পৃথিবীর সব ভাষাতেই এমন অনেক শব্দ আছে যা একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। আমাদের বাংলা
ভাষায়ও এরূপ অনেক শব্দ আছে যা প্রচলিত একটি শব্দের উল্টো বা বিপরীত অর্থ প্রকাশ করে। প্রতিটি
শব্দেরই একটি বিশেষ অর্থ থাকে, যদিও বাক্যে ব্যবহারের ক্ষেত্রে সে অর্থেরও ভিন্নতা থাকতে পারে। ভাষার
ব্যবহারে এমন অনেক শব্দ আসে যার সম্পূর্ণ ভিন্ন বা বিপরীত একটি অর্থ রয়েছে। অর্থের দিক থেকে সম্পূর্ণ বিপরীত বা
ভিন্ন এই শব্দটিই ঐ মূল শব্দের বিপরীতার্থক শব্দ। ভাষার সৌন্দর্যবিধান ও ভাবপ্রকাশের বাহন হিসেবে
অত্যাবশ্যকীয়ভাবেই এটি এসে পড়ে।
একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বলে।
আমাদের দৈনন্দিন জীবনে ভাষার ব্যবহারে এর গুরুত্ব অপরিসীম। দক্ষতার সঙ্গে ভাষার ব্যবহার ও শিক্ষার্থীর শব্দসম্ভার
বৃদ্ধির জন্য বিপরীতার্থক শব্দ জানা আবশ্যক। বিপরীতার্থক শব্দের ব্যবহার করতে জানলে মনের ভাব অনেকক্ষেত্রে
প্রাঞ্জলভাবে প্রকাশ করা সম্ভব।
বিপরীতার্থক শব্দ বিভিন্নভাবে গঠিত হতে পারেÑ
ক. উপসর্গযোগে : শব্দের পূর্বে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে বিপরীতার্থক শব্দ গঠিত হতে পারে। সাধারণত অ, অন, অনা,
অপ, অব, দুর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গ শব্দের পূর্বে বসে প্রায়ই না-বাচক বা নিষেধবোধক অর্থ প্রকাশ করে।
যেমন : কাজÑ অকাজ, ইচ্ছাÑ অনিচ্ছা, আগ্রহÑ অনাগ্রহ, যশÑ অপযশ, রোগÑ নীরোগ, পথÑ বিপথ প্রভৃতি।
খ. ভিন্ন শব্দের মাধ্যমে : মূল শব্দের সঙ্গে মিল না রেখে সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ দ্বারা বিপরীতার্থক শব্দ গঠিত হতে পারে।
যেমন : অগ্রÑ পশ্চাৎ, আয়Ñ ব্যয়, উষ্ণÑ শীতল, জ্যোৎ¯œাÑ অন্ধকার, স¦র্গÑ নরক, হাল্কাÑ ভারি প্রভৃতি।
গ. শব্দের পরে কিছু যুক্ত হয়ে : মূল শব্দের পরে কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে বিপরীতার্থক শব্দ গঠিত হতে পারে।
সাধারণত কোনো শব্দের শেষে হারা, হীন, বিহীন, শূন্য প্রভৃতি যুক্ত হয়ে মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন :
চরিত্রবানÑ চরিত্রহীন, প্রতিভাশালীÑ প্রতিভাহীন, সমৃদ্ধিশালীÑ সমৃদ্ধিহীন, রোগÑ রোগহীন, বন্ধনÑ বন্ধনহারা প্রভৃতি।
নিচে বিপরীতার্থক শব্দের সংক্ষিপ্ত একটি তালিকা দেয়া হলোÑ
মূলশব্দ বিপরীতার্থক শব্দ মূল শব্দ বিপরীতার্থক শব্দ
অগ্র পশ্চাৎ অনুক‚ল প্রতিক‚ল
