ইনহেলার সঠিকভাবে ব্যবহার করার নিয়ম ইনহেলার এর পার্শ্ব প্রতিক্রিয়া ইনহেলার এর কাজ

শ্বাসকষ্ট এবং সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটীভ পালমোনারী ডিজিজ) এর রোগীদেরকে ডাক্তাররা প্রতিনিয়তই ইনহেলার ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকেন। যারা অনেকদিন ধরেই এই দুটি রোগের যেকোনোটায় ভুগছেন তারা খুব সহজে ইনহেলার ব্যবহার করতে পারলেও নতুন রোগীদের ক্ষেত্রে দেখা যায় অনেকসময়ই তারা এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। ফলশ্রুতিতে তাদের রোগ সহজে নিয়ন্ত্রণে আসতে চায় না বা আসলেও তার জন্য অনেক ওষুধ খরচ করা লাগে। তাই আজ আমরা ইনহেলার এর ধরণগুলো সম্পর্কে জানাবো এবং কোন ধরণের ইনহেলার কিভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলাপ করব।

ইনহেলারের ধরণসমূহ

ইনহেলার সাধারণত ৩ ধরণের হয়-

১. মিটারড ডোজ ইনহেলার (এমডিআই)

২. ড্রাই পাউডার ইনহেলার (ডিপিআই)

৩. নেবুলাইজার

১. মিটারড ডোজ ইনহেলার এর ব্যবহার পদ্ধতি

এমডিআইতে ওষুধ গ্যাস ফর্মে থাকে, তাই এটি ব্যবহারের জন্য আর কিছুর প্রয়োজন হয় না। শুধু যখন আপনার ওষুধ নিতে হবে তখন নীচের ধাপগুলি অনুসরণ করুন।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে-

২. ড্রাই পাউডার ইনহেলার এর ব্যবহার পদ্ধতি

এই ইনহেলারে আলাদা করে ওষুধ ব্যবহার করতে হয়। এটি ব্যবহারের জন্য নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করুন-

৩. নেবুলাইজার এর ব্যবহার পদ্ধতি

ইনহেলারের যতগুলো ধরণ আছে তার মধ্যে নেবুলাইজার ব্যবহার করা সবচেয়ে সহজ। নেবুলাইজারে তরল ওষুধের ভিতর দিয়ে বাতাস দ্রুত প্রবাহিত করা হয় যার ফলে সূক্ষ্ম শিশির কণার মতো ওষুধের কুয়াশা তৈরি হয়। রোগীকে শুধু একটা ফেসমাস্কের মাধ্যমে এই ওষুধের কুয়াশার মধ্যে নিঃশ্বাস নিতে হয়। নেবুলাইজার ব্যবহারের ধাপগুলি নিম্নরূপ।

ইনহেলার আপনার শ্বাসকষ্টে ঠিক কতখানি উপকারে আসবে তা নির্ভর করে আপনি কতটা ভালোভাবে ইনহেলার ব্যবহার করতে পারছেন তার উপর। তাই ইনহেলারের সঠিক ব্যবহার জানা এবং সে অনুযায়ী ব্যবহার করতে পারা অত্যন্ত জরুরী।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]