ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা DU Admission Question Solution 2012 [A unit]

  1. ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হলো-

Mg₃(PO₄)₂

Mg₂(PO₄)₂

Mg₂(PO₄)₃

  1. নিচের কোন বিক্রিয়াটি ডিস্প্রোপরশনেশন বিক্রিয়া?

Cl₂NaOH → NaOCl + NaCl+ H₂O

Fe + dill. H₂SO₄ → FeSO₄+H₂

CuSO₄+NH₄OH → Cu(OH)₂+(NH₄)₂SO₄

  1. 18.5% N₂O₄ 25°C তাপমাত্রায় এবং 1 atm চাপে বিয়োজিত হলে এর মান কত?

0.142 atm

0.125 atm

0.185 atm

  1. নিচের মিশ্রণসমূহ থেকে বাফার দ্রবণটি সনাক্ত করো-

0.2M 10mL CH₃COOH + 0.1 M 10 mL NaOH

0.2M 10mL CHL + 0.1 M 10 mL NaOH

0.1M 10mL CH₃COOH + 0.2 M 10 mL NaOH

  1. নিচের কোন যৌগটি Flehling দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধঃক্ষেপ দেয়?

RCH₂CHO

RCH₂OH

(CH₃)₂CO

  1. Sr, Tc, Zr এবং Rb পরমাণুর ব্যাসার্ধের ক্রম হলো-

Rb>Sr>Zr>Tc

Zr>Tc>Rb>Sr

Sr>Tc>Zr>Rb

  1. বোল্টজম্যান ধ্রুবকের একক হলো-

J/molecule

g/cc

J.s

  1. Sn(s) + 2Ag⁺(aq) → SN₂⁺(aq) + 2Ag(s) – বিক্রিয়াটির ক্ষেত্রে নিম্নের কোনটি কোষের বৃদ্ধি করে?

increase in the concentration of Ag+ ions

increase in the size of tin rod

increase in the concentration of SN₂+ ions

  1. নিম্নের কোন বিক্রিয়াটি প্রশমন এনথালপি ∆Hneutr প্রকাশ করে?

HCl(aq) + ½ Ca(OH)₂(aq) → ½ CaCl₂(aq)+H₂O(l)

2HCl(aq)+ Ca(OH)₂(aq) → CaCl₂(aq)+2H₂O(l)

H₂SO₄(aq) + Ca(OH)₂(aq) → CaSO₄(aq) + 2H₂O(l)

  1. ZN₂⁺|Zn এবং Ag⁺|Ag তড়িৎদ্বার দুটির বিজারণ বিভব যথাক্রমে -0.76V এবং +0.80V । এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত হবে?

+1.56 v

-1.56 v

+0.04v

  1. Y=mx, y=m1x এবং y=b সরলরেখাত্রয়ের দ্বারা গঠিত ত্রিভুজের বর্গএককে ক্ষেত্রফল হবে-

b2 (m1−m)/mm1

b2 (m1−m)/2mm1

none

  1. 3x²+5y²=15 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হবে-

√2/√5

√5√2

none

  1. (2×2−1/2×3)10 এর বিস্তৃতিতে – বর্জিত পদটি কততম এবং এর মান কত?

পঞ্চম এবং 840

সপ্তম এবং 30

ষষ্ঠ এবং 252

  1. একটি বস্তুকণা খাড়া উপরের দিকে প্রক্ষেপ করলে নির্দিষ্ট বিন্দু p – তে পৌঁছাতে t1 সময় লাগে। যদি আর t2 সময় পর বস্তুটি ভূমিতে পতিত হয় তবে কণাটির সর্বোচ্চ উচ্চতা হবে-