অ¤ø মধুর অন্তর বাহির
অধম উত্তম অলস পরিশ্রমী
অজ্ঞান সজ্ঞান অমর মর
অর্পণ গ্রহণ অনুরক্ত বিরক্ত
আকাশ পাতাল আসল নকল
আয় ব্যয় আলোক অন্ধকার
আবির্ভাব তিরোভাব আবির্ভূত তিরোহিত
আগে পিছে আকুঞ্চন প্রসারণ
আবৃত অনাবৃত আমদানি রপ্তানি
আবশ্যক অনাবশ্যক আস্তিক নাস্তিক
আদি অন্ত আদিম অন্তিম
আদান প্রদান আগমন নির্গমন/প্রস্থান
আকর্ষণ বিকর্ষণ আঁঠি শাঁস
আস্থা অনাস্থা আহার অনাহার
আরোহণ অবরোহণ আত্মীয় অনাত্মীয়
আশা নিরাশা আহার অনাহার
আবিল অনাবিল আদ্র অনার্দ্র
আসামী ফরিয়াদী আকস্মিক চিরন্তন
ইহকাল পরকাল ইষ্ট অনিষ্ট
ইচ্ছা অনিচ্ছা ইতর ভদ্র
ইতি আদি ইহলোক পরলোক
ইচ্ছুক অনিচ্ছুক ইতিবাচক নেতিবাচক
ইদানীন্তন তদানীন্তন ইহলৌকিক পারলৌকিক
ঈর্ষা প্রীতি ঈমান বেঈমান
ঈষৎ অধিক ঈশান নৈর্ঋত
ঈদৃশ তাদৃশ
উদয় অস্ত উচিত অনুচিত
উত্থান পতন উর্বর অনুর্বর
উন্নতি অবনতি উৎকর্ষ অপকর্ষ
উত্তপ্ত শীতল উষ্ণ শীতল
উদ্ধত বিনীত উগ্র সৌম্য/নম্র
উদার সংকীর্ণ উত্তর দক্ষিণ
উদ্ভাসিত ম্রিয়মান উৎসাহ নিরুৎসাহ
উজাড় ভরপুর উৎকৃষ্ট নিকৃষ্ট
উজ্জ্বল অনুজ্জ্বল উজান ভাটি
উর্বর অনুর্বর উল্লেখ অনুল্লেখ
উপকারিতা অপকারিতা উপচিকীর্ষা অপচিকীর্ষা
উন্মীলন নির্মীলন উন্মুখ বিমুখ
উন্নতি অবনতি উদার সংকীর্ণ
উপস্থিত অনুপস্থিত উতরানো তলানো
উড়ন্ত পড়ন্ত উদ্বৃত্ত ঘাটতি
ঐঝঈ
-২৮৫১ নির্মিতিÑ১৮১
উত্থিত পতিত উত্তরায়ন দক্ষিণায়ন
উৎরাই চড়াই উদ্বিগ্ন নিরুদ্বিগ্ন
ঊষর ঊর্বর ঊর্ধ্ব অধঃ
ঊষা সন্ধ্যা ঊর্ধ্বগামী নিম্নগামী
ঊর্ধ্বতন অধস্তন ঊর্ধ্বগতি অধোগতি
ঊহ্য স্পষ্ট ঋজু বক্র
একতা বিচ্ছিন্নতা এক অনেক
এঁড়ে বকনা একাল সেকাল
একূল ওকূল এদিক ওদিক
ঐহিক পারত্রিক ঐক্য বিভেদ/অনৈক
ঐচ্ছিক আবশ্যিক ঐশ্বর্য দারিদ্র্য
ঐতিহাসিক অনৈতিহাসিক ঐকমত্য মতভেদ
ওস্তাদ সাগরেদ ঔদার্য কার্পণ্য
ঔদ্ধত্য বিনয় ঔচিত্য অনৌচিত্য
ঔজ্জ্বল্য ¤øানিমা
কঠিন কোমল/তরল কড়ি কড়িশূন্য
কনিষ্ঠ জ্যেষ্ঠ কপট অকপট/সরল
কৃতজ্ঞ অকৃতজ্ঞ/কৃতঘœ কুৎসা প্রশংসা
কুৎসিত সুন্দর ক্রন্দন হাস্য
কাপুরুষ বীরপুরুষ কোমল কঠিন/কর্কশ
কৃষ্ণ শুভ্র কৃশ স্থূল
কৃশকায় স্থূলকায় কুটিল সরল
কল্পনা বাস্তব কল্যাণ অকল্যাণ
কাজ বিশ্রাম কার্যকর অকার্যকর
কুমেরু সুমেরু কুরুচি সুরুচি
কুশিক্ষা সুশিক্ষা কেলেঙ্কারি সুনাম
কু সু কৃত্রিম স্বাভাবিক
ক্ষীণ পুষ্ট ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু
ক্ষিপ্ত শান্ত ক্ষয় বৃদ্ধি
