১২) সূরা ফালাক
সূরা ফালাক
সূরা ফালাক আরবিঃ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
সূরা ফালাক বাংলা উচ্চারণঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
১.ক্বুল আ‘ঊযু বিরাব্বিল ফালাক্ব।
২.মিন্ র্শারি মা- খালাক্ব।
৩.ওয়া মিন্ র্শারি গা-ছিক্কিন ইযা- ওয়াক্বাব।
৪.ওয়া মিন্ র্শারিন নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বাদ্।
৫.ওয়া মিন্ র্শারি হা-ছিদিন্ ইযা- হাসাদ্।
সূরা ফালাক বাংলা অর্থ সহঃ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
১.বলুন,আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
২.তিনি যা সৃষ্টি করেছেন,তার অনিষ্ট থেকে,
৩.অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে,যখন তা সমাগত হয়,।
৪.আর গিরায় ফুতকার দানকারী নারীদের অনিষ্ট থেকে,
৫.আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।
সুরা ফালাক ইংরেজি উচ্চারণঃ
Bismillah Hir Rahman Nir Raheem
1.Qul a’uzoo bi rabbil-falaq
2.Min sharri ma khalaq
3.Wa min sharri ghasiqin iza waqab
4.Wa min sharrin-naffaa-saati fil ‘uqad
5.Wa min shar ri haasidin iza hasad
সুরা ফালাক ইংরেজি অর্থঃ
In the name of Allah, Most Gracious, Most Merciful.
1.Say: I seek refuge with the Lord of the Dawn.
2.From the mischief of created things;
3.From the mischief of Darkness as it overspreads;
4.From the mischief of those who practise secret arts;
5.And from the mischief of the envious one as he practises envy.