1/8g(t1+t2)2 &#

1/8(t1+t2)

none

  1. tan(tan−1 1/3+tan−1 1/2) এর মান হবে−

1

2

3

  1. যদি x2+3xy+5y2=1 হয়, তাহলে dy/dx সমান হবে−

−2x+3y/3x+10y

2x+3y/3x+10y

none

  1. 1/2+1/3^2+1/2^3+1/3^4+1/2^5+1/3^6……… ধারার সমষ্টি হবে-

19/24

5/19

5/24

  1. x2−5x−3=0 সমীকরণের মূলদ্বয় α,β হলে 1/α,1/βমূলবিশিষ্ট সমীকরণটি হবে−

3×2+5x-1=0

5×2−3x−1=0

3×2+5x+1=0

  1. বাস্তব সংখ্যায় 1|2x−3| >5 অসমতাটির সমাধান হলো-

(7/5, 3/2) U (3/2, 8/5)

[7/5, 3/2] U [3/2, 8/5]

[7/5, 8/5]

  1. lim x→0 ex−1/x=?

1

2

3

 

  1. ‘নিরাকার’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

নি+ আকার

নিঃ + আকার

নির+ আকার

নিরঃ + কার

  1. ‘কর্বূর শব্দের অর্থ-

রাক্ষস

গন্ধদ্রব্যবিশেষ

রাসায়নিক পদার্থ

করণীয়

  1. ‘তুষারধবল’ কোন সমাসের উদাহরণ?

সাধারন কর্মধারয়

উপামন কর্মধারয়

উপমিত কর্মধারয়

মদ্যপদলোপী কর্মধারয়

  1. ণ-ত্ব বিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত?

দরন, বরণ

বর্ননা, পুরোনো

নেত্রকোনা, পরগনা

রূপায়ন, প্রণয়ন

  1. ‘সমবিব্যাহার’ শব্দটি কয়টি উপসর্গ আছে?

  1. দেহের বয়স অনুযায়ী মনের বয়স না বাড়লে তাকে বলে-

শারীরিক প্রতিবন্ধি

মনোবিকারগ্রস্ত

মানসিক রোগী

বুদ্ধিপ্রতিবন্ধী

  1. কোন শব্দটি শুদ্ধ?

সমীক্ষন

সমীচীন

শিরচ্ছেদ

ভাস্কর

  1. ‘মাতৃহৃদয়ে পক্ষপাতিতা নাই।’ বাক্যটি কোন রচনার অন্তর্গত?

অর্ধাঙ্গী

যৌবনের গান

বিলাসী

কমলাকান্তের দপ্তর

  1. বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনি-

ঘোষধ্বনি

অঘোষধ্বনি

মহাপ্রাণধ্বনি

নাসিক্যধ্বনি

  1. ‘যেমন কর্ম তেমন ফল’ এ বাক্যে ব্যবহৃত হয়েছে-

নির্ধারক বিশেষণ

ক্রিয়া বিশেষণ

সাপেক্ষে সর্বনাম

বিশেষণের বিশেষণ

  1. যদি y=√cos2x হয়, তবে dy/dx=?

-sin2x/√cos2x

cos2x

none

  1. একজন কৃষক একটি আয়তাকার বাগানের তিন দিক বেড়া দিয়ে এবং চতুর্দিকে একটি দেওয়াল দিয়ে ঘেরাও দিল। যদি তাঁর কাছে 100m বেড়া থাকে তবে ঘেরাও দেওয়া স্থানের সর্বোচ্চ আয়তন হবে-

1250m2

750m2

2000m2

  1. Sin(ax+b) এর n–তম অন্তরক হবে-

ansin(π/2 n+ax+b)

(−1)nancos(ax+b)

(−1)nansin(ax+b)

  1. ‘a’ এর কোন মানের জন্য 2i ̂+j ̂-k ̂,3i ̂-2j ̂+4k ̂ এবং i ̂-3j ̂+ak ̂ ভেক্টরত্রয় সমতলীয়?

