২২)সূরা ইনশিরাহ
সুরা ইনশিরাহ
সূরা ইনশিরাহ আরবিঃ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
وَإِلَى رَبِّكَ فَارْغَبْ
সূরা ইনশিরাহ বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
১. আলাম নাশরাহলাকা সাদরাক।
২. ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক
৩. আল্লাযীআনকাদা জাহরাক।
৪. ওয়া রাফা‘না-লাকা যিকরাক।
৫. ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।
৬. ইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।
৭. ফাইযা-ফারাগতা ফানসাব।
৮. ওয়া ইলা- রাব্বিকা ফারগাব।
সুরা ইনশিরাহ বাংলা অর্থ:
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
১.আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
২.আমি লাঘব করেছি আপনার বোঝা,
৩.যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
৪.আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
৫.নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
৬.নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
৭.অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
৮.এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।
সূরা আল ইনশিরাহ ইংরেজি উচ্চারণঃ
Bismillah Hir Rahman Nir Raheem
1.Alam nashrah laka sadrak
2.Wa wa d’ana ‘anka wizrak
3.Allathee anqada thahrak
4.Wa raf ‘ana laka zikrak
5.Fa inna ma’al usri yusra
6.Inna ma’al ‘usri yusra
7.Fa iza faragh ta fansab
8.Wa-ila rabbika farghab
সূরা ইনশিরাহ ইংরেজি অর্থঃ
In the name of Allah, The Most Gracious and The Most Merciful
1.Did We not expand for you, [O Muhammad], your breast?
2.And We removed from you your burden
3.Which had weighed upon your back
4.And raised high for you your repute.
5.For indeed, with hardship [will be] ease.
6.Indeed, with hardship [will be] ease.
7.So when you have finished [your duties], then stand up [for worship].
8.And to your Lord direct [your] longing.