সূরা নাসর বাংলা উচ্চারণঃ সূরা নাসর আরবি: বাংলা অর্থ ইংরেজি উচ্চারণঃ নাসর ইংরেজি অর্থঃ

৯) সূরা নাসর

সূরা নাসর

সূরা নাসর আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

সূরা নাসর বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.ইজাযা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ।

২.ওয়ারা আইতান্নাসা ইয়াদখুলুনা ফি-দ্বীনিল্লাহি আফওয়াজা।

৩ .ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ। ইন্নাহু কা’না তাওয়্যাবা।


সুরা নাসর বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,

২.এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

৩.তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

সুরা নাসর ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Iza jaaa’a nasrul-laahi walfath

2.Wa ra-aitan naasa yadkhuloona fee deenil laahi afwajaa

3.Fasabbih bihamdi rabbika wastaghfirh, innahoo kaana tawwaaba 

সুরা নাসর ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.When comes the Help of Allah, and Victory,

2.And thou dost see the people enter Allah.s Religion in crowds,

3.Celebrate the praises of thy Lord, and pray for His Forgiveness: For He is Oft-Returning (in Grace and Mercy).

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]