5

4

3

  1. 8+4 √(5i) এর বর্গমূল হবে-

±(√10+i√2)

± (3+2i)

±(√10+i√2)

  1. স্বরবর্ণগুলোকে সব সময় একত্রে রেখে KACHUA শব্দটির বর্ণগুলোকে সাজানোর সংখ্যা হবে-

72

144

24

  1. u-বেগে অনুভূমিকের সাথে α কোণে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা হবে-

u2 sin2α/2g &

u2 sin2α/2g

none

  1. (i+1)2/(i−1)4 জটিল সংখ্যাটির আর্গুমেন্ট হবে-

-π/2

π/2

  1. একজন লোকের 3 জোড়া কালো মোজা এবং 2 জোড়া বাদামী মোজা আছে। একদিন অন্ধকারে তাড়াহুড়া করে লোকটি কাপড় পড়ল। সে প্রথমে একটি বাদামী মোজা পরার পর পরবর্তী মোজাও বাদামী হবার সম্ভাবনা-

1/3

3/10

1/10

  1. f(x)= x−32x+1 এবং x ≠12 হলে f−1(−2) এর মান হবে−

1/5

5

2

  1. ‘পাঞ্জেরী’ কবিতায় যাত্রীরা কোথায় বসে অপেক্ষা করে?

তীরে

মাস্তুলে

বন্দরে

দাঁড়ে

  1. নিচের কোনটি শুদ্ধ বানান?

স্বায়ত্ত্বশাসন

সায়ত্ত্বশাসন

স্বায়ত্তশাসন

স্বায়ত্ত্বশোষণ

  1. ‘বিলাসী’ গল্পে ঊনিশ মতকের যে সমাজ-সংস্কারকের কথা আছে তাঁর নাম-

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রামমোহন রায়

অক্ষয়কুমার

ভূদেব মুখোপাধ্যায়

  1. সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ?

বৃহদংশ

জাত্যাভিমান

আদ্যান্ত

শিরোচ্ছেদ

  1. ‘তাম্রশাসন’ মানে-

স্বৈরশাসন

কালো আইন

তামার পাতে খোদাই করা আদেশ

একজন রাজার নাম

  1. `The situation has come to a head’-এর অর্থ

পরিস্থিতির উন্নতি ঘটেছে

পরিস্থিতি সবচেয়ে ভালো অবস্থায় এসে দাঁড়িয়েছে

পরিস্থিতির অবনতি ঘটেছে

পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে

  1. ‘মশুক’ শব্দের অর্থ-

মশুধারী

ভেক

কুয়ো

মিষ্টিজাতীয় দ্রব্য

  1. নিচের কোনটি শামসরি রাহমানের কাব্যগ্রন্থ নয়?

দুঃসময়ের মুখোমুখি

উদ্ভদ উটের পিঠে চলেছে স্বদেশ

নিজ বাসভূমে

একক সন্ধ্যায় বসন্ত

  1. কোন শব্দটি উপসর্গযোগে গঠিত?

অবরেণ্য

তরুণ

পরীক্ষা

কলুষ

  1. ‘সাহচর্য’ শব্দটি গঠিত হয়েছে-

প্রত্যয়যোগে

ধাতুযোগে

সন্ধিযোগে

সমাসযোগে

  1. F1 জনুর উদ্ভিদকে প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করাকে বলা হয়-

টেস্ট ক্রস

ডাইহাইব্রিড ক্রস

মনোহাইব্রিড ক্রস

  1. T2 ব্যাকটেরিওফায কয়টি জীন থাকে?

150

160

155

  1. কোনটি জাইলেম টিস্যুর অংশ নয়?

সিভ নল

উড ফাইবার

ট্র্যাকিয়া

  1. নিচের কোনটি কেবলমাত্র বাংলাদেশে পাওয়া যায়?

Knema bengalensis

Ficus benghalensis

Tactaria chattagramica

  1. ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হলো-

আইলেটস্ অব ল্যাংগারহ্যান্স

প্লীহা

অগ্ন্যাশয়

  1. Lilliopsia বলতে কি বুঝায়? ( What is meant by Lilliopsia?)

একবীজপত্রী উদ্ভিদ (monocotyledonous plant)

দ্বিবীজপত্রী উদ্ভিদ (dicotyledonous plant)

লিলিয়েসী গোত্র (Liliaceae family)

লিলিয়েলিস বর্গ (Liliales order)

  1. আরশোলার পেরিট্রফিক পর্দা থাকে কোন স্থানে? (where is the peritrophic membrace found in cockroach?)

