২০) সূরা আলাক
সূরা আলাক
সূরা আলাক আরবিঃ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَى
أَن رَّآهُ اسْتَغْنَى
إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى
أَرَأَيْتَ الَّذِي يَنْهَى
عَبْدًا إِذَا صَلَّى
أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى
أَوْ أَمَرَ بِالتَّقْوَى
أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّى
أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
فَلْيَدْعُ نَادِيَه
سَنَدْعُ الزَّبَانِيَةَ
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ
সূরা আলাক বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
১.পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
২.সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
৩.পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
৪.যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
৫.শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
৬.সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
৭.এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
৮.নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
৯.আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
১০.এক বান্দাকে যখন সে নামায পড়ে?
১১.আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
১২.অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
১৩.আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
১৪.সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
১৫.কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
১৬.মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
১৭.অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
১৮.আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
১৯.কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
সুরা আলাক বাংলা অর্থ:
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
১. ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক।
২. খালাকাল ইনছা-না মিন ‘আলাক।
৩. ইকরা’ ওয়া রাব্বুকাল আকরাম
৪. অল্লাযী ‘আল্লামা বিলকালাম।
৫. ‘আল্লামাল ইনছা-না-মা-লাম ইয়া‘লাম।
৬. কাল্লাইন্নাল ইনছা-না লাইয়াতগা।
৭. আররাআ-হুছ তাগনা-।
৮. ইন্না ইলা-রাব্বিকার রুজ‘আ-।
৯. আরাআইতাল্লাযী ইয়ানহা-
১০. ‘আবদান ইযা-সাল্লা-।
১১. আরাআইতা ইন কা-না ‘আলাল হুদা।
১২. আও আমারা বিত্তাকাওয়া-।
১৩. আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা-।
১৪. আলাম ইয়া‘লাম বিআন্নাল্লা-হা ইয়ারা-।
১৫. কাল্লা-লাইল্লাম ইয়ানতাহি লানাছফা‘আম বিন্না-সিয়াহ।
১৬. না-সিয়াতিন কা-যিবাতিন খা-তিআহ।
১৭. ফালইয়াদ‘উ নাদিয়াহ,
১৮. ছানাদ‘উঝঝাবা-নিয়াহ।
১৯. কাল্লা- লা-তুতি‘হু ওয়াছজু দ ওয়াকতারিব
সূরা আলাক ইংরেজি উচ্চারণঃ
Bismillah Hir Rahman Nir Raheem
1.Iqra bismi rab bikal lazee khalaq
2.Khalaqal insaana min ‘alaq
3.Iqra warabbuka al-akram
4.Al lazee ‘allama bil qalam
5.‘Al lamal insaana ma lam y’alam
6.Kallaa innal insaana layatghaa
7.An raahu istaghna
8.Innna ilaa rabbikar ruj’aa
9.Araayta allathee yanha
10.Abdan iza sallaa
11.Ara-aita in kana ‘alal hudaa
12.Au amara bit taqwaa
13.Ara-aita in kaz zaba wa ta walla
14.Alam y’alam bi-an nal lahaa yaraa
15.Kalla la illam yantahi la nasfa’am bin nasiyah
16.kathibatin khati-a
17.Fal yad’u naadiyah
18.Sanad ‘uz zabaaniyah
19.Kalla; la tuti’hu wasjud waqtarib (make sajda)
সুরা আলাক ইংরেজি অর্থঃ
In the Name of Allah, The Most Gracious and The Most Merciful
1.Recite in the name of your Lord who created –
2.Created man from a clinging substance.
3.Recite, and your Lord is the most Generous –
4.Who taught by the pen –
5.Taught man that which he knew not.
6.No! [But] indeed, man transgresses
7.Because he sees himself self-sufficient.
8.Indeed, to your Lord is the return.
9.Have you seen the one who forbids
10.A servant when he prays?
11.Have you seen if he is upon guidance
12.Or enjoins righteousness?
13.Have you seen if he denies and turns away –
14.Does he not know that Allah sees?
15.No! If he does not desist, We will surely drag him by the forelock –
16.A lying, sinning forelock.
17.Then let him call his associates;
18.We will call the angels of Hell.
19.No! Do not obey him. But prostrate and draw near [to Allah].