সূরা নাস বাংলা উচ্চারণঃ সূরা নাস আরবি: বাংলা অর্থ ইংরেজি উচ্চারণঃ ইংরেজি অর্থঃ

১৩) সূরা নাস

সূরা নাস

সূরা নাস আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

مَلِكِ النَّاسِ

إِلَهِ النَّاسِ

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ

সূরা নাস বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১. কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্।

২.মালিকিন্না-স্ । 

৩.ইলা-হি ন্না-স্ ।

৪.মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি ।

৫.আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্। 

৬.মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্।


সূরা নাস বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

২.মানুষের অধিপতির,

৩.মানুষের মা’বুদের 

৪.তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,

৫.যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

৬.জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। ’

সুরা নাস ইংরেজি উচ্চারণঃ

Bismillah hir rahman nir raheem

1.Qul aAAoothu bi rabbin naas

2.Maliki’n naas

3.Ilahi’n naas

4.Min sharril waswaasil khannaas

5.Alladhee yuwaswisu fee suduurin naas

6.Minal jinnati wannaas

সুরা নাস ইংরেজি অর্থঃ  

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Say:I seek refuge with the Lord and Cherisher of Mankind,

2.The King (or Ruler) of Mankind,

3.The Allah (for judge) of Mankind,- 

4.From the mischief of the Whisperer (of Evil), who withdraws (after his whisper),

5.(The same) who whispers into the hearts of Mankind,-

6.Among Jinns and among men.

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]