ক্রপ (crop)

গিজার্ড (gizzard)

হেপটিক সিকাম (hepatic ceacum)

মেসেনটিরন (mesenteron)

  1. ওয়ালেসের লাইন হলো একটি কাল্পনিক সীমারেখা যা – এবং – অঞ্চলের মধ্যে অবস্থিত?

ওরিয়েন্ট অস্ট্রেলিয়া

কোরিয়া ও জাপান

ইউরোপ ও এশিয়া

  1. ককলিয়া হলো-

শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ

খাদ্য চর্বণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ

দৃষ্টির সাথে সংশ্লিষ্ট অঙ্গ

  1. মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণিতে?

হাইড্রা

মাছ

আরশোলা

  1. প্রথম চৌধুরী সম্পাদিত ’সবুজপত্র’ পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?

১৯১৩

১৯১৪

১৯১৫

১৯১৭

  1. ‘ঊর্ণাজাল’ শব্দের অর্থ-

দোপাট্ট্রা

কুজ্ঝটিকা

মাকড়াসার তৈরি জাল

মাছধরার নিক্ষেপযোগ্য জাল

  1. পাঠ্য কোন কবিতায়‘বাতাবি নেবু’র উল্লেখ আছে-

তাহারেই মনে পড়ে

বাংলাদেশ

একটি ফটোগ্রাফ

কবর

  1. একাধিক সআধান বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কি চিহ্ন ব্যবহৃত হয়?

কোলন

ড্যাশ

সেমিকোলন

কমা

  1. ‘আমাদের দলে কেহ দলপতি নাই।’ কাহাদের দলে?

কবিদের

তরুণদের

সাধকদের

বক্তাদের

  1. ‘কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা’- বাক্যটি আছে যে রচনায়-

বিলাসী

হৈমন্তী

সাহিত্যে খেলা

যৌবনের গান

  1. `Vertical’ শব্দের পরিভাষা-

অনুভূমিক

উচ্চতা

উল্লম্ব

দেয়াল

  1. পিপাসিত’ শব্দের বিশেষ্যরূপ-

পিপাসী

পিপাসু

পিপাসা

পিয়াসী

  1. কার মেছোয়াক করা দাঁত বালব-এর আলোয় ঝকঝক করে?

মোদাব্বেরের

মকসুদের

ইউনুসের

রাহাতের

  1. `Lyric’-শব্দের বাংলা পরিভাষা-

গান

সুর

কথা

গীতিকবিতা

  1. কোরালয়েড মূল কোথায় পাওয়া যায়? Where are coralloid roots found?)

cycas

ficus

Hibiscus

Daucus

  1. বাস্ট তন্ত কোনটি (Which one is the bast fibre?)

পাট তন্ত (jute fibre)

কার্পাস তুলা (Cotton)

শিমুল তুলা (Silk sotton)

কয়ের (coir)

  1. মানুষের বক্ষদেশীয় কশেরুকা কয়টি? (How many thoracic vertebrae are there in human?)

7

12

10

15

  1. কোনটি ommatidium এর অংশ নয়? (Which one is not part of an ommatidium?)

raabdosome

retinal sheath

retinal cell

ocellus

  1. গোদরোগ সুষ্টিকারী পরজীবির নাম-(Name of the parasite that causes Elephantiasis is-)

entamoeba histolytica

Wuchereria bancrofit

Ades fatgans

Culex quinquefasciatus

  1. নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন-

রবার্ট ব্রাউন

আলেকজেন্ডার ফ্লেমিং

লুই পাস্তুর

  1. নিচের কোনটিতে প্লাসমিড নেই?

Yeast

Chlorella

tumefaciens

  1. সপ্তম করোটিক স্নায়ুকে বলা হয়-

ফ্যাসিয়াল

অপটিক

ট্রক্লিয়ার

  1. ক্রেবস চক্রে কতটি NADH2 তৈরি হয়?

3

4

2

  1. নিচের কোনটি ফার্ণ পাতার নাম?

Fronds

Prothallus

Stomium

  1. Choose the correct sentence :

The jury are arguing among themselves.

The jury is arguing among themselves.

The Jury is arguing among themselves .

The jury has been arguing among themselves.

