সূরা ফাতিহা বাংলা উচ্চারণঃ সূরা ফাতিহা আরবি: বাংলা অর্থ ইংরেজি উচ্চারণঃ ইংরেজি অর্থঃ 

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। নামাজ ছাড়া ইমান টিকিয়ে রাখা অসম্ভব। আর এই নামাজ পালনের জন্য কিছু সূরা সমূহ জানতে হয়। কুরআন মাজিদে কিছু সংক্ষিপ্ত সুরা রয়েছে যা মুখস্ত করা সহজ এবং তা নিয়মিত নামাজে পাঠ করা যায়। তাই মুসলমানদের এই সব প্রয়োজনীয় নামাজের সূরা সমূহ জানা দরকার।

তাছাড়া অনেকেরই প্রশ্ন জাগে নামাজের সুরা কি কোরআনের সিরিয়াল মেনে পড়তে হয়?

কোরআন শরীফে সূরার যে সিরিয়াল রয়েছে তা অনুসরণ করা সুন্নাত বা ওয়াজিব নয়। আল্লাহ কোরআনে বিষয়টি স্পষ্টভাবে বলেছেন যে,

‘কোরআন থেকে যতটুকু সম্ভব হয় ততটুকু তিলাওয়াত করো। তুমি সেটা তিলাওয়াত করো, যেটা তোমাদের জন্য সহজ ও সম্ভবপর হয়।’
সুরা ফাতিহা

সূরা ফাতিহা আরবি:

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ 

الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

مَالِكِ يَوْمِ الدِّينِ 

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُu 

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ 

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ 

সূরা ফাতিহা বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন।

২ .আররাহমানির রাহীম।

৩.মা-লিকী ইয়াউমিদ্দ্বীন।

৪ .ইয়্যাকা-নাবুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন।

৫.ইহদিনাস-সিরাতাল মুসতাক্বীম।

৬. সিরাত্বাল লাযিনা আন-আমতা আলাইহিম।গাইরিল মাগদুবি আলাইহিম। ওয়ালাদ্দুয়াল্লীন আমীন।


সুরা ফাতিহা বাংলা অর্থ সহঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.যাবতীয় প্রশংসা আল্লাহ তা আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

২.যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

৩.যিনি বিচার দিনের মালিক।

৪.আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

৫. আমাদেরকে সরল পথ দেখাও।

৬.সে সমস্ত লোকের পথ,যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়,যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। 

সুরা ফাতিহা ইংরেজি উচ্চারণঃ

Bismillah hir rahman nir raheem

1.Alhamdulillahi Rabbil ‘aalameen

2.Ar-Rahmaanir-Raheem

3.Maliki Yawmi-Deen

4.iyyaka na’budu wa iyyaka nastaeen

5.Ihdinas Siraatal Mustaqeem

6.Siraatal lazeena an’amta ‘alaihim ghayril maghdoobi ‘alaihim wa lad daaalleen

সূরা ফাতিহা ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

 1.Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds;

2.Most Gracious, Most Merciful;

3.Master of the Day of Judgment.

4.Thee do we worship, and Thine aid we seek.

5.Show us the straight way,

6.The way of those on whom Thou hast bestowed Thy Grace, those whose (portion) is not wrath, and who go not astray.

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]