সূরা হুমাযাহ বাংলা উচ্চারণঃ সূরা হুমাযাহ আরবি: বাংলা অর্থ ইংরেজি উচ্চারণঃ ইংরেজি অর্থঃ 

৩) সূরা হুমাযাহ

সূরা হুমাযাহ

সূরা হুমাযাহ আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ

فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ

সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ সহ:

১. ওয়াইলুলিলকুল্লি হুমাঝাতিল লুমাঝাহ ।

২. আল্লাযী জামা‘আ মা-লাওঁ‘ওয়া ‘আদ্দাদাহ।

৩. ইয়াহছাবুআন্না মা-লাহূআখলাদাহ।

৪. কাল্লা-লাইউমবাযান্না ফিল হুতামাহ।

৫. ওয়ামাআদরা-কা মাল হুতামাহ।

৬. না-রুল্লা-হিল মূকাদাহ

৭. আল্লাতী তাত্তালি‘উ আলাল আফইদাহ।

৮. ইন্নাহা-‘আলাইহিম মু’সাদাহ

৯. ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ ।


সূরা হুমাযাহ বাংলা অর্থ :

১.প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, 

২.যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে

৩.সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! 

৪.কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। 

৫.আপনি কি জানেন, পিষ্টকারী কি? 

৬.এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি, 

৭.যা হৃদয় পর্যন্ত পৌছবে। 

৮.এতে তাদেরকে বেঁধে দেয়া হবে, 

৯.লম্বা লম্বা খুঁটিতে।

সূরা হুমাযাহ ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Way lulli kulli humazatil-lumazah

2.Allazee jama’a maalanw wa ‘addadah

3.Yahsabu anna maalahooo akhladah

4.Kallaa; layumbazanna fil hutamah 

5.Wa maa adraaka mal-hutamah

6.Naarul laahil-mooqada

7.Innahaa ‘alaihim mu’sada

8.Allatee tattali’u ‘alal af’idah

9.Fee ‘amadim mumaddadah

সুরা হুমাযাহ ইংরেজি অর্থঃ 

In the Name of Allah, The Most Gracious and The Most Merciful

1.Woe to every scorner and mocker

2.Who collects wealth and [continuously] counts it.

3.He thinks that his wealth will make him immortal.

4.No! He will surely be thrown into the Crusher.

5.And what can make you know what is the Crusher?

6.It is the fire of Allah, [eternally] fueled,

7.Which mounts directed at the hearts.

8.Indeed, Hellfire will be closed down upon them

9.In extended columns.

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]