  1. Choose the correct sentence :

It is you who is to pay.

It is you who are to leave.

It is you who is late.

It is you who has won the prize .

  1. Choose the correct sentence :

He suspicioned that something was wrong.

He suspicious that something is wrong.

He suspected that something was wrong .

He suspect that something is wrong.

  1. Why were the daffodils in Wordsworth’s ‘I Wandered Lonely as a Cloud’ dancing?

The poet was day dreaming.

The flowers had cheerful company .

The sea waves beside them had gone wild.

There was a strong wind.

  1. Why is the poet so sad to see the daffodils in ” The Daffodils”?

The poet is sad because the flowers have not bloodmed fully.

The poet is sad because winter will soon arrive.

The poet is sad because the flowers remind him of his own death.

The poet is sad because flowers bring very hot weather.

  1. The word ‘constraint’ means

freedom

limitation

plentiful

endless

  1. The expression ‘to look after’ means

to take

to follow

to imitate

to gaze

  1. The antonym of ‘ stubbron’ is

agreeable

obstinate

difficult

irritable

  1. What is the meaning of the expression ‘bottom of my heart’?

close to my heart

core of my heart

lower part of my heart

close to my liver

  1. The word ‘desperation’ is a/an

adjective

verb

adverb

noun

  1. ঝিনুকের খোলসের সবচেয়ে ভিতরের স্তরের নাম হলো-

ন্যাকার স্তর

পেরিকন্ড্রিয়াম

পেরিকার্ডিয়াম

  1. ‘Diversity and classification of flowering plants’ বইটির লেখক কে?

Armen Takhtajan

Theophrastus

George Bentham

  1. ফুসফুসীয় ধমনী বহন করে-

deoxygenated blood

venous blood

pure blood

  1. মানুষের RBC এর গড় আয়ুষ্কাল হচ্ছে-

120 days

62 days

28 days

  1. কোনটি সায়ানোব্যাকটেরিয়া নয়?

Clostridium

Aulosira

Anabaena

  1. অস্থি যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে-

পেরিঅস্টিয়াম

পেরিকন্ড্রিয়াম

পেরিকার্ডিয়াম

  1. মানুষের দেহে কোনটি টেস্টোস্টেরন তৈরি হয়?

ইন্টারস্টিশিয়াল কোষ

স্পারমেটোগোনিয়া

ইপিডিডাইমিস

  1. ইলেটারের কাজ কি?

স্পোর নির্গমনে সাহায্য করা

বংশ বিস্তারে অংশ গ্রহণ করা

খাদ্য সঞ্চয় করা

  1. কোনটি ‘ব্লু মোল্ড’?

Penicillium

Helminthosporium

Saprolegnia

  1. নিচের কোনটিকে হিল বিক্রিয়া বলা হয়?

H₂O থেকে O₂ নির্গমন

CO₂ থেকে O₂ নির্গমন

None

  1. The sysnonym of ’embellish’ is

adorn

shock

impoverish

destroy

  1. The verb of ‘beauty’ is

beautician

beautify

beautiful

beautification

  1. The idion ‘ let things slide ‘ means

ignore

lose gradually

reveal a secret

set free

  1. Choose the correct spelling:

indegenus

indiginous

indigenous

indigeneous

  1. The coreet translation of “রবিবার হইতে বৃষ্টি হইতেছিল:

It was raining from Sunday

It has been raining from Sunday

it has been raining since Sunday

It rained since Sunday

  1. Misuse of ___ energy has_____ destruction.

solar, shown

renewable, increase

nuclear, cause

atomic, wreaked

  1. There is _____ mailk in the bottle.

very few

any

very few

many

  1. I have _____ him to give _____ smoking.

said, up

talked, for

told, up

told, in

  1. The groom arrived at the community centre exactly _____ time.

in

for

by

on

  1. He hates _____ kept______ .

to be, waiting

being kept, wait

to be, to wait

to, waiting

  1. I’d like___ information, place

an

some

few

piece

  1. Yoga is_____ a good exercise for _____ breathing.

taken, controlling

treated, considerable

not, slowly

considered, controlling

  1. A man ____ by a speedong bus while he was crossing the road.

was run out

was run down

had been run

has been run over

  1. He _____ prefers ____ speak very little.

doesn’t, to

himself, to

himself, for

does, for

  1. It ____ heavily when he ____ up.

had snowed, woke

smows, wake

was snowing, woke

is snowing wakes

Question 116, 117, 118, 119 and 120 are based on the following reading.

