গর্ভবতী মায়ের যত্ন ও পরামর্শ কিভাবে-গর্ভবতী-মায়ের-যত্ন-নিবেন

গর্ভকালীন সময়ে একজন মাকে যে স্বাস্থ্যসেবা দেয়া হয় তাই গর্ভকালীন সেবা । গর্ভধারণের সময় হতে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কালে মা ও শিশুর যত্নকে গর্ভকালীন যত্ন বা Antinatal Care বলে। এই গর্ভকালীন যত্নের লক্ষ্য হল মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তার প্রতিরোধ বা চিকিৎসা করা। এক কথায় মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি না করে সমাজকে একটি সুস্থ শিশু উপহার দেয়া।

খাদ্যাভ্যাস এবং বিশ্রাম 

নবজাতকের সঠিক ভাবে বেঁচে থাকা নির্ভর করে তার জন্মকালীন ওজনের ওপর। এই জন্মকালীন ওজন নির্ধারিত হয় গর্ভাবস্থায় শিশুটির ঠিক কতখানি ওজন বৃদ্ধি পায় তার ওপর।   

গর্ভবতী মায়ের সঠিক খাদ্য তালিকা  

ব্যক্তিগত স্বাস্থ্যবিধি

প্রতিদিন নিজে পরিছন্ন থাকা, গোসল এবং কাপড় পরিষ্কার করা উচিত, গোসল করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত।

ঘুমানো এবং বিশ্রাম করা 

প্রতিদিন ৮ ঘন্টা ঘুমাতে হবে এবং দুপুরের খাবার এর পর কমপক্ষে ২ ঘন্টা বিশ্রাম নিতে হবে। 

অন্ত্রের যত্ন

নিয়মিত সবুজ শাকসবজি, ফলমূল এবং অতিরিক্ত তরল খাদ্য গ্রহণের মাধ্যমে কৌষ্ঠকাঠিন্য দূর করা যায়। 

স্তনের যত্ন 

গর্ভধারণের পর স্তন ধীরে ধীরে বড় হতে থাকে, এবং অস্বস্থি হতে পারে। এজন্য সঠিক সাইজের অন্তর্বাস বা ব্রেসিয়ার পরিধান করতে হবে।  

মুত্রাশয়ের যত্ন

প্রতিদিন কমপক্ষে ২ থেকে ৩ লিটার পানি পান করতে হবে।  প্রসাব এর বেগ পেলে সাথে সাথে মূত্র ত্যাগ করতে হবে। সহবাস এর আগে এবং পরে প্রসাব করতে হবে, এতে মূত্রনালীতে ব্যাক্টেরিয়া থাকলে সেটি দূর হয়ে যাবে।

প্রস্রাবের পর সামনে থেকে পিছনের দিকে পরিষ্কার করতে হবে। নিয়মিত পরিষ্কার পরিছন্ন থাকতে হবে। 

সুতির আন্ডারওয়ার এবং ঢিলেঢালা সালোয়ার পরিধান করতে হবে, লেগিংস, চাপা জিন্স পেন্ট যৌনাঙ্গে আদ্র পরিবেশ তৈরী করার ফলে ব্যাক্টেরিয়া কে ধরে রাখতে সহায়তা করে, তাই এধরণের পোশাক পরিধান করা এড়িয়ে চলতে হবে। 

যদি আপনার ডায়বেটিস থাকে তাহলে রক্তে  গ্লুকোজ এর মাত্রা নিয়ন্ত্রণ করুন। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুসারে চলুন।

ব্যায়াম 

বাসা বাড়ির হালকা কাজ করা যাবে। গর্ভাবস্থায় শেষের দিকে অতিরিক্ত শারীরিক পরিশ্রমযুক্ত কাজ ফিটাস বা ভ্রন কে খারাপভাবে প্রভাবিত করতে পারে। 

