তৎপুরুষ সমাসের গাণিতিক গঠন
১. বিশেষ্য (বস্তুবাচক/ব্যক্তি)+কে/ব্যাপিয়া +বিশেষ্য = দ্বিতীয়া তৎপুরুষ সমাস
২. বিশেষ্য+দ্বারা/দিয়ে/কর্তৃক+বিশেষ্য = তৃতীয়া তৎপুরুষ সমাস
৩. বিশেষ্য+জন্য/নিমিত্ত+বিশেষ্য = চতুর্থী তৎপুরুষ সমাস
৪. বিশেষ্য+হতে/থেকে/চেয়ে+বিশেষ্য = পঞ্চমী তৎপুরুষ সমাস
৫. বিশেষ্য +র/এর+বিশেষ্য = ষষ্ঠী তৎপুরুষ সমাস
৬. বিশেষ্য+এ/তে/য়+বিশেষ্য = সপ্তমী তৎপুরুষ সমাস
৭. বিশেষ্য+বিশেষ্য (বিভক্তি লোপ পায় না) = অলুক তৎপুরুষ সমাস
৮. ন /নাই /নয় (অ/অন/বে/না/নি/গর)+বিশেষ্য = নং/নঞ তৎপুরুষ সমাস
৯. বিশেষ্য+এ বিভক্তি+ক্রিয়া+যে = উপপদ তৎপুরুষ সমাস
১. বিশেষ্য (বস্তুবাচক/ব্যক্তি)+কে/ব্যাপিয়া +বিশেষ্য = দ্বিতীয়া তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
গুরুভক্তি গুরুকে ভক্তি দ্বিতীয়া তৎপুরুষ সমাস
প্রাণবধ প্রাণকে বধ দ্বিতীয়া তৎপুরুষ সমাস
বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস
ভরাপর্ণ ভরাকে অপর্ণ দ্বিতীয়া তৎপুরুষ সমাস
বিষয়াপন্ন বিষয়কে আপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস
রাজদত্ত রাজাকে প্রদত্ত দ্বিতীয়া তৎপুরুষ সমাস
অতিথি সৎকার অতিথিকে সৎকার দ্বিতীয়া তৎপুরুষ সমাস
রথচালন রথকে চালন দ্বিতীয়া তৎপুরুষ সমাস
আমকুড়ানো আমকে কুড়ানো দ্বিতীয়া তৎপুরুষ সমাস
চিরসুখ চিরকাল ব্যাপিয়া সুখ দ্বিতীয়া তৎপুরুষ সমাস
জলসেচন জলকে সেচন দ্বিতীয়া তৎপুরুষ সমাস
প্রাণবধ প্রাণকে বধ দ্বিতীয়া তৎপুরুষ সমাস
দেশভঙ্গ দেশকে ভঙ্গ দ্বিতীয়া তৎপুরুষ সমাস
নবীনবরণ নবীনকে বরণ দ্বিতীয়া তৎপুরুষ সমাস
২. বিশেষ্য+দ্বারা/দিয়ে/কর্তৃক+বিশেষ্য = তৃতীয়া তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
রাজদত্ত রাজা কর্তৃক দত্ত তৃতীয়া তৎপুরুষ সমাস
ছায়াশীতল ছায়া দ্বারা শীতল তৃতীয়া তৎপুরুষ সমাস
মনগড়া মন দিয়ে/দ্বারা গড়া তৃতীয়া তৎপুরুষ সমাস
পদদলিত পদ/পা দ্বারা দলিত তৃতীয়া তৎপুরুষ সমাস
ঘিয়েভাজা ঘি দিয়ে/দ্বারা ভাজা তৃতীয়া তৎপুরুষ সমাস
মেঘলুপ্ত মেঘ দ্বারা লুপ্ত তৃতীয়া তৎপুরুষ সমাস
৩. বিশেষ্য+জন্য/নিমিত্ত+বিশেষ্য = চতুর্থী তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
বালকবিদ্যালয় বালকদের নিমিত্ত বিদ্যালয় চতুর্থী তৎপুরুষ সমাস
দেবদত্ত দেবকে দত্ত চতুর্থী তৎপুরুষ সমাস
ছাত্রাবাস ছাত্রদের জন্য আবাস চতুর্থী তৎপুরুষ সমাস
বিপ্লব-অভিজান বিপ্লবের জন্য অভিজান চতুর্থী তৎপুরুষ সমাস
খেয়াঘাট খেয়া পারের নিমিত্ত ঘাট চতুর্থী তৎপুরুষ সমাস
বিয়েপাগলা বিয়ের জন্য পাগলা চতুর্থী তৎপুরুষ সমাস
তপবন তপের জন্য বন চতুর্থী তৎপুরুষ সমাস
