল-গানিয়্যু (ঐশ্বর্যশালী), 

আল-মুগনিয়্যু (ঐশ্বর্যদাতা), 

আল-মানিউ (প্রতিরোধকারী), 

আয-যাররু (অনিষ্টকারী), 

আন-নাফিউ (উপকারকারী), 

আন-নূরু (আলো), 

আল-হাদিউ (পথপ্রদর্শক), 

আল-বাদীউ (সূচনাকারী), 

আল-বাকিউ (চিরবিরাজমান), 

আল-ওয়ারিস (স্বত্বাধিকারী), 

আর-রাশীদ (সৎপথে চালনাকারী), 

আস-সাবূরু (মহা ধৈর্যশীল)।

আল্লাহর নাম ৯৯ সংখ্যায় সীমাবদ্ধ নয়। এই ৯৯টি নাম ছাড়াও আল্লাহর আরো অনেকগুলি নাম কুরআন ও হাদিসে উল্লেখ আছে। 
আল্লাহ তায়ালা আমাদেরকে কুরআন ও হাদিসের মাধ্যমে তার নিজের যেসমস্ত সুন্দরতম নাম ও গুণাবলী সমূহ  শিক্ষা দিয়েছেন সেগুলো ভালভাবে বুঝার ও তার উপর দৃঢ়ভাবে ঈমান আনার তাওফীক দান করুক। আল্লাহুম্মা আমীন।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]