২১) সূরা ত্বীন
সূরা ত্বীন
সূরা ত্বীন আরবি:
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
وَالتِّينِ وَالزَّيْتُونِ
وَطُورِ سِينِينَ
وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
সুরা ত্বীন বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
১. ওয়াততীন ওয়াঝঝাইতূন।
২. ওয়া তূরি ছীনীন।
৩. ওয়া হা-যাল বালাদিল আমীন।
৪. লাকাদ খালাকনাল ইনছা-না ফীআহছানি তাকবীম।
৫. ছু ম্মা রাদাদ না-হু আছফালা ছা-ফিলীন।
৬. ইল্লাল্লাযীনা আ-মানূওয়া‘আমিলুসসা-লিহা-তি ফালাহুম আজরুন গাইরু মামনূন।
৭. ফামা-ইউকাযযি বুকা বা‘দুবিদ্দীন।
৮. আলাইছাল্লা-হু বিআহকামিল হা-কিমীন।
সূরা ত্বীন বাংলা অর্থ:
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
১.শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
২.এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
৩.এবং এই নিরাপদ নগরীর।
৪.আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
৫.অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
৬.কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
৭.অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
৮.আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
সূরা ত্বীন ইংরেজি উচ্চারণঃ
Bismillah Hir Rahman Nir Raheem
1.Wa teeni wa zaytoon
2.Wa toori sineen
3.Wa haazal balad-il ameen
4.Laqad khalaqnal insaana fee ahsani taqweem
5.Thumma radadnahu asfala safileen
6.Ill-lal lazeena aamanoo wa ‘amilus saalihaati; falahum ajrun ghairu mamnoon
7.Fama yu kaz zibuka b’adu bid deen
8.Alaysa Allahu bi-ahkami alhakimeen
সূরা ত্বীন ইংরেজি অর্থঃ
In the Name of Allah, The Most Gracious and The Most Merciful
1.By the fig and the olive
2.And [by] Mount Sinai
3.And [by] this secure city [Makkah],
4.We have certainly created man in the best of stature;
5.Then We return him to the lowest of the low,
6.Except for those who believe and do righteous deeds, for they will have a reward uninterrupted.
7.So what yet causes you to deny the Recompense?
8.Is not Allah the most just of judges?