ক্ষীয়মাণ বর্ধমান ক্ষুদ্র বৃহৎ
ক্ষতি লাভ
খিড়কি সিংহদার গ্রাম্য নাগরিক
গ্রহণ বর্জন প্রশংসা নিন্দা
খুঁত নিখুঁত খÐ অখÐ
খুব অল্প খাতক মহাজন
খ্যাতি অখ্যাতি খ্যাত অখ্যাত
খোঁজ নিখোঁজ খুশি অখুশি
খাদ্য অখাদ্য খরিদ বিক্রয়
গরল অমৃত গৌণ মুখ্য
গ্রাম্য শহুরে/বন্য গৌরব লাঘব
গরিষ্ঠ লঘিষ্ঠ গ্রহণ বর্জন
গুরু লঘু গুণ দোষ
গুরু শিষ্য গোপনীয় প্রকাশ্য
গাঢ় পাতলা গোপন প্রকাশ
গৃহী সন্ন্যাসী গণ্য নগণ্য
গ্রহীতা দাতা গুপ্ত ব্যক্ত
গ্রাহ্য অগ্রাহ্য গতি স্থিতি
গভীর অগভীর
ঘন তরল ঘুমন্ত জাগ্রত
ঘাটতি বাড়তি ঘর বার
ঘাত প্রতিঘাত ঘরোয়া বাহির
ঘাট অঘাট
চড়াই উৎরাই চ্যুত অচ্যুত
চঞ্চল স্থির/অবিচল চেতন অবচেতন
চপল গম্ভীর চোর সাধু
চতুর বোকা চোখা ভোঁতা
চলতি সাধু চিরায়ত সাময়িক
চাক্ষুষ অগোচর চিরন্তন ক্ষণকালীন
চিন্তনীয় অচিন্তনীয় চালু অচল
ছায়া কায়া ছাত্র শিক্ষক
ছটফটে শান্ত ছোকড়া বুড়ো
জয় পরাজয় জানা অজানা
জন্ম মৃত্যু জনাকীর্ণ জনবিরল
জীবন মরণ জাগরণ নিদ্রা
জটিল সরল জ্যেষ্ঠা কনিষ্ঠা
জাগ্রত সুপ্ত/ঘুমন্ত জ্বলন্ত নিভন্ত
জলে স্থলে জিন্দা মুর্দা
জ্ঞাতসারে অজ্ঞাতসারে জ্যোৎস্না অমাবস্যা
জোয়ার ভাটা জৈব অজৈব
জীবিত মৃত জাল আসল
জাতীয় বিজাতীয় ঝুনা কাঁচা
ঝানু অদক্ষ ঝগড়া ভাব
টক মিষ্টি টাটকা বাসি ঠিক বেঠিক ঠাÐা গরম
ঠুনকো মজবুত ডুবন্ত ভাসন্ত
ডাগর ছোট ডুবা ভাসা
তাপ শৈত্য তেজ নিস্তেজ
তরল কঠিন তরুণ বৃদ্ধ
তীক্ষ্ণ ভোতা তখন এখন
তিরস্কার পুরস্কার তিক্ত মধুর
ত্যাজ্য গ্রাহ্য তীব্র লঘু
ত্বরিত শ্লথ তদীয় মদীয়
তুষ্ট রুষ্ট তন্ময় মন্ময়
তৃপ্ত অতৃপ্ত তপ্ত শীতল
তেজি
মন্দা তস্কর সাধু
তিমির আলো থামা শুরু
থৈ অথৈ
দুর্বল সবল দাতা গ্রহীতা
দিবা নিশি দুষ্কৃত সুকৃত
দয়ালু নিষ্ঠুর দোষী নির্দোষী
দরদি বেদরদি দৃঢ় শিথিল
দ্যুলোক ভূলোক দ্বৈত অদ্বৈত
দ্বিধা নির্দ্বিধা দখল বেদখল
দুর্দিন সুদিন দুর্জন সুজন
দুর্গম সুগম দুরন্ত শান্ত দেশি বিদেশি দৃশ্য অদৃশ্য
দুঃশীল সুশীল দীর্ঘায়ু স্বল্পায়ু
দিক বিদিক দাস প্রভু
ধনবান ধনহীন ধরা মরা
ধনিক শ্রমিক ধনী গরিব
ধনাত্মক ঋণাত্মক ধবল শ্যামল
ধৃত মুক্ত ধূর্ত বোকা
ধীর অধীর ধারালো ভোঁতা
ধর্ম অধর্ম
নিমগ্ন উদাসীন নেতিবাচক ইতিবাচক
নন্দিত নিন্দিত নির্দয় সদয়
নব পুরাতন নশ্বর অবিনশ্বর
নির্মল পঙ্কিল নিষেধ বিধি
নিদ্রিত জাগ্রত নীরস সরস
নিরত বিরত নিশ্চয়তা অনিশ্চয়তা
নির্লজ্জ সলজ্জ নির্দেশক অনির্দেশক
