১৬ তম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি কলেজ লেভেল এন টি আর সি এ আপডেট নিউজ 16th NTRCA Question Solution College Level

1.বীর প্রতীক কত জন–426 জন
2.সংবিধান রচনা কমিটির মহিলা সদস্য–বেগম রাজিয়া বানু
3.বৃহত্তম উপজেলা–শ্যামনগর
4.মনপুরা-70 কি-চিত্রশিল্প
5.সংবিধান কয়টি ভাষায় রচিত-২
৬.কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত—রাঙামাটি
7.মহাস্থানগড়-বগুড়া
8.নদী ছাড়া মহানন্দা কি-আম
9.প্রথম epz–চট্টগ্রাম
10.মূল্য সংযোজন কর-পরোক্ষ কর
11.কারাগারের রোজনামচা-বঙ্গবন্ধু
12.ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে–ভারত(আফগানিস্তানের সঙ্গে শততম জয়)
13.বিশ্বব্যাংক থেকে সদস্য প্রত্যাহারকারী দেশ-চীন
14.তুরস্কের মুদ্রা-লিরা
15.স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ-ইরাক
16.বাংলা প্রথম সার্চইঞ্জিন-পিপীলিকা
17.নিউজিল্যান্ডের আদিবাসী-মাউরি
18.পরিবেশ দিবস-5জুন
19.কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন-29
২০.উরুগুয়ে রাউন্ড কোন সংস্থার সাথে সম্পর্কিত-WTO
21.যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা-রাষ্ট্রপতি শাসিত
22.SMOG হচ্ছে–দূষিত বাতাস
23.ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্র-সিসমোগ্রাফ
24.হিমগ্লোবিনের কাজ-অক্সিজেন পরিবহন

16th NTRCA Question Solution College: Bangla
  1. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? – ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
  2. বাক্যে কোন যতি চিন্হটি থাকলে থামার প্রয়োজন নেই? – হাইফেন
  3. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠিাতা সম্পাদক কে ছিলেন? – ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি? – পয়ঃ
  5. কোন বানানটি শুদ্ধ? – মুমূর্ষু
  6. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী? – চাটুকারিতা
  7. ‘দর্শনীয়’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়- দৃশ + অনীয়
  8. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ? – উভয়
  9. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ- নির্মোক
  10. “রাজাই রাজাই লড়াই করছে” _এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী? – ব্যাতিহার কর্তা
  11. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? – ষ্ + ণ
  12. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? – ভিক্ষুককে ভিক্ষা দাও
  13. ‘প্রসারণ’ এর বিপরীত শব্দ- আকুঞ্চন
  14. কোনটি ফারসি শব্দ? – চশমা
  15. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ- পিশাচ-পিচাশ
  16. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি? – কৃত বিদ্যা যার, সমানাধিকরন বহুব্রীহি সমাস
  17. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? – কর্মধারায়
  18. “যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে” – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? – লেফাফা দুরস্ত
  19. যোগরূঢ় শব্দ কোনটি? – পঙ্কজ
  20. কোনটি সমার্থক শব্দ নয়? – পাবক
  21. নিচের কোন বাক্যটি শুদ্ধ? – বিধি লঙ্ঘিত হয়েছে
  22. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? – ‘র’, ‘এর’
  23. কোনটি ব্যাঞ্জন সন্ধির উদাহরণ? – সংবাদ
  24. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা? – রোমান্টিক প্রণয় কাব্য
  25. কায়কোবাদের প্রকৃত নাম কী? – কাজেম আল কোরেশী
16th NTRCA Question Solution College: English
  1. Had I riches, I — (help) you. – would have helped
  2. What is the appropriate meaning of ‘Achilles heel’? – Vulnerable point
  3. ‘লেবু কচলালে তেতো হয়’ – The best translation is- A jest driven hard, loses its point
  4. Which one below is a correct sentence?
  5. At the scene, — mother arose in her.
  6. What is the verb from of the word ‘friend’? – befriend
  7. Choose the correct sentence.
  8. Which is the correct use of gerund?
  9. The correctly spelt word is- millennium
  10. Which one is the correct sentence?
  11. The word `Homely’ is- adjective
  12. What you (do) at this moment?
  13. Choose the correct answer:
  14. The word
  15. It is high time we (change) our food habit. – changed
  16. Five litres od milk is contained — pot.
  17. I could not go — for the examination due to rain.
  18. The phrase ‘at loggerheads’ means- quarreling
  19. Hurry spoils-
  20. — water of this Jake is pure. – The
  21. I wanted the poster to —
  22. “Leave no stone unturned” means- try every possible means
  23. Would you mind — me a cup of tea? – bringing
  24. What is the antonym of ‘rear’? – front
  25. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল। – The boy came to me crying.
16th NTRCA Question Solution College: Math
  1. ৮৮, ৯১, ৯৫ এবং ৯৯ সংখ্যাগুলাের মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে? – ৮৮
  2. পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত? – ২ কেজি
  3. একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফল এর কতগুণ? – ৯
  4. একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার? – ৮২
  5. একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? – ১২%
    ১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে? – ২০০ টাকা
  6. 3 cotA = 4 হলে sinA এর মান কত? – 3/5
  7. 9p2 + 14p এর সাথে কত যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? – 49/9
  8. m-n =x এবং mn = 6×2 হলে m3 – n3 = কত? – 19×3
  9. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং ৪ সে.মি. হলে ক্ষেত্রফল কত হবে? – 24 বর্গ সে.মি.
  10. ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? – ২৪০০
  11. x2 – 3x, x2 – 9 এবং x2-4x + 3 বীজগাণিতীক রাশির গ.সা.গু কত হবে? – x -3
  12. যদি ax = b, by = c এবং cz = a হয় তবে xyz এর মান কত হবে? – 1
    log10 x = – 2 হলে x এর মান কত হবে? – 0.01
  13. একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে? – ২৪ মিটার
  14. x – 1/x = 52 হলে (x + 1/x)2 এর মান কত? – সঠিক উত্তর নাই। সঠিক- 2708.
  15. x2–4, x2+4+x+4, x3–8 বীজগাণিতীক রাশির ল.সা.গু কত? – সঠিক উত্তর নাই। প্রশ্নে ভুল আছে।
  16. x2 + 1/x2 = 3 হলে (x6+1)/x3 এর মান কত? – 2√5
  17. ক : খ = ৪:৭, খঃ গ = ১০: ৭ হলে কঃ খঃ গ কত হবে? – ৪০ : ৭০ : ৪৯
  18. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলােমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? – ৩০০
  19. একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? – π বর্গ একক
  20. কোনাে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ – স্থুল কোণ
  21. (sinθ + cosθ)/(sinθ – cosθ) = 7 হলে secθ এর মান কত? – ± 5/3
  22. x2 – x – 6 = 0 সমীকরণের মূলদ্বয় হবে- 3, -2
  23. রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত? – ৪১ বছর

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]