ধূমপান বা মদ্যপান 

ধূমপান বা মদ্যপান অবশ্যই পরিত্যাগ করতে হবে। এগুলো গর্ভপাত, ছোট বাচ্চা, আই ইউজিআর এবং ক্ষতি করতে পারে, গর্ভাবস্থায় অধূমপায়ী মায়েদের তুলনায়, যেসব মহিলারা ধুমপান করেছিলেন তাদের বাচ্চার জন্মমৃত্যুর হার ১০ থেকে ৪০% বেশি ।

দাঁতের যত্ন 

দিনে দুবার ব্রাশ করতে হবে এবং রাতে ঘুমানোর আগে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকতে হবে। 

যৌনমিলন 

১ম ট্রাইমেস্টারে এবং গর্ভাবস্থার শেষ ৬ সপ্তাহ পুরোপুরিভাবে যৌন-মিলন থেকে বিরত থাকতে হবে। যদি বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে বা নির্ধারিত সময়ের পূর্বেই সন্তান জন্মদানের ঝুঁকি থাকে তাকলে শারীরিক ভাবে মিলিত না হওয়াই শ্রেয়।  

ভ্রমণ

এই অবস্থায় লম্বা সময় ধরে কিংবা অতিরিক্ত চাপযুক্ত ভ্রমণ এড়িয়ে যাওয়াই শ্রেয়। ১ম এবং ৩য় ট্রাইমেস্টারে, ঝাঁকুনি দেয় এমন যানবাহন এড়িয়ে চলা ভাল। 

পোশাক পরিধান 

গর্ভাবস্থায় খুব সাধারণ ও ঢিলেঢালা পোশাক পরিধান করা উচিত। আঁটসাঁট বা চাপা কাপড় পরিধান থেকে বিরত থাকতে হবে। উঁচু জুতা পড়া থেকে বিরত থাকতে হবে।  

ওষুধ 

প্রয়োজন না হলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন ধরনের ওষুধ খাওয়া উচিত নয়।

টিটেনাস টক্সয়েড টিকা

রেডিয়েশন 

গর্ভাবস্থায় ভ্রূণ রেডিয়েশনের সংস্পর্শে আসলে ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে। 

ইনভেস্টিগেশন 

গর্ভকালীন সময়ে একজন ডাক্তার সাধারণত একজন মাকে নিচের পরীক্ষা নিরীক্ষা গুলি দিয়ে থাকেন- 

জেনেটিক স্ক্রিনিং (১ম ট্রাইমেস্টার শেষ হওয়ার সময়)

যদি বাবা কিংবা মা কারো ক্ষেত্রে নিজেদের অথবা পারিবারিক ক্ষেত্রে জেনেটিক্যালি কোন সমস্যা অথবা জন্মগত ত্রুটির কোন রেকর্ড থাকলে তথাপি বাচ্চা জন্মদানের সময় মা-র জীবন নাশের হুমকি থাকা সত্ত্বেও তিনি যদি সন্তান জন্ম দিতে আগ্রহী হন তাহলে চিকিৎসক কিছু পরামর্শ দিয়ে থাকেন।সেগুলো হল 

সতর্ক-সঙ্কেত 

নিম্নলিখিত সমস্যাগুলো দেখা দিলে গর্ভবতী মহিলাকে অবশ্যই অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 

রোগীকে এই ব্যাপারেও নির্দেশনা দেয়া থাকে যে, যদি ভ্রূণের স্বাভাবিক নড়াচড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় কিংবা তুলনামূলকভাবে কম হয়, ঘুমানোর ক্ষেত্রে সমস্যা তৈরী হলে, বমি অথবা মূত্রনালীতে সমস্যা তৈরী হলে, মূত্র তুলনামূলক কম মাত্রায় ক্ষরিত হলে, ১২ ঘন্টার বেশি প্রসব ব্যাথা অনুভব হওয়া সহ যেকোন অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হলে গর্ভবতী মহিলাকে অবশ্যই অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 

গর্ভকালীন এবং প্রসাবকালীন সময়ে যে কোনো জটিলতা দেখা দিলে দেরি না করে গর্ভবতী মাকে জরুরি সেবার জন্য মাকে দ্রুত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]