Cats are carnivorous mammals of the family Felidae. They cannot chew their food, and their teeth are adapted to stab, anchor, and cut flesh. All cats except the cheetah have strong, sharp retractile claws, They are not adapted for long chases but prowl their prey on padded feet and try to overwhelm it in short dash or pounce. Big cats roam over a large area, usually alone but sometimes in family groups, for example, a pride of lions can contain as many as 37 groups, for example, a pride of lions can contain as many as 37 individuals. Cats generally are nocturnal animals, the retina of their eyes made extra sensitive to light by a layer of guanine, which causes the eyes to shine in the dark. Tigers are the largest of the cats. They are identified by their characteristic striped coat. They inhabit forests and grasslands in Asia where the population has suffered from hunting, deforestation, and demand for tiger parts in traditional medicines.

  1. A group of lions is called ‘pride of lions’ what is a group of dogs called?

a pack of dogs

a colony of dogs

a flock of dogs

a cluster of dogs

  1. ‘Cats are nocturnal animals’ means ____

cats have predatory eyesight

cats are sensitive to smell

cats hunt during daytime

cats are active at night

  1. ‘retractile claws’ in the passage means _____ .

claws that are extra sharp

cats that can change shape

claws that can move inwards

claws that are sensitive to feelings

  1. The synonym of ‘prowl’ is ____.

dive

chase

prance

stalk

  1. Cats are carnivorous , but human beings are_______ .

herbivorous

omnivorous

farinaceous

cadaverous

 

  1. একটি তারের উপর টান F হলে দৈর্ঘ্যবৃদ্ধি হয় x, তারটি যদি হুকের সূত্র মেনে চলে এবং তারের উপাদানের ইয়ং গুনাংক Y হয়, তবে তারে সঞ্চিত বিভব শক্তি কত?

1/2 Yx

Yx

1/2 Fx

  1. তোমার একটি 15 Ω রোধ প্রয়োজন কিন্তু তোমার কাছে কয়েকটা 10 Ω রোধ আছে। কীভাবে তুমি 10 Ω রোধ ব্যবহার করে 15 Ω রোধটি তৈরি করবে?

দুইটি সমান্তরাল একটি শ্রেণিবদ্ধ সংযোগে

দুইটি শ্রেণিবদ্ধ সংযোগে

তিনটি শ্রেণিবদ্ধ সংযোগে

  1. বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশি সমূহ হলো-

ভর, দৈর্ঘ্য সময়

বল, ভর ও সময়

ভর, বল ও সময়

  1. একই দৈর্ঘ্য এবং একই পদার্থ দিয়ে তৈরি দুটি তার P এবং Q কে একটি ব্যাটারির সাথে সমান্তরালে সংযুক্ত করা হয়েছে। P তারের ব্যাস 2mm এবং Q তারের ব্যাস 1mm । P এবং Q এর তড়িৎ প্রবাহের অনুপাত কত?

4/1

2/1

1/2

  1. 5kg ভরের একটি রাইফেল থেকে 20g ভরের একটি বুলেট 1000m/s গতিতে ছুটে যায়। পিছন দিকে রাইফেলের ধাক্কার বেগ কত?

4 ms⁻¹

40 ms⁻¹

400 ms⁻¹

  1. পৃথিবীপৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য g । কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তবে এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত?

2g

8g

4g

  1. একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220V এবং 1200W লেখা আছে। যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 1.00 টাকা হয়, তাহলে ইস্ত্রিটি 2 ঘণ্টা চালালে কত খরচ পড়বে?

