৮) সূরা কাফিরুন
সূরা কাফিরুন
সূরা কাফিরুন আরবিঃ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
সূরা কাফিরুন বাংলা উচ্চারণঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
১.কুল্ ইয়া য় আইয়ুহাল্ কা-ফিরূনা ।
২.লা য় আ’বুদু মা তা’বুদূনা।
৩.অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।
৪.অলা য় আনা ‘আ-বিদুম্ মা-‘আবাততুম্।
৫.অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।
৬.লাকুম্ দীনুকুম্ অলিয়াদীন্।
সূরা কাফিরুন বাংলা অর্থঃ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
১.বল,‘হে কাফিররা।
২.তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না।
৩.এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’।
৪.আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’।
৫.‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’।
৬.তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’
সুরা কাফিরুন ইংরেজি উচ্চারণঃ
Bismillah Hir Rahman Nir Raheem
1.Qul ya ayyuhal kafirun
2.Laaa a’budu maa t’abudoon
3.Wa laaa antum ‘aabidoona maaa a’bud
4.Wa laaa ana ‘abidum maa ‘abattum
5.Wa laaa antum ‘aabidoona maaa a’bud
6.Lakum deenukum wa liya deen.
সুরা কাফিরুন ইংরেজি অর্থঃ
In the name of Allah, Most Gracious, Most Merciful.
1.Say :O ye that reject Faith!
2.I worship not that which ye worship,
3.Nor will ye worship that which I worship.
4.And I will not worship that which ye have been wont to worship,
5.Nor will ye worship that which I worship.
6.To you be your Way, and to me mine.