সূরা কদর বাংলা উচ্চারণঃ সূরা কদর আরবি: বাংলা অর্থ ইংরেজি উচ্চারণঃ ইংরেজি অর্থঃ

১৯) সূরা কদর

সূরা কদর

সুরা কদর আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

সূরা কদর বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১. ইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।

২. ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।

৩. লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।

৪. তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।

৫. ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।


সূরা কদর অনুবাদ:

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.আমি একে নাযিল করেছি শবে-কদরে। 

২.শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? 

৩.শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

৪.এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।

৫.এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।

সুরা কদর ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Inna anzalnahu fee laylatialqadr

2.Wa maa adraaka ma lailatul qadr

3.Lailatul qadri khairum min alfee shahr

4.Tanaz zalul malaa-ikatu war roohu feeha bi izni-rab bihim min kulli amr

5.Salaamun hiya hattaa mat la’il fajr 

সূরা কদর ইংরেজি অর্থঃ  

In the name of Allah, The Most Gracious and The Most Merciful

1.Indeed, We sent the Qur’an down during the Night of Decree.

2.And what can make you know what is the Night of Decree?

3.The Night of Decree is better than a thousand months.

4.The angels and the Spirit descend therein by permission of their Lord for every matter.

5.Peace it is until the emergence of dawn.

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]