৪. বিশেষ্য+হতে/থেকে/চেয়ে+বিশেষ্য = পঞ্চমী তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
বিলাতফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস
মুখভ্রষ্ট মুখ থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ সমাস
প্রাণপ্রিয় প্রাণের চেয়ে প্রিয় পঞ্চমী তৎপুরুষ সমাস
পথভ্রষ্ট পথ থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ সমাস
দেশপলাতক দেশ থেকে পলাতক পঞ্চমী তৎপুরুষ সমাস
ধর্মভ্রষ্ট ধর্ম থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ সমাস
দেশত্যাগ দেশ থেকে ত্যাগ পঞ্চমী তৎপুরুষ সমাস
সমাজভ্রষ্ট সমাজ থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ সমাস
৫. বিশেষ্য +র/এর+বিশেষ্য = ষষ্ঠী তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
রাজপুত্র রাজার পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস
গৃহকর্তী গৃহের কর্তী ষষ্ঠী তৎপুরুষ সমাস
মাতৃস্নেহ মাতার স্নেহ ষষ্ঠী তৎপুরুষ সমাস
গণতন্ত্র গণের তন্ত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস
ছাগদুগ্ধ ছাগীর দুগ্ধ ষষ্ঠী তৎপুরুষ সমাস
চাবাগান চায়ের বাগান ষষ্ঠী তৎপুরুষ সমাস
আকাশবাণী আকাশের বাণী ষষ্ঠী তৎপুরুষ সমাস
ঝরনাধারা ঝরনার ধারা ষষ্ঠী তৎপুরুষ সমাস
আকাশপথ আকাশের পথ ষষ্ঠী তৎপুরুষ সমাস
প্রাণভয় প্রাণের ভয় ষষ্ঠী তৎপুরুষ সমাস
জীবনপ্রদীপ জীবনের প্রদীপ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পুষ্পসৌরভ পুষ্পের সৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস
তমাললতা তমালের লতা ষষ্ঠী তৎপুরুষ সমাস
বিধিলিপি বিধির লিপি ষষ্ঠী তৎপুরুষ সমাস
পৃষ্ঠপ্রদর্শন পৃষ্ঠের প্রদর্শন ষষ্ঠী তৎপুরুষ সমাস
কবিগুরু কবিদের গুরু ষষ্ঠী তৎপুরুষ সমাস
বাক্যান্তর বাক্যের অন্তর ষষ্ঠী তৎপুরুষ সমাস
ভুজবল ভুজের/হাতের বল ষষ্ঠী তৎপুরুষ সমাস
বনমধ্যে বনের মধ্যে ষষ্ঠী তৎপুরুষ সমাস
মার্তণ্ডপ্রায় মার্তণ্ডের প্রায় ষষ্ঠী তৎপুরুষ সমাস
বজ্রসম বজ্রের সম ষষ্ঠী তৎপুরুষ সমাস
মমতারস মমতারস ষষ্ঠী তৎপুরুষ সমাস
মামাবাড়ি মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস
রাজপথ পথেররাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস
মৃগশিশু মৃগের শিশু ষষ্ঠী তৎপুরুষ সমাস
রাজদণ্ড রাজার দণ্ড ষষ্ঠী তৎপুরুষ সমাস
মৌমাছি মৌয়ের মাছি ষষ্ঠী তৎপুরুষ সমাস
রাজহংস রাজার হংস ষষ্ঠী তৎপুরুষ সমাস
যৌবনবেগ যৌবনের বেগ ষষ্ঠী তৎপুরুষ সমাস
রাজনীতি রাজার নীতি ষষ্ঠী তৎপুরুষ সমাস
আমগাছ আমের গাছ ষষ্ঠী তৎপুরুষ সমাস
সুখসময় সুখের সময় ষষ্ঠী তৎপুরুষ সমাস
আকাশগঙ্গা আকাশের গঙ্গা ষষ্ঠী তৎপুরুষ সমাস
৬. বিশেষ্য+এ/তে/য়+বিশেষ্য = সপ্তমী তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
