সূরা কুরাইশ বাংলা উচ্চারণঃ সূরা কুরাইশ আরবি: বাংলা অর্থ ইংরেজি উচ্চারণঃ কুরাইশ ইংরেজি অর্থঃ 

৫) সূরা কুরাইশ

সূরা কুরাইশ

সূরা কুরাইশ আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

لِإِيلَافِ قُرَيْشٍ

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ

فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ

الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ

সূরা কুরাইশ বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.লিঈলা-ফি কুরইশিন্।

২.ঈলা ফিহিম রিহ লাতাশশিতা ইওয়াসসাইফ।

৩.ফাল্ইয়া’বুদূ রব্বাহা-যাল্ বাইতি।

৪. আল্লাযি আত আ’মাহুম মিন যু’ঈ। ওয়া আমানাহুম মিন খাউফ। 


সুরা কুরাইশ বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.কোরাইশের আসক্তির কারণে

২.আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।

৩.অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার।

৪.যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

সুরা কুরাইশ ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.lilafi quraish

2.Eelafihim rihlata ashshita-iwassayf

3.Fal y’abudu rabba haazal-bait

4.Allazi at’amahum min ju’inw-wa-aamana hum min khawf

সুরা কুরাইশ ইংরেজি অর্থঃ  

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.For the covenants (of security and safeguard enjoyed) by the Quraish,

2.Their covenants (covering) journeys by winter and summer,

3.Let them adore the Lord of this House, 

4.Who provides them with food against hunger, and with security against fear (of danger).

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]