বাক্য

বাক্য

অর্থবহ কথাকেই বাক্য বলে। ভাষার মূল উপকরণ বাক্য আর বাক্যের মৌলিক উপাদান শব্দ আর শব্দের মূল উপাদান বর্ণ। বর্ণের মূল উপাদান ধ্বনি। অর্থবহ শব্দ বা শব্দসমষ্টি বা কিছু শব্দসমন্বয়ে মনের ভাব প্রকাশের প্রক্রিয়াই বাক্য। অন্যভাবে বলা যায়, পরস্পর অর্থবহ শব্দ দ্বারা গঠিত একটি সম্পূর্ণ বক্তব্যকে বাক্য বলে। সাহিত্যের বাহ্যিক উপকরণের মধ্যে বাক্যই প্রধান। তাই বাক্যকে যতই শুদ্ধ রাখা যায় ততই তার অর্থ ও রস আস্বাদন করতে সহজ হয়। বাংলা বাক্যের ধরন অনেক প্রকার। কোন বাক্যের কর্তা আছে। আবার কোন বাক্যের কর্তা নাই। কোন বাক্যের ক্রিয়া নাই, এসব বাক্যকে অনুক্ত ক্রিয়া বাক্য বলে। যেমন: এই আমাদের ছোট্ট গ্রাম। এ আমার শিক্ষকের কথা। বাংলাদেশ এক দরিদ্র দেশ। তোমার জীবনের লক্ষ্য কী?

ব্যাকরণবিদগণ বিভিন্নভাবে বাক্যের সংজ্ঞা দিয়েছেন। যেমন :

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেন, যে পদ বা শব্দ-সমষ্টির দ্বারা কোনও বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয়, সেই পদ বা শব্দ-সমষ্টিকে বাক্য বা Sentence বলে।

জ্যোতিভূষণ চাকী বলেন, যথাযথ বিন্যস্ত শব্দসমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে।

ড. সুনীলকুমার মুখোপাধ্যায় বলেন, পরস্পর অর্থসম্বন্ধ-বিশিষ্ট যে পদগুলোর দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায়, সেই পদগুলোর সমষ্টিকে বাক্য বলে।

বিভিন্নভাবে আমরা বাক্যের ধারণা নিতে পারি। যেমন:

১. অংশগত বাক্য : উদ্দেশ্য/কর্তা ও বিধেয় (কর্ম+ক্রিয়া)

২. খণ্ডগত বাক্য : প্রধান খণ্ডবাক্য, নির্ভরশীল বা আশ্রিত বা পরাধীন খণ্ডবাক্য ও সংযুক্তি শব্দের খণ্ডবাক্য

৩. অর্থগত বাক্য    : বিবৃতিবাচক বা বিবরণবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আশিসবাচক ও আবেগবাচক

৪. গঠনগত বাক্য    : সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য

৫. তুলনাগত বাক্য   : গুণবাচক বাক্য, উৎকর্ষ বা অপকর্ষ বাক্য, সবচে তুলনীয় বাক্য

৬. বাচ্যগত বাক্য   : কর্তৃবাচ্য বাক্য ও কর্মবাচ্য বাক্য

৭. উক্তিগত বাক্য   : প্রত্যক্ষ বাক্য ও পরোক্ষ বাক্য

বাক্যের উদ্দেশ্য ও বিধেয়

অংশের দিক দিয়ে বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন:

ক) উদ্দেশ্য

বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় বা যে কাজটি সম্পাদন করে তাকে উদ্দেশ্য বলে। যেমন: হাসান — — । লেখক হাসান — ।

বাক্যের অর্থ ঠিক রেখে মূল উদ্দেশ্যের আগে তার পরিচায়ক বিশেষণ বসিয়ে উদ্দেশ্যকে সম্প্রসারিত করা হয়। যেমন :

সম্প্রসারণরীতি

উদ্দেশ্য সম্প্রসারক

উদ্দেশ্য (কর্তা)

বিধেয় (ক্রিয়া)

১. বিশেষণ যোগে

২. সম্বন্ধ পদ যোগে

৩. সমার্থক বাক্যাংশ যোগে

৪. অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে

৫. বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে

কুখ্যাত

হাসানের

যারা অত্যন্ত পরিশ্রমী (খণ্ডবাক্য)

চাটুকার পরিবৃত হয়েই (খণ্ডবাক্য)

যার কথা তোমরা প্রায়ই বলে থাক

ডাকাতদল

ভাই

তারাই

রহিম

তিনি

ধরা পড়েছে।

পড়ছে।

উন্নতি করে।

থাকেন।

এসেছেন।

খ) বিধেয়

উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় বা কর্তা যেভাবে কাজ সম্পাদন করে তাকে বিধেয় বলে। যেমন: — পড়ান। — ভাল পড়ান। বাক্যের অর্থ ঠিক রেখে বিধেয় সম্প্রসারণ বসিয়ে বিধেয় ক্রিয়াকে সম্পূরক করা হয়। এরা সমাপিকা ক্রিয়ার পরেও বসতে পারে। যেমন: তিনি প্রখ্যাত ভাষাবিদ ছিলেন অথবা তিনি ছিলেন প্রখ্যাত ভাষাবিদ।

সম্প্রসারণরীতি

উদ্দেশ্য (কর্তা)

বিধেয় সম্প্রসারক

বিধেয় (ক্রিয়া)

১. ক্রিয়া বিশেষণযোগে

২. ক্রিয়া বিশেষণীয়যোগে

৩. কারকযোগে

৪. ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশযোগে

৫. বিধেয় বিশেষণযোগে ঘোড়া

ঘোড়া

জেটবিমান

তিনি ভুবনের

তিনি

ফারজানা

দ্রুত

অতিশয় দ্রুত

ঘাটে ঘাটে

যেভাবেই

আমার বিশেষ

দৌঁড়ায়।

চলে।

ভাসছেন।

হোক আসবেন।

অন্তরঙ্গ বন্ধু (হয়)।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]