. টাকা

২.৬ টাকা

২.৩ টাকা

  1. 300Hz কম্পাঙ্কের এবং বিপরীত দিকে অগ্রগামি দুটি অভিন্ন তরঙ্গের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে। স্থির তরঙ্গের পর পর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 1.5m অগ্রগামী তরঙ্গ দুটির বেগ কত?

900 m/s

450 m/s

200 m/s

  1. 0°C তাপমাত্রার 2.1kg বরফ 40°C তাপমাত্রার 5.9kg পানির সাথে মিশ্রিত করা হলো। মিশ্রণের তাপমাত্রা কত হবে? পানির আপেক্ষিক তাপ= 4.2×10³ Jkg-1K⁻¹, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ = 3.36×10⁵ Jkg⁻¹

8.5°C

10.5°C

9.5°C

  1. পানি সাপেক্ষে কাচের প্রতিসরাংক 9/8 । বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাংক 3/2। বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাংক কত?

4/3

3/4

2/3

  1. স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণের ফলে M₁ এবং M₂ ভরের দুটি খন্ডে বিভক্ত হয় এবং খন্ড দুইটি বিপরীত দিকে যথাক্রমে V₁ এবং V₂ বেগ প্রাপ্ত হয়। V₁ এবং V₂ এর অনুপাত কত হবে?

M2/M1

M1/M2

none

  1. একটি ঘরের বিপরীত দু’দেয়ালের মধ্যবর্তী দূরত্ব 4m । একটি দেয়ালে একটি অবতল দর্পণ লাগানো আছে। দর্পণ 2.5m হতে দূরে একটি বস্তু রাখলে তার প্রতিবিম্ব বিপরীত দেয়ালে গঠিত হয়। দর্পণের ফোকাস দূরত্ব কত?

1.54 m

2.25 m

1.44 m

  1. একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর। কত সময় পরে তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে?

6400 y

9600y

4800y

  1. Higgs প্রক্রিয়া এক ধরণের-

ভর তৈরির প্রক্রিয়া

বল তৈরির প্রক্রিয়া

ইলেকট্রন তৈরির প্রক্রিয়া

  1. নিচের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না?

সমবর্তন

অপবর্তন

প্রতিসরণ

  1. একটি কৈশিক নলের ব্যাস 0.04×10⁻⁴m । এর এক প্রান্ত পানিতে ডুবালে পানি নলের ভিতর 0.082m উপরে উঠে। পানির তল টান কত? দেয়া আছে স্পর্শ কোণ= 0 এবং পানির ঘনত্ব= 1.0×10³ kgm⁻³.

7.5×10⁻⁴ Nm⁻¹

9.5×10⁻⁴ Nm⁻¹

8.5×10⁻⁴ Nm⁻¹

  1. একটি ধারকের দুইটি পাতের মধ্যে বিভব পার্থক্য V এবং ধারকের সঞ্চিত শক্তি X । ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3V করা হলে, সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে?

9x

27

3x

  1. সঠিক মান কত?

α and β-

β- and γ

α and γ

  1. একটি কমন এম�

0.99

0.98

0.97

  1. একটি গাড়ি সোজা উত্তরদিকে 90m পথ 15s সময়ে অতিক্রম করে। পরবর্তীতে গাড়িটি দ্রুত ঘুরে দক্ষিণ দিকে 40m দূরত্ব 5s সময়ে অতিক্রম করে। এই 20s সময়কালে গাড়িটির গড় বেগের মান কত?

2.5 m/s

7 m/s

6.5 m/s

  1. সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি E । কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে সরল ছন্দিত গতিতে চলমান বস্তুটির মোট শক্তি কত হবে?

4E

E/2

2E

  1. হাইড্রোজেন পরমাণু শক্তি স্তরের প্রকাশ E = − 13.6/n2

10.2 eV

13.6 eV

4.5 eV

  1. একটি কণার ভরবেগ P । কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে?

