১০) সূরা লাহাব
সূরা লাহাব
সূরা লাহাব আরবিঃ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
সূরা লাহাব বাংলা উচ্চারণঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
১.তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব্ব।
২.মা আগনা আ’নহুমালুহু ওয়ামা কাসাব।
৩.সাইয়াছ্লা- না-রন্ যা-তা লাহাবিঁও।
৪ .ওয়ামরা আতুহু হাম্মা লাতাল হাতাব।
৫.ফি যিদিহা হাবলুম্মিম মাসাদ।
সুরা লাহাব বাংলা অর্থঃ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
১.আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
২.কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
৩.সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে’।
৪.এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,’।
৫.তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
সূরা লাহাব ইংরেজি উচ্চারণঃ
Bismillah Hir Rahman Nir Raheem
1.Tabbat yada abee lahabin watab
2.Maa aghna ‘anhu maaluhu wa ma kasab
3.Sayasla naran thatalahab
4.Wam ra-atuhu hamma latal-hatab
5.Fee jeediha hablun min masad
সূরা লাহাব ইংরেজি অর্থঃ
In the name of Allah, Most Gracious, Most Merciful.
1.Perish the hands of the Father of Flame! Perish he!
2.No profit to him from all his wealth, and all his gains!
3.Burnt soon will he be in a Fire of Blazing Flame!
4.His wife shall carry the (crackling) wood – As fuel!-
5.A twisted rope of palm-leaf fibre round her (own) neck!