নিরাশ্রয় সাশ্রয় নিরপেক্ষ সাপেক্ষ
নিরাকার সাকার নিন্দা প্রশংসা
নিচেষ্ট সচেষ্ট নিরাশা আশা
নর নারী পাপ পুণ্য
পÐিত মূর্খ প্রবল দুর্বল
প্রবীণ নবীন প্রশস্ত সংকীর্ণ
প্রকৃতি বিকৃতি প্রভু ভৃত্য
প্রস্থান আগমন প্রচ্ছন্ন ব্যক্ত
প্রকাশ গোপন প্রসারণ সংকোচন
পরকাল ইহকাল পুষ্ট ক্ষীণ
প্রত্যর্থী অর্থী প্রাচীন নব্য, নবীন
প্রসন্ন বিষণœ প্রীতিকর অপ্রীতিকর
প্রারম্ভ শেষ প্রাচ্য পাশ্চাত্য
প্রতিকূল অনুকূল প্রশ্বাস নিঃশ্বাস
প্রশংসা নিন্দা প্রশান্ত অশান্ত
প্রবাসী স্বদেশি প্রাচী প্রতীচী
পুরস্কার তিরস্কার পুণ্যবান পুণ্যহীন
পরিশোধিত অপরিশোধিত প্রকৃত অপ্রকৃত
প্রশান্তি অশান্তি পূর্ববর্তী পরবর্তী
প্রফুল্ল ¤øান প্রধান অপ্রধান
প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগী সহযোগী
প্রচুর স্বল্প প্রকৃষ্ট নিকৃষ্ট
পদার্থ অপদার্থ পূর্বাহ্ণ অপরাহ্ণ
পড়া ওঠা পরার্থ স্বার্থ
পক্ষ বিপক্ষ পটু অপটু
ফলবান নিষ্ফলা পক্ব অপক্ব
ফল অফল ফলন্ত নিষ্ফলা
ফাঁপা নিরেট ফর্সা ময়লা
বাদী বিবাদী বাচাল স্বল্পভাষী
বিধি নিষেধ বন্য গৃহপালিত
বরখাস্ত বহাল বাদ প্রতিবাদ
বধূ বর বিস্তৃত সংক্ষিপ্ত
বিনীত দুর্বিনীত, উদ্ধত বিজয় পরাজয়
বক্তা শ্রোতা বন্দনা গঞ্জনা
বিরল বহুল বিয়োগান্ত মিলনান্ত
বিজ্ঞ অজ্ঞ বিদ্বান মূর্খ
ব্যর্থ সার্থক ব্যর্থতা সার্থকতা
বিরহ মিলন বিষাদ আনন্দ
ব্যক্ত সুপ্ত বিলম্বিত দ্রæত
বিপন্ন নিরাপদ বিপথ সুপথ
বিনয় ঔদ্ধত্য বিদ্যমান অন্তর্হিত
বিজন সজন বাহুল্য স্বল্পতা
বাস্তব কল্পিত বামপন্থী ডানপন্থী
বন্ধন মুক্তি বাধ্য অবাধ্য
বাদী বিবাদী বাড়তি কমতি
বহু কম বহির্ভূত অন্তর্ভুত
বন্ধুর মসৃণ বিরক্ত অনুরক্ত
বিশ্রী সুন্দর বন্ধন মুক্ত
ভীরু নির্ভীক ভÐ সাধু
ভেজাল খাঁটি ভয় সাহস
ভক্তি অভক্তি ভাঁটা জোয়ার
ভাসা ডোবা ভোগ ত্যাগ
ভেদ অভেদ ভূ-স্বামী ভূমিহীন
ভূমিকা
উপসংহার ভিন্ন অভিন্ন
মধুর তিক্ত মিত্র শত্রæ
মুখ্য গৌণ মিলন বিরহ
মুক্ত বন্দি মৃদু তীব্র
মনীষা নির্বোধ মঙ্গল অমঙ্গল
মনোযোগ অমনোযোগ মনোযোগী অমনোযোগী
মর্যাদা অমর্যাদা মসৃণ অমসৃণ
মৌখিক লিখিত মৌলিক যৌগিক
মৃদু প্রবল মহৎ নীচ
মিথ্যা সত্য মহাজন খাতক
মহাত্ম্যা নীচাত্মা মান্য অমান্য
মানা অমানা মিঠা তিতা
মিল অমিল মূর্ত বিমূর্ত
মোটা সরু মোক্ষ বন্ধন
যশ কলঙ্ক যোগ্য অযোগ্য
যান্ত্রিক প্রাকৃতিক যতœ অযতœ
যৌথ একক যুদ্ধ শান্তি
যুগল একক যাওয়া আসা
যশ অপযশ যাজক বিয়োজক
রব নীরব রাগ বিরাগ
রিক্ত পূর্ণ রাজা প্রজা