অকালপক্ব অকালে পক্ব সপ্তমী তৎপুরুষ সমাস
বনভোজন বনে ভোজন সপ্তমী তৎপুরুষ সমাস
গাছপাকা গাছে পাকা সপ্তমী তৎপুরুষ সমাস
রথারোহণ রথে আরোহণ সপ্তমী তৎপুরুষ সমাস
অকালমৃত্যু অকালে মৃত্যু সপ্তমী তৎপুরুষ সমাস
শোকার্ত শোকে আর্ত সপ্তমী তৎপুরুষ সমাস
শ্রুতিকটু শ্রুতিতে কটু সপ্তমী তৎপুরুষ সমাস
স্বাভাবসিদ্ধ স্বভাবে সিদ্ধ সপ্তমী তৎপুরুষ সমাস
সংখ্যাগরিষ্ঠ সংখ্যায় গরিষ্ঠ সপ্তমী তৎপুরুষ সমাস
৭. বিশেষ্য+বিশেষ্য (বিভক্তি লোপ পায় না) = অলুক তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
গানের আসর গানের আসর অলুক তৎপুরুষ সমাস
সোনার বাংলা সোনার বাংলা অলুক তৎপুরুষ সমাস
সোনার প্রতিমা সোনার প্রতিমা অলুক তৎপুরুষ সমাস
তেলেভাজা তেলেভাজা অলুক তৎপুরুষ সমাস
খেলার মাঠ খেলার মাঠ অলুক তৎপুরুষ সমাস
চোখের বালি চোখের বালি অলুক তৎপুরুষ সমাস
ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি অলুক তৎপুরুষ সমাস
কুলুর বলদ কুলুর বলদ অলুক তৎপুরুষ সমাস
৮. ন /নাই /নয় (অ/অন/বে/না/নি/গর)+বিশেষ্য = নঞ /নং তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
নিখরচ নাই খরচ নঞ তৎপুরুষ সমাস
অবিচার নয় বিচার নঞ তৎপুরুষ সমাস
গরহাজির ন হাজির নঞ তৎপুরুষ সমাস
অপর্যাপ্ত নয় পর্যাপ্ত নঞ তৎপুরুষ সমাস
বেহিসেব নয় হিসেব নঞ তৎপুরুষ সমাস
অকাতর নয় কাতর নঞ তৎপুরুষ সমাস
অনাচার ন আচার নঞ তৎপুরুষ সমাস
অনাসক্ত নয় আসক্ত নঞ তৎপুরুষ সমাস
অক্ষত/অনেক নয় ক্ষত/নয় এক নঞ তৎপুরুষ সমাস
অনৈক্য নয় ঐক্য নঞ তৎপুরুষ সমাস
অনাশ্রিত নয় আশ্রিত নঞ তৎপুরুষ সমাস
আধোয়া নয় ধোয়া নঞ তৎপুরুষ সমাস
অসত্য নয় সত্য নঞ তৎপুরুষ সমাস
নামঞ্জুর নয় মঞ্জুর নঞ তৎপুরুষ সমাস
অবিশ্বাস্য নয় বিশ্বাসযোগ্য নঞ তৎপুরুষ সমাস
বিমনা নয় মনা নঞ তৎপুরুষ সমাস
অনতিবৃহৎ নয় অতিবৃহৎ নঞ তৎপুরুষ সমাস
নিরর্থক নাই অর্থ যার &nnbsp; নঞ তৎপুরুষ সমাস
অনাচার নয় আচার নঞ তৎপুরুষ সমাস
বেতার নাই তার যার নঞ তৎপুরুষ সমাস
অস্থির নয় স্থির নঞ তৎপুরুষ সমাস
বেওয়ারিশ নাই ওয়ারিশ যার নঞ তৎপুরুষ সমাস
অনশন নয় অশন nbsp; নঞ তৎপুরুষ সমাস
বেহিসেবি নাই হিসেব যার নঞ তৎপুরুষ সমাস
৯. বিশেষ্য+এ বিভক্তি+ক্রিয়া+যে =উপপদ তৎপুরুষ সমাস
নমুনা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাস
জাদুকর জাদু করে যে উপপদ তৎপুরুষ সমাস
ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে উপপদ তৎপুরুষ সমাস
পকেটমার পকেট মারে যে উপপদ তৎপুরুষ সমাস
গৃহস্থ গৃহে অস্থ/স্থায়ী উপপদ তৎপুরুষ সমাস
জলচর জলে চরে যে উপপদ তৎপুরুষ সমাস
ক্ষণজীবী ক্ষণসময় বাঁচে যে উপপদ তৎপুরুষ সমাস
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