লেখকের লেখার বা রচনার ছাপ দেওয়া কাগজকে সাধারণত প্রæফ বলা হয়। মুদ্রিত কোনো কিছু কারও সামনে
উপস্থিত করার আগে তা প্রেসে বা কম্পিউটারে ছাপিয়ে নিতে হয়। প্রেসের কম্পোজিটর বা কম্পিউটার
অপারেটর মেশিনের অক্ষরে তা আবার লেখেন। লেখার পর কাগজে ছাপ তোলেন। এ ছাপ তোলার
কাগজটিই হচ্ছে প্রæফ। এই মুদ্রিত বা ছাপ দেওয়া কাগজটি হলো লেখকের লেখার একটি প্রমাণ বা প্রæফ। কম্পিউটারে বা
মেশিনে লেখার সময় লেখকের লেখা হুবহু লিখেছেন কিনা তা লেখকের লেখার সঙ্গে মিলিয়ে দেখতে হয়। তখন যদি দেখা
যায় যে, অপারেটর লেখকের লেখার থেকে কিছু অংশ বাদ দিয়েছেন কিংবা বানানে ভুল করেছেন অথবা লেখকের হাতের
লেখা বুঝতে না পেরে অন্য শব্দ কম্পোজ করেছেন, তখন ঐসব ত্রæটি সংশোধন করাই হলো প্রæফ-সংশোধন।
অনেক সময় লেখক নিজেও পাÐুলিপিতে বানান, তথ্য ইত্যাদি ভুল করতে পারেন। কাজেই প্রæফ যিনি সংশোধন করবেন
অর্থাৎ প্রæফ-রিডারকে লেখকের তথ্য, বাক্য, বানান, শব্দবিন্যাস ইত্যাদিতে ভুল থাকলে তাও সংশোধন করতে হয়।
প্রæফ-সংশোধনের প্রয়োজনীয়তা
১। গ্রন্থে যদি তথ্য, তত্ত¡, বাক্য, শব্দ ও বানান ভুল থাকে তাহলে সাধারণ পাঠক ভুল শিখবে।
২। মুদ্রিত লেখা জনসাধারণে প্রকাশ পেলে এর সঙ্গে সামাজিক, নৈতিক, প্রশাসনিক, ধর্মীয় নানা বিষয় জড়িত হয়ে পড়ে।
অতএব সেক্ষেত্রে কোন ভুল-ত্রæটি থাকলে ছাপাখানা আইন প্রযোজ্য হতে পারে। কাজেই খুব ভালোভাবে প্রæফসংশোধন হওয়া বাঞ্ছনীয়।
অপর পৃষ্ঠায় প্রæফ সংশোধনের সাংকেতিক চিহ্নগুলো সন্নিবেশিত হলোÑ
পাঠোত্তর মূল্যায়ন
এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। পাঠটি ভালো করে পড়ে আপনি প্রশ্নগুলোর উত্তর নিজে লিখুন।
১। প্রæফ বলতে কী বোঝ ? প্রæফ সংশোধন বলতে কী বোঝায় ?
২। প্রæফ সংশোধনের প্রয়োজনীয়তা বর্ণনা করুন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