রুগ্ন সুস্থ রুদ্ধ মুক্ত
রত বিরত রানী রাজা
রোদ বৃষ্টি রুষ্ট তুষ্ট
রাজি নারাজ রসিক বেরসিক
রক্ষক ভক্ষক
লঘু গুরু লেন দেন
লঘিষ্ঠ গরিষ্ঠ লাল কালো
লম্ব তির্যক ল²ী অল²ী
লাজুক নির্লজ্জ লব হর
লিপ্সা বিরাগ লওয়া
দেওয়া
লৌকিক অলৌকিক লোভী নির্লোভ
শিষ্ট অশিষ্ট শীতল উষ্ণ
শত্রæ মিত্র শৈত্য উত্তাপ
শোক হর্ষ/আনন্দ শুভ অশুভ
শূন্য পূর্ণ শীঘ্র বিলম্ব
শ্রম বিশ্রাম শ্বাস নিঃশ্বাস
শোভন অশোভন শুচি অশুচি
শীত গ্রীষ্ম শান্তি অশান্তি
শালীন অশালীন শারীরিক মানসিক
শায়িত উত্থিত শঠ সাধু
শর্বরী দিবস শ্রীযুক্ত শ্রীহীন
শাসক শাসিত ষাঁড় ষাঁড়
সিক্ত শুষ্ক স্থাবর অস্থাবর
সকর্মক অকর্মক সংক্ষেপ বিস্তর
সুষম অসম সাধু তস্কর
সুখ্যাতি কুখ্যাতি স্মৃতি বিস্মৃতি
সৃষ্টি ধ্বংস স্বতন্ত্র পরতন্ত্র
স্থির চঞ্চল সম্বল নিঃসম্বল
স্থলভাগ জলভাগ স্থাবর অস্থাবর
স্তুতি নিন্দা সৌভাগ্যবান ভাগ্যাহত
সুশ্রী কুশ্রী সুলভ দুর্লভ
সুর অসুর সুপ্ত জাগ্রত
সাকার নিরাকার সসীম অসীম
সরস নীরস সরল কুটিল
সরকারি বেসরকারি সুধা গরল
সুদর্শন কুদর্শন সুন্দর সুৎসিত
সাহসিকতা ভীরুতা সাহসী ভীরু
সার্থক নিরর্থক সামনে পিছনে
সার অসার সাবালিকা নাবালিকা
সাদৃশ্য বৈসাদৃশ্য সমাপ্ত আরম্ভ
সমতল অসমতল স¤প্রসারণ সংকোচন
সরু মোটা সদাচার কদাচার
সদর অন্দর সদয় নির্দয়
সত্য মিথ্যা সত্বর ধীর
সংশ্লেষণ বিশ্লেষণ সংহত বিভক্ত
সংশ্লিষ্ট বিশ্লিষ্ট সংযোগ বিয়োগ
সঞ্চয় অপচয় সজ্ঞান অজ্ঞান
সজীব নির্জীব সচ্ছল অসচ্ছল
সচ্চরিত্র দুশ্চরিত্র সংক্ষিপ্ত বিস্তৃত
সংকীর্ণ প্রশস্ত সংকুচিত প্রসারিত
স্মরণ বিস্মরণ সুগম দুর্গম
হ্রাস বৃদ্ধি হর্ষ বিষাদ
হুঁশ বেহুঁশ ক্ষুদ্র বৃহৎ
হক বেহক হলাহল অমৃত, সুধা
হাজির গরহাজির হৃদ্যতা শত্রæতা
হিসেবি বেহিসেবি হৃদ্য ঘৃণ্য
হালকা ভারি হাল সাবেক
হিত অহিত
পাঠোত্তর মূল্যায়ন :
১। বিপরীতার্থক শব্দ কী? বিপরীতার্থক শব্দ কীভাবে গঠিত হতে পারে? উদাহরণ দিন।
২। নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দলিখুন।
শব্দ বিপরীতার্থক শব্দ শব্দ বিপরীতার্থক শব্দ
আলোক সুলভ
গ্রহণ উন্নতি
সরস হর্ষ
হ্রাস লাভ
সমাপ্ত সুখ
শীতল আসল
গোপনীয় আয়
ক্ষুদ্র অন্তর
গুরু গ্রাম্য
৩। নিচের শব্দগুলোর বাক্যে প্রয়োগ দেখান।
উৎকর্স-অপকর্ষ, অন্তর-বাহির, চেনা-অচেনা, চোখা-ভোঁতা, যোগ-বিয়োগ, সবল-দুর্বল, নির্মল-পঙ্কিল, পাপ-পুণ্য।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