খ) সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর
নিয়ম |
সরল বাক্য |
যৌগিকবাক্য |
এবং |
হুমায়ূন আহমেদ বিখ্যাত পরিচালক। হুমায়ূন আহমেদ বিখ্যাত কথাসাহিত্যিক। |
হুমায়ূন আহমেদ বিখ্যাত পরিচালক এবং কথাসাহিত্যিক। হুমায়ূন আহমেদ শুধু বিখ্যাত পরিচালকই নয় বিখ্যাত সাহিত্যিকও।
|
তাই/সেহেতু /কারণে/ফলে |
আমি অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারিনি। |
আমি অসুস্থ ছিলাম তাই উপস্থিত থাকতে পারি নাই। আমি অসুস্থ থাকার কারণে (থাকায়) অনুপস্থিত ছিলাম। |
কিন্তু/তবু /তবুও |
তার বয়স কম হলেও ভাল আলোচনা করে। |
তার বয়স কম কিন্তু তবুও সে ভালো আলোচনা করে। |
গ) জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর
নিয়ম |
জটিলবাক্য |
যৌগিকবাক্য |
যদি— তাহলে /তবে |
যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোন শাস্তি দেয়া হবে না। |
দোষ স্বীকার কর এবং তোমাকে কোন শাস্তি দেয়া হবে না। |
যদিও— তথাপি |
তিনি গরিব কিন্তু সৎ। |
যদিও তিনি গরিব তবুও তিনি সৎ। |
এ/এই— সেটি এ— সেটি |
এ/এই গ্রামে একটি পাঠাগার আছে সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। |
সুতরাং এই গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছিলেন।
|
যখন— তখন |
আমি বাড়ি পৌঁছলাম এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বিপদ ও দুঃখ এক সঙ্গে আসে। |
যখন আমি বাড়ি পৌঁছলাম তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। যখন বিপদ আসে তখন দুঃখ আসে। |
যেমন—তেমনি |
ছেলেটি বুদ্ধিমান ও দুঃসাহসী। |
ছেলেটি যেমন বুদ্ধিমান তেমনি দুঃসাহসী। |
ও—র ও— ই |
আমরাও ভালো তারাও ভালো। আমরাও ভালো সকলেই ভালো। |
আমরা যখন ভালো থাকি তখন সকলেই ভালো থাকে। |
বাক্য বিশ্লেষণ
বাক্যের বিভিন্ন অংশ পৃথক করে তাদের পারস্পারিক সম্বন্ধ নির্ণয় প্রণালীকে বাক্য বিশ্লেষণ বলে। গঠনগতভাবে বাক্যকে বিশ্লেষণ করা যেতে পারে। যেমন:
সরল বাক্য
উদ্দেশ্য সম্প্রসারক |
উদ্দেশ্য (কর্তা) |
বিধেয় (ক্রিয়া) |
বিধেয় সম্প্রসারক |
১. --- ২. --- ৩. --- ৪. --- ৫. তার সুন্দর ৬. মহারাজ শুদ্ধোধনের পুত্র ৭. ইসলামের প্রথম খলিফা |
--- হাসান হাসান হাসান/লেখক হাসান মুখখানি শাক্যসিংহ হযরত আবু বকর (রা.) |
--- --- বই গদ্য লিখতে কেমনে জীবনে সংসার দীনের জন্য তার সর্বস্ব |
পড় /লেখ। পড়ান। পড়ান। পছন্দ করেন। ভুলে থাকি। ত্যাগ করেন। দান করেন। |
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