√2P

8P

4P

  1. 100 w ক্ষমতা সম্পন্ন একটি হিটারে 2kg ভরের একটি কপারের খণ্ডকে 40s যাবত তাপ দেওয়া হলে খণ্ডটির তাপমাত্রা কত বৃদ্ধি হবে? কপারের আপেক্ষিক তাপ 400J/(kgK)

5K

25K

20K

  1. 300Hz কম্পাঙ্কের এবং বিপরীত দিকে অগ্রগামী দুটি অভিন্ন তরঙ্গের উপরিপাতনের ফলে একটি স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে। স্থির তরঙ্গের পর পর দুটি নিস্পন্ন বিন্দুর দূরত্ব 1.5m । অগ্রগামী তরঙ্গ দুটির বেগ কত?

900 ms-1

450 ms−1

200 ms−1

  1. একটি পাথরকে স্থির অবস্থায় একটি উঁচু দালান থেকে ছেরে দেওয়া হলো। ভূমিতে পৌঁছাতে পাথরটির 4s এর বেশি সময় লাগে। বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে পাথরটির প্রথম 4s সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2s সময়ে পতনের দূরত্বের অনুপাত কত?

4/1

2/1

1/4

  1. একটি আদর্শ ট্রান্সফর্মারের গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 6:1 । যদি মুখ্য কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি 6J হয় , তবে গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা কত?

6 W

36 W

36 J/s

  1. m ভরের একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতির পর্যায়কাল T । বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত

4π2 mr/T2

πmr2

none

  1. সীমিত ভর বিশিষ্ট কোন বস্তুকণা শুন্যস্থানে আলোর গতিবেগে চলতে পারে না । নিচের কোন সমীকরণ থেকে এর স্বপক্ষে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যুক্তি পাওয়া যায়?

m=m0/1−v2/c2√

E=mc²

none

  1. একটি বস্তুকে অনুভূমিকের সাথে 30° কোণে নিক্ষেপ করা হলো। পরবর্তীতে একই বস্তুকে একই আদি দ্রুতিতে অনুভূমির সাথে 40° কোণে নিক্ষেপ করা হলো। নিম্নের কোনটি সত্য নয়?

বেগের অনুভূমিক উপাংশ বৃদ্ধি পেল

বস্তুটির উড্ডয়নকাল বৃদ্ধি পেল

সর্বোচ্চ উচ্চতা বৃদ্ধি পেল

 

  1. সোডা অ্যাশ শিল্পক্ষেত্রে কোন পদ্ধতিতে তৈরি হয়?

Solvay process

Haber process

Chamber process

  1. Fe(OH)₃, Cu(OH)₂, Zn(OH)₂ এবং Co(OH)₂ অধঃক্ষেপ সমূহের রং-এর ক্রম হলো-

brown, blue, white and pink

brown, pink, white and blue

brown, white, blue and pink

  1. নিচের কোনটি অসত্য?

NH₃ and H₂O are conjugate pair

OH⁻ and H₂O are conjugate pair

OH⁻ is the conjugate base of acid H₂O

  1. নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে হাইড্রো-বিশ্লেষিত হয়?

SiCl₄

PbCl₄

CCl₄

  1. নিচের কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম π –ইলেকট্রন আছে?

C₂H₄

C₃H₈

C₆H₆

  1. নিম্নের কোন যৌগতির আকৃতি ত্রিকোণাকার সমতলীয়?

BCl₃

PH₃

BrF₅

  1. 300 K তাপমাত্রায় বাতাসের N₂ অণুর গতি কত?

516 m/s

600 m/s

450 m/s

  1. গ্রিগনারড বিকারক হলো-

RMgX

R’CaX

R’BaCl

  1. ইথানলকে 170°C তাপমাত্রায় অতিরিক্ত গাঢ় সালফিউরিক এসিড দ্বারা বিক্রিয়া করালে কী উৎপন্ন হয়?

CH₂=CH₂

CH₃CHO

C₂H₄SO₄

  1. 10.0 মি.লি. NaOH দ্রবণকে 0.12M ঘনমাত্রায় 15.0 মি.লি. অক্সালিক এসিড দ্বারা ট্রাইট্রেশন করলে প্রশমন বিন্দু পাওয়া যায়। NaOH এর ঘনমাত্রা কত?

0.36 M

0.40 M

0.32 M

FOR MORE CLICK HERE

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]