সূরা ইখলাস বাংলা উচ্চারণঃ সূরা ইখলাস আরবি: বাংলা অর্থ ইংরেজি উচ্চারণঃ ইংরেজি অর্থঃ

১১) সূরা ইখলাস

সূরা ইখলাস

সূরা ইখলাস আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

اللَّهُ الصَّمَدُ

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

সূরা ইখলাস বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.কুল্ হুওয়াল্লা-হু আহাদ্।

২.আল্লা-হুচ্ছমাদ্। 

৩.লাম্ ইয়ালিদ্ অলাম্ ইয়ূলাদ্। 

৪.অলাম্ ইয়া কুল্লাহূ কুফুওয়ান্ আহাদ্। 


সুরা ইখলাস বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.বলো, তিনিই আল্লাহ,এক-অদ্বিতীয়।

২.আল্লাহ কারো মুখাপেক্ষী নন,সকলেই তাঁর মুখাপেক্ষী।

৩.তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।।

৪.এবং তার সমতুল্য কেউ নেই।

সুরা ইখলাস ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Qul huwa Allahu ahad

2.Allahu assamad

3.Lam yalid wa lam yoolad

4.Wa lam yakul-lahu kufuwan ahad

সুরা ইখলাস ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Say: He is Allah, the One and Only.

2.Allah, the Eternal, Absolute;

3.He begetteth not, nor is He begotten;

4.And there is none like unto Him.

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]