১৪) সুরা তাকাসুর
সুরা তাকাসুর
সূরা তাকাসুর আরবিঃ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
لْهَاكُمُ التَّكَاثُرُ
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
لَتَرَوُنَّ الْجَحِيمَ
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
সুরা তাকাসুর বাংলা উচ্চারণ :
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
১. আলহা-কুমুত্তাকা-ছু র।
২. হাত্তা-ঝুরতুমুল মাকা-বির।
৩. কাল্লা-ছাওফা তা‘লামূন।
৪. ছু ম্মা কাল্লা-ছাওফা তা‘লামূন।
৫. কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন।
৬. লাতারাউন্নাল জাহীমা
৭. ছু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াকীন।
৮. ছু ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম।
সূরা তাকাসুর বাংলা অর্থ সহঃ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
১.প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
২.এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
৩.এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
৪.অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
৫.কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
৬.তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
৭.অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
৮.এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
সুরা তাকাসুর ইংরেজি উচ্চারণঃ
Bismillah Hir Rahman Nir Raheem
1.Al haaku mut takathur
2.Hatta zurtumu almaqabir
3.Kalla sawfa ta’lamoon
4.Thumma kalla sawfa ta’lamoon
5.Kalla law taAAlamoona AAilma alyaqeen
6.Latarawunna aljaheem
7.Thumma latara wunnaha ‘ainal yaqeen
8.Thumma latus alunna yauma-izin ‘anin na’eem
সূরা তাকাসুর ইংরেজি অর্থঃ
In the name of Allah, The Most Gracious and The Most Merciful
1.Competition in [worldly] increase diverts you
2.Until you visit the graveyards.
3.No! You are going to know.
4.Then no! You are going to know.
5.No! If you only knew with knowledge of certainty…
6.You will surely see the Hellfire.
7.Then you will surely see it with the eye of certainty.
8.Then you will surely be asked that Day about pleasure.